কিভাবে জানতে পারবেন মাধ্যমিকের রেজাল্ট, কোন ওয়েবসাইটে কিভাবে লগ ইন করতে হবে দেখে নেওয়া যাক এক নজরে।

সেই বহুপ্রতীক্ষিত সকালটা এসে গেল, প্রকাশিত হল মাধ্যমিক পরীক্ষার ফলাফল। প্রথমে সকাল ৯ টা থেকে মধ্যশিক্ষা পর্ষদের তরফে সাংবাদিক বৈঠক করা হয়। সেখানে আনুষ্ঠানিকভাবে মাধ্যমিকের ফলাফল ঘোষণা করেন পর্ষদের কর্তারা।

সার্বিকভাবে ২০২৪ সালের মাধ্যমিক পরীক্ষার রেজাল্ট কেমন হয়েছে, কে বা কারা প্রথম হয়েছে, পাশের হার কত, জেলাভিত্তিক পাশের হারের মতো বিভিন্ন তথ্য জানানো হয় সেখানে। তারপর সকাল ৯ টা ৪৫ মিনিট থেকে ওয়েবসাইটে মাধ্যমিক পরীক্ষার ফলাফল দেখা যাবে।

এ বছর মাধ্যমিক শুরু হয়েছিল  ফেব্রুয়ারি এবং শেষ হয় ১২ফেব্রুয়ারি। এ বছর রাজ্যে ন'লক্ষেরও বেশি পরীক্ষার্থী মাধ্যমিক পরীক্ষার জন্য বসে।

পর্ষদ সূত্রে খবর, অনলাইনে ফল দেখার সময় পড়ুয়াদের হাতের কাছে রাখতে হবে অ্যাডমিট কার্ড কারণ, রোল নম্বর ও জন্ম তারিখ ছাড়া এই পদ্ধতিতে জানা যাবে না রেজাল্ট।

কিভাবে ওয়েবসাইট লগইন করবেন তা বিস্তারিত জানান হল

১: প্রথমেই ছাত্র বা ছাত্রীকে ওয়েবসাইটে লগ ইন করতে হবে

২: ওয়েবসাইটের হোমপেজে মিলবে রেজাল্টের লিঙ্ক সেখানে লেখা থাকবে মাধ্যমিক ক্লাস ১০-র ফল সেই অপশানে ক্লিক করলেই খুলে যাবে লিঙ্ক।

৩: এর পর স্ক্রিনে দেখা যাবে একটি ফর্ম। সেখানে প্রার্থীদের রোল নম্বর ও জন্ম তারিখ লিখতে হবে। এই দু’টি সঠিকভাবে না দিলে দেখা যাবে না রেজাল্ট।

৪: রোল নম্বর ও জন্ম তারিখ লেখা হয়ে গেলে লগ ইন অপশানে ক্লিক করতে হবে । সঙ্গে সঙ্গে স্ক্রিনে দেখা যাবে রেজাল্ট। এরপর প্রার্থীরা মার্কশিটের PDF ডাউনলোড করতে পারবে।

উল্লেখ্য, প্রার্থীরা পর্ষদের যে অফিশিয়াল ওয়েবসাইটে লগ ইন করে ফল দেখার সুযোগ পাবে সেগুলি হল,

 www.wbbse.wb.gov.in  wbresults.nic.in

মোবাইল অ্যাপে রেজাল্ট দেখতে হলে তা Google প্লে স্টোর থেকে ডাউনলোড করতে হবে। madhyamik results 2024 madhyamik result – এই দু’টি অ্যাপ থেকে জানা যাবে রেজাল্ট।
প্রসঙ্গত, বৃহস্পতিবার সকাল 10টা থেকে বিভিন্ন ক্যাম্প অফিস মারফৎ মার্কশিট ও শংসাপত্র বিলি করা শুরু করবে পর্ষদ। যা স্কুল প্রধান শিক্ষক-শিক্ষিকা বা টিচার ইনচার্জ সংগ্রহ করতে পারবেন।  ২ তারিখ দুপুরের পর থেকে পড়ুয়াদের হাতে মার্কশিট ও শংসাপত্র তুলে দেবে স্কুল কর্তৃপক্ষ।- তেরেসা রোজারিও