লাউদাতো সি’র অঙ্গীকার – প্লাস্টিক মুক্ত পরিবেশ – চেতনা
২০১৫ খ্রিস্টাব্দে জারি করা পোপ ফ্রান্সিসের এনসাইক্লিকাল লাউদাতো সি’ পত্রে তিনি আমাদের সাধারণ গৃহ অর্থাৎ এই পৃথিবীর যত্ন নেওয়ার আহ্বান জানিয়েছিলেন। প্লাস্টিক বর্জন একটি গুরুত্বপূর্ণ পরিবেশগত সমস্যা যা বর্তমানে বিশ্বজুড়ে আলোচিত হচ্ছে। প্লাস্টিক দূষণ পরিবেশের জন্য একটি মারাত্মক হুমকি।
আসুন আজ এই চেতনার আসরে প্লাস্টিক মুক্ত পরিবেশ প্রসঙ্গে আলোচনা শুনি।