রাজশাহী হলি ক্রস স্কুল অ্যান্ড কলেজে অনুষ্ঠিত হল বিজ্ঞানমেলা, শিক্ষা ও সাংস্কৃতিক প্রতিযোগিতা

হলি ক্রস স্কুল অ্যান্ড কলেজে অনুষ্ঠিত হল বিজ্ঞানমেলা, বিতর্ক, শিক্ষা, সাংস্কৃতিক ও হস্তশিল্প (কারুকলা) প্রতিযোগিতা

গত ৩০ মে থেকে জুন ২০২৪ খ্রিস্টাব্দ,  রাজশাহী বড়বনগ্রাম হলি ক্রস স্কুল অ্যান্ড কলেজে অনুষ্ঠিত হল বিজ্ঞানমেলা, বিতর্ক, শিক্ষা, সাংস্কৃতিক ও হস্তশিল্প (কারুকলা) প্রতিযোগিতা।

এ অনুষ্ঠানের মূলসুর ছিল, “সুস্থ সংস্কৃতি চর্চা, বিজ্ঞান ও প্রযুক্তি: আগামীর উন্নত বিশ্ব গড়ার দেবে গতি।” এই অনুষ্ঠানে অংশগ্রহন করেন বিদ্যালয়ের ছাএ-ছাএীরা।

অধ্যক্ষ ব্রাদার প্লাসিড পিটার রিবেরু, সিএসসি’র সভাপতিত্বে উদ্বোধনী অনুষ্ঠানে প্রধান অতিথির আসন অলংকৃত করেন বিশিষ্ট গণিতবিদ সুব্রত কুমার মজুমদার অধ্যাপক (অবসরপ্রাপ্ত), গণিত বিভাগ, রাজশাহী বিশ্ব বিদ্যালয় এবং বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন ড. হরি প্রসাদ সিংহ, উপ-পরীক্ষা নিয়ন্ত্রক, রাজশাহী বিশ্ববিদ্যালয় এবং ফাদার উইলিয়াম মুরমু, সদস্য, ম্যানেজিং কমিটি।

প্রথম শ্রেণি হতে নবম শ্রেণি পর্যন্ত ক্ষুদে বিজ্ঞানীদের উপস্থাপনায় মোট ৫৫টি প্রজেক্ট, সাংস্কৃতিক প্রতিযোগিতায় ১৬ টি বিভাগে ৪৮টি বিষয়, কারুকলা প্রদর্শনীতে ৪টি হাতের কাজ এবং বিতর্ক বিভাগে বারোয়ারি বিতর্ক প্রদর্শিত হয়। সেই সাথে প্রতিষ্ঠানে ২টি স্টল অংশগ্রহন করে।

অনুষ্ঠানসূচির প্রথমেই ছিল জাতীয় সংগীত, প্রদীপ প্রজ্জ্বলন ও অতিথি বরণ। এরপর ছিল বক্তব্য পর্ব। শুরুতেই বক্তব্য রাখেন, বিশেষ অতিথি ও প্রধান অতিথি বিশিষ্ট গণিতবিদ সুব্রত কুমার মজুমদার অধ্যাপক (অবসরপ্রাপ্ত), গণিত বিভাগ, রাজশাহী বিশ্ব বিদ্যালয় এবং ড. হরি প্রসাদ সিংহ, উপ-পরীক্ষা নিয়ন্ত্রক, রাজশাহী বিশ্ব বিদ্যালয়।

প্রধান অতিথী তাঁর বক্তব্যে হলি ক্রস স্কুল অ্যান্ড কলেজের উত্তোরত্তোর উন্নতি কামনা এবং শিক্ষার চর্চার প্রতি গুরুত্বারোপ করেন। পরে তিনি, হলি ক্রস স্কুল অ্যান্ড কলেজ, রাজশাহী’র আয়োজনে বিজ্ঞানমেলা, বিতর্ক, শিক্ষা, সাংস্কৃতিক, হস্তশিল্প (কারুকলা) প্রতিযোগিতা-২০২৪” শুভ উদ্বোধন ঘোষণা করেন।

১ জুন, পুরস্কার বিতরণী ও সমাপনী অনুষ্ঠানে প্রধান অতিথি জনাব শফিকুর রহমান বাদশা, মাননীয় সংসদ সদস্য, সংসদীয় আসন-৫৩, রাজশাহী-২ । তিনি বলেন, বিজ্ঞান ও সাংস্কৃতিক চর্চা আধুনিকতার দরজা খুলে দেয়। তাই প্রতিনিয়ত শিক্ষার্থীদের সঠিক শিক্ষা দিতে পারলে প্রতিভার বিকাশ ঘটবে। - হিলারিউস মুরমু