উদয়নী সোশ্যাল একশন ফোরামের উদ্যোগে আন্তর্জাতিক প্লাস্টিক ব্যাগ মুক্ত দিবস উদযাপন

বিগত ৩ জুলাই, ২০২৫ খ্রিষ্টাব্দ উদয়নী সোশ্যাল একশন ফোরামের স্বনির্ভর গোষ্ঠীর সদস্যদের উদ্যোগে আন্তর্জাতিক প্লাস্টিক ব্যাগ মুক্ত দিবস ২০২৫ পালন করা হয়

আন্তর্জাতিক প্লাস্টিক ব্যাগ মুক্ত দিবস উপলক্ষে পূর্ব বর্ধমান,  হুগলি ও দক্ষিণ ২৪ পরগনা জেলার পাঁচটি ব্লকে (কালনা ১, কালনা ২, জামালপুর, পান্ডুয়া ও বিষ্ণুপুর ১ ব্লক) একযোগে সচেতনতা বৃদ্ধি ও পরিষ্কার-পরিচ্ছন্নতার কর্মসূচি পরিচালিত হয়। স্বনির্ভর গোষ্ঠীর নারীরা এতে নেতৃত্ব দিয়ে প্লাস্টিক দূষণের বিরুদ্ধে বাস্তব পদক্ষেপ গ্রহণ করেন।

আন্তর্জাতিক প্লাস্টিক ব্যাগ মুক্ত দিবসের এবছরের থিম ছিল “প্লাস্টিক দূষণ বন্ধ করো, সবুজ পরিবেশ গড়ে তোলো” বিভিন্ন স্লোগানের মাধ্যমে দিনটি উদযাপন করা হয় যেমন “প্রতিদিনের ছোট সিদ্ধান্তেই ভবিষ্যৎ গড়ে ওঠে।“ “চলুন আমরা প্লাস্টিক ব্যাগ থেকে দূরে থাকি এবং পরিবেশবান্ধব ব্যাগ ব্যবহার করি।“ “এখনই সময় সচেতন হওয়ার” প্রমুখ

বিষ্ণুপুর ১ (মাগুরখালি) ব্লকে পুকুর ও আশপাশের এলাকা থেকে প্লাস্টিক বর্জ্য অপসারণ করে পরিবেশ রক্ষায় গুরুত্বপূর্ণ ভূমিকা নেন সদস্যরা।

অন্যদিকে, জামালপুর (সাঁচড়া, মোহনপুর, নবগ্রাম, বাসুদহ পাড়া) এলাকায় দলিত ও আদিবাসী গোষ্ঠীর স্বনির্ভর গোষ্ঠীর সদস্যরা রাস্তার ধারে ও নর্দমা থেকে প্লাস্টিক সংগ্রহ করেন।

কালনা ১, ২ ও পান্ডুয়া ব্লকে “প্লাস্টিক ব্যাগকে না বলুন” স্লোগান তুলে ধরে সচেতনতা মিছিল ও প্রচার চালানো হয়। সাধারণ মানুষকে বিকল্প ব্যবহারে উৎসাহিত করা হয়।

উক্ত এই অনুষ্ঠানে মোট ৩৫৪ জন স্বনির্ভর গোষ্ঠীর সদস্য সক্রিয়ভাবে অংশগ্রহণ করেন। পুকুর ও রাস্তাঘাট থেকে প্রচুর পরিমাণ প্লাস্টিক বর্জ্য অপসারণ করা হয় এবং সচেতনতা কর্মসূচির মাধ্যমে স্থানীয় মানুষের মধ্যে পরিবেশ রক্ষার গুরুত্ব তুলে ধরা হয়।

এই কর্মসূচি শুধু একদিনের পরিচ্ছন্নতা অভিযান ছিল না—বরং এটি ছিল মজবুত পরিবেশ গঠনের লক্ষ্যে একটি গুরুত্বপূর্ণ পদক্ষেপ ছিল। স্বনির্ভর গোষ্ঠীর সদস্যদের নেতৃত্বে এই উদ্যোগ আগামী দিনে আরও বৃহৎ পরিবেশ সচেতন কর্মসূচির পথ খুলে দেবে বলে উদয়নী সোশ্যাল একশন ফোরামের স্বনির্ভর গোষ্ঠীর সদস্যবৃন্দ আশাবাদী।

প্রতিবেদন -পারোমিতা দত্ত