কলকাতার টালিগঞ্জ শান্তিরাণী গির্জায় বাৎসরিক এস সি সি দিবস উদযাপন
গত ২৯ সেপ্টেম্বর ২০২৪ খ্রিষ্টাব্দে, মহা সমারোহে বাৎসরিক SSC বর্তমান (বি ই সি) ডে পালিত হল। বেসিক এক্লেশিয়া কমিউনিটির যা ক্ষুদ্র খ্রীষ্টমণ্ডলী নামে পরিচিত। বাইবেল শোভাযাত্রা সহ মহা খ্রীষ্টযাগের মধ্য দিয়ে এই অনুষ্ঠানের সূচনা হয়।
খ্রীষ্টযাগ উৎসর্গ করেন পাল পুরোহিত ফঃ যোসেফ নায়েক, ডি'পল স্কুলের অধ্যক্ষ ফঃ সুভাষিস মণ্ডল, সহকারী পুরোহিত ফঃ প্রশান্ত কুল্লু ও কলকাতা আর্চডাওসিসের ফঃ ডমিনিক গোমেস। খ্রীষ্টযাগে পৌরহিত্য করেন ফাদার ডমিনিক গোমেস।
সকাল ৮ টায় শান্তিরাণী স্কুল প্রাঙ্গন থেকে বাইবেল শোভাযাত্রা শুরু হয়। হিন্দি ,বাংলা ,ইংরাজি এই তিন ভাষার মানুষ সম্মিলিত ভাবে অতি ভক্তি সহকারে অংশ গ্রহণ করেন। নৃত্য ও আরতির মাধ্যমে বাইবেল প্রতিস্থাপন করা হয়।
এরপর কপালে চন্দন টিকা দিয়ে পুরোহিতদের বরণ করে নেওয়ার পর দিনের তাৎপর্য পাঠ করা হয়। যেখানে ধর্মপল্লীর এস সি সি দল গঠনের একটি সংক্ষিপ্ত ইতিহাস তুলে ধরা হয়।
উপদেশে ফঃ ডমিনিক গোমেস বলেন ,' সি সি র জীবনের মূল কাজ হল সুসমাচারের বানী আদান প্রদান। তাই আমাদের কাজ করে যেতে হবে।পরস্পর ও প্রতিবেশীর সেবায় জীবন উৎসর্গ করতে হবে"।
তিনি পোপ ফ্রান্সিসের বানী স্মরণ করিয়ে বলেন আমাদের শুধু বাইবেল পড়লে হবে না।বাইবেলের বাণী
অনুসারে মানুষের সেবা করতে হবে।তবেই এস সি সি দিবস পালন করা সার্থক হবে।
সুন্দর ভাবে বেশী সাজানো,গান -প্রার্থনা ছাড়া নানা কাজে সক্রিয়ভাবে অংশ নেওয়ার জন্য ধর্মপল্লীর তরফ থেকে আন্তরিক ধন্যবাদ জানান হয়। খ্রীষ্টযাগের শেষে সকল ভক্তের হাতে জলখাবারের প্যাকেট তুলে দেওয়া হয়।
এরপর স্কুলের হলে প্রদীপ জ্বেলে ছোট্ট সাংস্কৃতিক অনুষ্ঠানের আয়োজন করা হয়।প্রধান অতিথি ও পাল পুরোহিতকে এস সি সি সদস্যদের হয়ে উত্তরীয় ও পুষ্প স্তবক দিয়ে সম্মান প্রদর্শন করা হয়। প্রতিবেদন – চন্দনা রোজারিও।