নির্মল হৃদয় মারিয়া ধর্মপল্লীর সকল ছাত্র-ছাত্রীকে সংবর্ধনা প্রদান
বিগত ২রা ফেব্রুয়ারি ২০২৫ খ্রিষ্টাব্দ, 'জেরুসালেমে মন্দিরে যীশুকে নিবেদন পর্বের দিন ঋষি বঙ্কিমনগর বারুইপুরে অবস্থিত নির্মল হৃদয় মারীয়ার গীর্জার নার্সারি থেকে কলেজ উত্তীর্ণ সকল ছাত্র ছাত্রীদের উদ্দেশ্যে ধর্মপল্লীর পক্ষ থেকে সম্বর্ধনা অনুষ্ঠানের আয়োজন করা হয়।
এদিন পবিত্র খ্রীষ্টযাগের মধ্য দিয়ে ২০২৫ জুবলী অনুষ্ঠানের শুভ সূচনা করেন নির্মল হৃদয় মারীয়া গীর্জার সকল সদস্যগণ। মোমবাতি হাতে নিয়ে শোভাযাত্রার মধ্য দিয়ে গীর্জা ঘরে প্রবেশ করেন সকলে। এরপর পবিত্র উপাসনা আরম্ভ হয়।
খ্রীষ্টযাগ উৎসর্গ করেন ধর্মপল্লীর পাল পুরোহিত ফাদার পাতিনাতেন এবং ফাদার ফস্টিন। উপদেশ চলাকালীন সময়ে নিষ্ঠার সাথে জুবলি বছর পালন করার কথা স্মরণ করিয়ে দেন পুরোহিত।
উক্ত এই খ্রীষ্টযাগে উপস্থিত ছিলেন মিশনারি অফ চারিটি সিস্টারগণ, বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন রাঘবপুর সেন্ট পলস হাই স্কুলের প্রধান শিক্ষিকা ডঃ সাধনা করালী এবং ধর্মপল্লীর সকল খ্রীস্টভক্ত।
খ্রীষ্টযাগ শেষে ডঃ সাধনা করালী মহাশয়াকে ধর্মপল্লীর পক্ষ থেকে সম্বর্ধনা জানানো হয়। ছাত্র-ছাত্রীদের উৎসাহ প্রদান করার জন্য তিনি তার মূল্যবান বক্তব্য রাখেন।
সবশেষে আগত ছাত্র-ছাত্রীদের উৎসাহ প্রদান করার জন্য ধর্মপল্লীর পক্ষ থেকে উপহার প্রদান করা হয় সেই সাথে আগত সকলের জন্য জলযোগের ব্যবস্থা করা হয়। প্রতিবেদন - তন্ময় মন্ডল