রাঘবপুর সাধু যোসেফ ক্যাথলিক গীর্জায় অনুষ্ঠিত হল একদিনব্যাপী নির্জন ধ্যান প্রার্থনা

বিগত ৬ এপ্রিল ২০২৫ খ্রিস্টাব্দে, প্রতি বছরের মতো এই বছরও তপস্যাকালে পশ্চিমবঙ্গের দক্ষিণ ২৪ পরগনা জেলার অন্তর্গত রাঘবপুর সাধু যোসেফ ক্যাথলিক গীর্জায় একদিনব্যাপী নির্জন ধ্যান প্রার্থনার আয়োজন করা হয়।
সকাল ১০ ঘটিকা থেকে বিকেল ৫ ঘটিকা পর্যন্ত এই নির্জন ধ্যান প্রার্থনা পরিচালনা করেন বারুইপুর ধর্মপ্রদেশের ভিকার জেনারেল শ্রদ্ধেয় ফাদার কনৌজ রায় এছাড়া উপস্থিত ছিলেন ধর্মপল্লীর পাল পুরোহিত যোসেফ টোপ্প এসজে।
এই নির্জন প্রার্থনায় রাঘবপুর ধর্মপল্লীর সকল খ্রীস্টভক্ত ও রাঘবপুর ধর্মপল্লীর সাতটি সাব সেন্টার থেকে আগত খ্রীস্ট ভক্তরা এই নির্জন ধ্যান প্রার্থনায় অংশগ্রহণ করেছিলেন ।
সকাল ৮.৩০ মিনিট থেকে ৯ টা পর্যন্ত প্রত্যেক খ্রীস্ট ভক্তের নাম রেজিস্ট্রেশন করা হয়। অনুষ্ঠান আরম্ভের পূর্বে প্রত্যেকের জন্য জলযোগের ব্যবস্থা করা হয় ।
প্রথমে ধর্মপল্লীর পক্ষ থেকে ভিকার জেনারেল ফাদার কনৌজকে উত্তরীয় ও পুস্পস্তাবক দিয়ে স্বাগত জানানো হয়। এরপর ফাদার পবিত্র সাক্রামেন্ট বেদীতে রেখে আরাধনার মধ্য দিয়ে খ্রীস্টভক্তদের প্রস্তুত করেন।
নির্জন প্রার্থনায় ফাদার তার বক্তব্যে বলেন, প্রভু যীশুকে আমাদের সমস্ত অন্তর দিয়ে ভালোবাসতে হবে কারণ সবকিছুর ঊর্ধ্বে তিনি রয়েছেন।
দুপুর ১২ টা সময় সকল খ্রীস্ট ভক্তদের পাপ স্বীকারের জন্য আহ্বান জানানো হয়। মধ্যাহ্ন ভোজনের পর দুপুর ৩.৩০ মিনিটে পবিত্র খ্রীষ্টযাগ উৎসর্গ করা হয়।
তপস্যাকালের এই নির্জন ধ্যান প্রার্থনা প্রত্যেক খ্রীস্টভক্তের অন্তরকে পবিত্র ও নির্মল করে তুলতে সাহায্য করে।
প্রতিবেদন - তন্ময় মণ্ডল