কৃষ্ণনগর ধর্মপ্রদেশের ক্যাথলিক যুবক-যুবতীদের তপস্যাকালীন নির্জন ধ্যান

কৃষ্ণনগর ধর্মপ্রদেশের ক্যাথলিক যুবক-যুবতীদের তপস্যাকালীন নির্জন ধ্যান প্রার্থনা

বিগত ৬ই এপ্রিল, ২০২৫ খ্রিষ্টাব্দ, পশ্চিমবঙ্গের নদীয়া জেলার অন্তর্গত কৃষ্ণনগর ধর্মপ্রদেশের জালালখালি ধর্মপল্লীর ডিভাইন লাভ রিট্রিট সেন্টারে যুব পরিষদের উদ্যোগে তপস্যাকালীন এক বিশেষ নির্জন ধ্যানের আয়োজন করা হয়। 

এই নির্জনধ্যানে  ৮০ জন ক্যাথলিক যুবক ও যুবতী অংশগ্রহণ করেন। খ্রিষ্টীয় বিশ্বাস ও আধ্যাত্মিক উন্নতির পথ খোঁজার উদ্দেশ্যে আয়োজিত এই নির্জনধ্যান ছিলো তপস্যা কালকে কেন্দ্র করে।          

সারাদিন দিনব্যাপী এই নির্জন ধ্যান শুরু হয় একত্রে প্রার্থনার মাধ্যমে। এরপর ভিনসেন্টসিয়ান ধর্মপ্রচারক  ফাদার জর্জ আরাকেলের পরিচালনায় বাইবেল পাঠ, নীরব ধ্যান, তপস্যার অর্থ, প্রাসঙ্গিক আলোচনাসভা এবং চুপচাপ আত্মানুসন্ধানের সুযোগ দেওয়া হয়।

অংশগ্রহণকারীরা নিজেদের জীবনের অভিজ্ঞতা, সংকট এবং ঈশ্বরের প্রতি বিশ্বাস নিয়ে গভীরভাবে ভাবনার সুযোগ পান এই নির্জন প্রার্থনায়

দুপুরের উপাসনা ও পবিত্র প্রার্থনা ধ্যানের পরিবেশকে আরও গভীর করে তোলে। উপাসনা উৎসর্গ করেন ফাদার ভিনসেন্ট ও কৃষ্ণনগর ধর্মপ্রদেশের যুবপরিচালক ফাদার রাকেশ বিশ্বাস।

এছাড়া প্রার্থনারত পরিবেশে বাইবেলভিত্তিক গান ও আধ্যাত্মিক সঙ্গীত অংশগ্রহণকারীদের মনকে প্রার্থনার দিকে নিবিষ্ট করে তোলে।

এই নির্জনধ্যানে উপস্থিত অংশগ্রহণকারী যুবকযুবতীরা জানান, এটি তাদের জীবনে এক গভীর আত্মিক অভিজ্ঞতা এনে দিয়েছে এবং ঈশ্বরের সান্নিধ্যে পৌঁছতে সহায়ক হয়েছে।

এই সফল আয়োজনে সহযোগিতার জন্য ধর্মপল্লীর যাজক, সিস্টারগণ, সংগঠকবৃন্দ ও স্বেচ্ছাসেবকদের ধন্যবাদ জানানো হয়।

প্রতিবেদন - সৈকত মন্ডল

মালিয়াপোতা ধর্মপল্লী