রাঘবপুর সাধু যোসেফ ক্যাথলিক গীর্জায় অনুষ্ঠিত হলো তেজে প্রার্থনা ও যীশুর যন্ত্রণাভোগের স্মরণানুষ্ঠান

বিগত ৪ ঠা এপ্রিল ২০২৫ খ্রিস্টাব্দ, দক্ষিণ ২৪ পরগনা জেলার বারুইপুর ধর্মপ্রদেশের অন্তর্গত রাঘবপুর সাধু যোসেফ ক্যাথলিক গীর্জায় পালকীও পরিষদের আয়োজনে অনুষ্ঠিত হল তেজে প্রার্থনার অনুকরণে ক্রুশের আরাধনা।
খ্রীস্টীয় ক্যাথলিক মন্ডলীতে তপস্যাকালের ছয়টি শুক্রবার সাধারণত ক্রুশের পথ পালন করা হয়ে থাকে এবং পুণ্য শুক্রবারে অর্থাৎ মহা শুক্রবারে পালন করা হয় প্রভু যীশুর মৃত্যুবরণের স্মরণানুষ্ঠান।
মহাসপ্তাহ সন্নিকটে, তাই নিজেদের হৃদয়কে প্রস্তুত করার জন্য পঞ্চম শুক্রবারে ধর্মপল্লীর পক্ষ থেকে পালন করা হয় তেজে প্রার্থনার অনুকরণে ক্রুশের আরাধনা।
পবিত্র ক্রশ সামনে রেখে ধ্যান প্রার্থনার মধ্যে দিয়ে পবিত্র সপ্তাহের জন্য নিজেদের প্রস্তুত করা তথা ধ্যান প্রার্থনার মধ্যে দিয়ে নিজেদের অন্তর আত্মাকে পুনর্জীবিত করাই হলো এই প্রার্থনার মূল উদ্দেশ্য।
উক্ত এই প্রার্থনা সভা পরিচালনা করেন ধর্মপল্লীর পাল পুরোহিত ফাদার যোসেফ টোপ্প এস.জে এবং অন্যান্য ফাদারগণ।এছাড়াও উপস্থিত ছিলেন সিস্টার অর্পিতা ডিএসএ, সিস্টার বিনীতা ডিএসএ এবং অন্যান্য সিস্টারগণ।
ক্রুশের পথ শেষে পবিত্র ক্রুশ থেকে প্রভু যীশুকে বেদি তলে রাখা হয় এবং প্রথমে পাল পুরোহিত মহাশয় তারপর সিস্টারগণ এবং সকল খ্রীস্টভক্ত একে একে তাদের শ্রদ্ধা ও ভক্তি নিবেদন করেন ।
সমগ্র অনুষ্ঠানটি পরিচালনার দায়িত্বে ছিলেন শ্রী অনুপ গায়েন মহাশয় এবং রাঘবপুর ধর্মপল্লীর পালকীয় পরিষদের সদস্যবৃন্দ।
অন্যদিকে, ১১ই এপ্রিল শুক্রবার বিকালে যীশুর যন্ত্রণাভোগ ও ক্রুশ মৃত্যুবরণ স্মরণের কাহিনী অনুষ্ঠিত হয়।
পাল পুরোহিত ফাদার যোসেফ টোপ্প এবং পালকীয় পরিষদের তত্ত্বাবধানে এই অনুষ্ঠানটি পালন করার উদ্দেশ্য ছিল খ্রিস্টের যন্ত্রণা ভোগের প্রতিটি মুহূর্তকে স্মরণ করা সেই সাথে পুণ্য সপ্তাহ তথা পাস্কা পর্বের জন্য নিজেদের প্রস্তুত করা।
প্রতিবেদন - তন্ময় মন্ডল