বাংলাদেশ মন্ডলীতে অনুষ্ঠিত হল যীশুর পবিত্র হৃদয় সংঘপ্রদেশের রজত জয়ন্তী উৎসব

নটর ডেম কলেজ প্রাঙ্গণে মহাসমারোহে যীশুর পবিত্র হৃদয় সংঘপ্রদেশের রজত জয়ন্তী উৎসব উদযাপন

গত ৩০ নভেম্বর ২০২৪ খ্রিস্টাব্দ, নটর ডেম কলেজ প্রাঙ্গণে মহাসমারোহে যীশুর পবিত্র হৃদয় সংঘপ্রদেশের রজত জয়ন্তী উৎসব উদযাপন করা হয়।

এই রজত জয়ন্তী উৎসবে উপস্থিত ছিলেন মহামান্য কার্ডিনাল প্যাট্রিক ডিরোজারিও, সি.এস.সি., আর্চবিশপ বিজয় এন. ডি'ক্রুজ, ওএমআই, ডি.ডি., বিশপ সেবাস্টিয়ান টুডু, বিশপ রমেন জেমস বৈরাগী, বিশপ শরৎ ফান্সিস গমেজ, বিশপ সুব্রত বি. গমেজ, বিশপ থিওটোনিয়াস গমেজ এবং পবিত্র যীশু হৃদয় সংঘ প্রদেশপাল ফাদার জর্জ কমল রোজারিও, সিএসসি।

এছাড়াও আরো উপস্থিত ছিলেন পবিত্র ক্রুশ সংঘের সংঘমহানায়কের প্রতিনিধি ফাদার ইম্মানুয়েল কালারাকাল, সি.এস.সি, ব্রাদার রিপন জেমস গমেজ, সি.এস.সি সহ বিভিন্ন জায়গা থেকে আগত ফাদার, ব্রাদার, সিস্টার সহ প্রায় ৫০০ জন খ্রিস্ভক্তগণ।

পবিত্র খ্রিস্টযাগ উৎসর্গ করেন মহামান্য কার্ডিনাল প্যাট্রিক ডিরোজারিও, সি.এস.সি। তিনি তাঁর উপদেশ বাণীতে বাংলাদেশে পবিত্র ক্রুশ সংঘের আগমনের ইতিহাস সুন্দর ভাবে তুলে ধরেন।

কার্ডিনাল ডিরোজারিও বলেন, “ক্রুশই আমাদের প্রত্যাশা: সংঘের মূলমন্ত্র। আমাদের প্রতিষ্ঠাতা ধন্য বাসিল মরোর চোখের সামনে ছিল ক্রুশমূর্তি এবং মূলমন্ত্র হিসেবে সংঘকে দিয়েছেন "স্পেস ইউনিকা" - "ক্রুশই আমাদের একমাত্র আশা"

যীশুর শিক্ষা অনুসারে আমাদের প্রত্যেককে আপন ক্রুশ কাঁধে তুলে নিয়ে যীশুকে অনুসরণ করতে হবে ঠিক যেমন যীশু মানুষের পাপের ফল জীবনের দুঃখকষ্ট মৃত্যু স্বেচ্ছায় বরণ করে নিয়েছেন। আমরা তাঁর অনুসারী হয়ে মানুষের দুঃখকষ্টের সাথেও একাত্ম হই”, বলেন কার্ডিনাল ডিরোজারিও।

আর্চবিশপ বিজয় এন. ডি'ক্রুজ, ওএমআই বলেন, “পবিত্র ক্রুশ সংঘের যাজকদের আধ্যাত্মিকতা ঐশ অনুগ্রহ হল পবিত্র ত্রিত্ব খ্রিষ্টমণ্ডলীকে মানুষের কাছে একটি পরিবার হিসেবে তুলে ধরা নিজেরা তার চিহ্ন হয়ে ওঠা যেখানে ঐক্য প্রতিষ্ঠা করেন স্বয়ং পবিত্র আত্মা।

তিনি আরো বলেন, “পবিত্র ক্রুশ সংঘ হচ্ছে জগতে নিবেদিত ধর্মীয় সন্ন্যাসব্রতীদের একটি পরিবার। পবিত্র ক্রুশ সংঘের যাজকগণের আধ্যাত্মিকতা ঐশ অনুগ্রহগুলো হল খ্রিষ্টের সমরূপ হওয়া, ঐশ নির্ভরতা সাড়াদান, ভ্রাতৃপ্রেম ঐক্যবদ্ধতা, সর্বদা খ্রিষ্টের ক্রুশ শোকময়ী কুমারী মারীয়াকে সামনে রাখা, বিশ্বাসের শিক্ষক হিসেবে মানুষের হৃদয় মন গঠন করা; সংঘবদ্ধভাবে দুঃখী মানুষকে গুরুত্ব দিয়ে তাদের পাশে থাকা এবং যেকোন সময়, যেকোন স্থানে, যেকোন কাজের ডাকে উদ্যম সহকারে সাড়া দেওয়া।

পবিত্র যীশু হৃদয় সংঘ প্রদেশপাল ফাদার জর্জ কমল রোজারিও, সি.এস.সি বলেন, “আজ পবিত্র ক্রুশ সংঘের সকল যাজক, ভ্রাতা-ভগ্নী শুভাকাঙ্ক্ষী ভক্তজনগণ সকলের সাথে একাত্ম হয়ে খ্রিষ্টের শিষ্যতের সেবাল্যয়িত্ব পালনকারী ভাইদের এই আত্মোৎসর্গ সেবাদানের জন্য জয়ন্তীর এই মাহেন্দ্রক্ষণে প্রার্থনাপূর্ণ শুভেচ্ছা জ্ঞাপন করি।

তিনি আরো বলেন, “অসংখ্য মিশনারীর আত্মনিবেদন ত্যাগ-তিতিক্ষায় আজ বটবৃক্ষের ন্যায় শোভিত যাজকদের এই সংঘপ্রদেশ এখন এদেশীয় সন্ন্যাসব্রতীতে পরিপূর্ণ সমগ্র বিশ্বের পবিত্র ক্রুশ সংঘের যাজকদের মধ্যে ক্রমবর্ধমান আহ্বানের এক উজ্জ্বল দৃষ্টান্তের মূর্ত প্রতীক।

বিশ্বাসের যে ভিত্তি এত বছর পূর্বে রচিত হয়েছিল তা আজ শতগুণে ফলশালী হয়ে গোটা দেশে মঙ্গলবাণীর জীবনাদর্শে ধর্মীয় প্রাতিষ্ঠানিক সুশিক্ষা প্রদান এবং আদিমগুলীর ন্যায় ভ্রাতৃত্ব সৌহার্দ্যের বন্ধনে ভক্তবিশ্বাসীদেরকে একত্রিত করছে”, বলেন ফাদার জর্জ কমল।

তিনি আরো বলেন, “সংঘপ্রদেশের রজত জয়ন্তীর এই মাহেন্দ্রক্ষণে সকল যাজককে সুস্বাস্থ্য মঙ্গলসমাচারীয় জীবনাদর্শে খ্রিষ্টের পথ অনুসরণ করে সকল প্রৈরিতিক কর্মযজ্ঞ পরিচালনায় পবিত্র আত্মার নিত্য সহায়তা সর্বদা আমাদের মধ্যে বিরাজমান থাকুক এই প্রত্যাশা ব্যক্ত করি।

পূর্ববঙ্গ থেকে আরম্ভ করে আজকের বাংলাদেশে পবিত্র ক্রুশ সংঘের ইতিহাস ১৭১ বছরের। এরই মাঝে বহু মিশনারী দেশীয় মহান যাজক বাংলাদেশ মণ্ডলী গঠনে নিবেদিত হয়ে পালকীয় প্রৈরিতিক সেবাকাজ করে গেছেন বর্তমানে করছেন।

১৯৯৮ খ্রিষ্টাব্দে পবিত্র যীশু-হৃদয় সংঘপ্রদেশ গঠিত হওয়ার পর সংঘের সদস্যগণ যে অঙ্গীকার নিয়ে নবরূপে যাত্রা শুরু করেছিলেন আমরা সেই চড়াই-উৎরাই পার হওয়ার পথযাত্রায় আজ একবার থামছি আর পালন করছি রজত-জয়ন্তী। - আরভিএ সংবাদ