সিস্টারস অফ চ্যারিটি অফ সাধু ভিনসেন্ট ডি’ পল সংঘের বাংলাদেশে প্রথম সিস্টার মারিয়া দেগন আন্দ্রেয়া

সিস্টারস অফ চ্যারিটি অফ সাধু ভিনসেন্ট ডি’ পল সংঘের বাংলাদেশে প্রথম সিস্টার মারিয়া দেগন আন্দ্রেয়া

গত ২৪ জুন ২০২৪ খ্রিস্টাব্দ,  ময়মনসিংহ কাথিড্রাল ধর্মপল্লীতে অনুষ্ঠিত হল সিস্টারস অফ চ্যারিটি অফ সাধু ভিনসেন্ট ডি’ পল সংঘের বাংলাদেশে প্রথম সিস্টার মারিয়া দেগন আন্দ্রেয়া’র প্রথম ব্রত অনুষ্ঠান।

এই প্রথম ব্রত অনুষ্ঠানের খ্রিস্টযাগ উৎসর্গ করেন ময়মনসিংহ ধর্মপ্রদেশের বিশপ পল পনেন কুবি, সিএসসি সহ আরো উপস্থিত ছিলেন বিভিন্ন ধর্মপ্রদেশের যাজকগণ, কোরিয়া থেকে আগত  সিস্টার অফ চ্যারিটি অফ সাধু ভিনসেন্ট ডি’ পল সংঘের সুপিরিয়র জেনারেল সিস্টার মারিয়া গাব্রিয়েল্লা, এসসিভি।

এছাড়াও আরো উপস্থিত ছিলেন কোরিয়া ও ফিলিপাইন থেকে আগত অন্যান্য সিস্টারগণ সহ ধর্মপ্রদেশে সেবাদানরত অন্যান্য সম্প্রদায়ের সিস্টারগণ এবং প্রথম ব্রতগ্রহণকারী সিস্টার মারিয়া দেগন আন্দ্রেয়া’র আত্নীয় স্বজনগণ ও কয়েকশত খ্রিস্টভক্তগণ এই প্রথম ব্রতগ্রহণ অনুষ্ঠানে অংশগ্রহণ করেন।

খ্রিস্টযাগের উপদেশ বাণীতে বিশপ পল পনেন কুবি বলেন, “আমি প্রথমে ঈশ্বরকে ধন্যবাদ জানাই কারণ তাঁর প্রচার ও সেবাকাজ করার জন্য তিনি আমাদের মধ্য থেকে বোন মারিয়া দেগন আন্দ্রেয়াকে বেছে নিয়েছেন। আমি বিশ্বাস করি সিস্টারস অফ চ্যারিটি অফ সাধু ভিনসেন্ট ডি’ পল সংঘের যে ক্যারিজম তা তিনি বিশ্বস্থতার সহিত পালন করে মন্ডলীতে সেবা দিবে।”

প্রথম ব্রতগ্রহণকারী সিস্টার মারিয়া দেগন আন্দ্রেয়া তাঁর অনুভূতি ব্যক্ত করে বলেন, “আমি ঈশ্বরকে ধন্যবাদ জানাই কারণ তিনি আমাকে তাঁর দ্রাক্ষাক্ষেত্রে কাজ করার জন্য আহ্বান করেছেন। আপনারা আমার জন্য প্রার্থনা করবেন আমি যেন আমার সেবা ব্রতে বিশ্বস্থ থেকে সম্প্রদায়ের জন্য কাজ করতে পারি।”

সংঘের সুপিরিয়র জেনারেল সিস্টার মারিয়া গাব্রিয়েল্লা বলেন, “আজ আনন্দচিত্তে আমরা ঈশ্বরের প্রশংসা ও গৌরব করি কারন এই আর্শীবাদিত দিনটি আমাদের দান করেছেন। আমি অত্যন্ত আনন্দিত যে ময়মনসিংহ ধর্মপ্রদেশে দীর্ঘ ১৮ বছর প্রৈৗরিতিক কাজ করার পরে আমরা বাংলাদেশে থেকে সেন্ট ভিনসেন্ট ডি’ পলের সিস্টারস অফ চ্যারিটির প্রথম বাংলাদেশী সিস্টার মারিয়া দেগন আন্দ্রেয়াকে পেয়েছি।”

তিনি আরো বলেন, “আমাদের সংঘের এই সেবায় নিজেকে উজার করে দিতে সিস্টার মারিয়া দেগন আন্দ্রেয়াকে ঈশ্বর তার দ্রাক্ষাক্ষেত্রে বেছে নিয়েছেন।”

২০০৬ সালে, ময়মনসিংহ  ধর্মপ্রদেশে সিস্টারস অফ চ্যারিটি অফ সাধু ভিনসেন্ট ডি’ পল সংঘের সিস্টারগণ বাংলাদেশে আসেন এবং সাধু ভিনসেন্ট ডি’ পল সিক সেন্টারে সেবা কাজ শুরু করেন।

এই সিস্টারদের সম্প্রদায়ের মূল উদ্দেশ্য বা ক্যারিজম হচ্ছে আর্ত-পীড়িত, দীন-দরিদ্রদের মাঝে সেবা দান করা। আর এই লক্ষ্যে সাধু ভিনসেন্ট ডি’ পল সংঘের সিস্টারগণ বাংলাদেশে কাজ করে যাচ্ছেন। - আরভিএ সংবাদ