পশ্চিমবঙ্গের হাওড়া ও হুগলি জেলায় আন্তর্জাতিক মহিলা দিবস উৎযাপন
গত ১০ মার্চ ২০২৪ খ্রিষ্টাব্দ, পশ্চিমবঙ্গের হাওড়া ও হুগলি জেলায় প্রথমবার যৌথভাবে আন্তর্জাতিক মহিলা দিবসের আয়োজন করা হয়।
হাওড়া ও হুগলী জেলার ধর্মপল্লীগুলি হল ইম্যাকিউলেট কনসেপশন গির্জা (শ্রীরামপুর), সেক্রেড হার্ট গির্জা (চন্দননগর), ব্যান্ডেল ব্যাসিলিকা, পান্ডুয়া, গুরাপ, ডন বস্কো লিলুয়া, মাতা রানী গির্জা (আন্দুল), সাধু মাইকেলের গির্জা (প্রেমনগর), সাধু যোসেফের গির্জা সাঁতরাগাছি, হ্যাপি ভয়েজ গির্জা (হাওড়া) ইত্যাদি।
সমগ্র এই অনুষ্ঠানটি ফাদার জনি (হাওড়া ও হুগলি প্রদেশের ডিন) এবং উল্লেখিত ১০টি ধর্মপল্লীর পাল পুরোহিতের উদ্যোগে আয়োজিত হয়।
সকাল ১০টায় পবিত্র খ্রীষ্টযাগের মধ্য দিয়ে দিন শুরু হয়। মিশা উৎসর্গ করেন কলকাতা মহাধর্মপ্রদেশের ভিকার ফাদার ডমিনিক গোমেজ, সহকারী যাজক ছিলেন ফাদার জনি এবং হ্যাপি ভয়েজ গির্জার (হাওড়া) পাল পুরোহিত ফাদার সুনীল কুজুর।
খ্রীষ্টযাগের পর মায়েদের সচেতন করে তোলার জন্য ডাঃ শিপ্রা গোস্বামী এবং শ্রীমতি মহুয়া বন্দ্যোপাধ্যায় (হাওড়া জেলা আধিকারিক, সংখ্যালঘু অফিস পশ্চিমবঙ্গ সরকার) মায়েদের সচেতন করে তোলার জন্য বক্তব্য রাখেন।
নারীদের জন্য যে সমস্ত সরকারি প্রকল্পগুলি রয়েছে সেই বিষয়েও বিস্তারিত আলোচনা করেন তারা। সেইসাথে নারী ক্ষমতায়ন এবং কিভাবে তারা এই প্রকল্পগুলি লাভের মধ্যে দিয়ে শুধুমাত্র নিজেরাই নয় এমনকি তাদের পরিবারকেও সাবলম্বী করে তুলতে পারবে সেই বিষয়ে তাদের বোঝানো হয়।
এরপর মধ্যাহ্নভোজের পর হাওড়া হুগলি জেলার বিভিন্ন ধর্মপল্লী থেকে আগত মহিলারা সাংস্কৃতিক অনুষ্ঠান পরিবেশন করেন। সর্বোপরি সহভাগিতা, শিক্ষামূলক বক্তৃতা এবং আনন্দ বিনিময়ের মধ্যে দিয়ে আন্তর্জাতিক নারী দিবস পালিত হয়।-ক্রিস্টিনা পিটারসন