বাংলাদেশের পবিত্র ক্রুশ ধর্মসংঘের ব্রাদারদের গৌরবময় রজত জয়ন্তী উদযাপন

বাংলাদেশে অবস্থানরত পবিত্র ক্রুশ ধর্মসংঘের ব্রাদারদের গৌরবময় রজত জয়ন্তী উৎসব উদযাপন

গত ২৩ থেকে ২৪ মে ২০২৪ খ্রিস্টাব্দবাংলাদেশে অবস্থানরত পবিত্র ক্রুশ সংঘের ব্রাদারদের গৌরবময় রজত জয়ন্তী উৎসব ঢাকার প্রভিন্সিয়াল হাউজ মোহাম্মদপুরে  উদযাপন করা হয়।

জুবিলীর এই মাহেন্দ্রক্ষনে  পবিত্র ক্রুশ সংঘের অধিকাংশ ব্রাদারগণ উপস্থিত ছিলেন  এছাড়া ও প্রধান ও বিশেষ অতিথিবৃন্দ, ভাটিকানের রাষ্ট্রদূত আর্চবিশপ কেভিন রান্ডাল (এ্যাপোস্টলিক নুনসিও)  বিশপ ইম্মানুয়েল  কানন রোজারিও, পবিত্র ক্রুশ সংঘের ভিকার জেনারেল  সাইমন  ফার্নান্দেজ, ভারতের  উত্তর  পূর্ব প্রদেশের প্রভিন্সিয়াল  ফাদার রয় থাল্লাকান সিএসসি এবং অন্যান্য  যাজকসহ প্রমুখ ব্যাক্তিবর্গ  উপস্থিত ছিলেন।

পবিত্র ক্রুশ ধর্মসংঘের ব্রাদারদের গৌরবময় রজত জয়ন্তী উদযাপন

দুইদিন ব্যাপী এই জুবিলী মাহেন্দ্রক্ষনের প্রথম দিন পবিত্র খ্রিস্টযাগ উৎসর্গ করেন ভাটিকানের রাষ্ট্রদূত আর্চবিশপ কেভিন রান্ডাল । তিনি তাঁর উপদেশবাণীতে স্বর্গরাজ্যের  বিষয়ে  গুরুত্বপূর্ণ সহভাগিতা রাখেন।

খ্রিস্টযাগের পরে সেন্ট যোসেফ‘স বাংলাদেশের প্রদেশপাল ব্রাদার সুবল লরেন্স রোজারিও সকলের  উদ্দেশে স্বাগত বক্তব্য  রাখেন। অতপর পবিত্র ক্রুশ  জ্ঞান তপস্যালয় এর  স্কলাসটিক ব্রাদারদের পরিচালনায় সাংস্কৃতিক অনুষ্ঠানের আয়োজন করা হয় ও মুক্তালোচনা অনুষ্ঠিত হয়।

উল্লেখ্যবিশেষ এই মুক্তালোচনায় পবিত্র ক্রুশ সংঘের  কালের বিবর্তনের ধারায় ও বর্তমান সময়ের পরিপ্রেক্ষিতে  ফাদার ও ব্রাদারদের সকল কার্যক্রম, নেতৃত্বদানে তাদের চ্যালেঞ্জ সমূহ, প্রত্যাশা ও প্রাপ্তি  এবং প্রশাসনিক কাজের ক্ষেত্রে  বাংলাদেশী শিক্ষায় ব্রাদারদের  পরোক্ষ ও প্রত্যক্ষ ভূমিকা নিয়ে আলোচনা ও পর্যালোচনা করা হয়।

ব্রাদারদের গৌরবময় রজত জয়ন্তী উদযাপন

উক্ত এই মুক্তালোচনায় অংশগ্রহণ করেন বিশপ ইম্মানুয়েল কানন রোজরিও, ফাদার রয় থাল্লাকান সিএসসি, প্রফেসর ক্যাথরিন ডেইজি গমেজ বুয়েট স্থাপত্য বিভাগ ।

জুবিলীর দ্বিতীয় দিনের প্রারম্ভেই সকালে প্রার্থনা এবং জুবিলীর লগো উন্মোচন ও আর্শীবাদ, এবং বেলুন উড়িয়ে জুবিলীর শুভ উদ্বোধন ঘোষণা করেন কার্ডিনাল প্যাট্রিক ডি‘ রোজারিও, বিশপ রমেন বৈারাগী, বিশপ শরৎ গমেজ, ব্রাদার সুবল লরেন্স, ফাদার জর্জ কমল সহ বিভিন্ন সংঘের ফাদার, সিস্টার, সেমিনারীয়ানগণ ও বিভিন্ন স্কুল কলেজের শিক্ষক শিক্ষার্থী এবং শুভানুধ্যায়ীরা।

দিনের শুভেচ্ছা বক্তব্য রাখেন সেন্ট যোসেফ‘স সংঘের ভাইস কাউন্সিলর ব্রাদার চন্দন বেনেডিক্ট গমেজ সিএসসি । এছাড়া ও বিভিন্ন জন তাদের অনুভূতি এবং মিশনারী অভিজ্ঞতা সহভাগতা করেন।

বাংলাদেশের পবিত্র ক্রুশ ধর্মসংঘের ব্রাদারদের গৌরবময় রজত জয়ন্তী উদযাপন

দিনের তাৎপর্যকে সৌন্দর্যমন্ডিত করতে সেন্ট যোসেফ‘স শিক্ষার্থীদের দ্বারা গান পরিবেশন করা হয় এবং ব্রাদারদের দ্বারা পরিচালিত বিভিন্ন প্রতিষ্ঠানের ব্যক্তিবর্গ তাদের কার্যক্রমের উপর অভিজ্ঞতা সহভাগিতা করেন।

দিনের শেষে জয়ন্তী বর্ষের সমাপন পবিত্র খ্রিস্টযাগ উৎসর্গ করেন ঢাকা মহাধর্মপ্রদেশের আর্চবিশপ বিজয় এন ডি‘ ক্রুশ সাথে ছিলেন কার্ডিনাল প্যাট্রিক ডি‘ রোজারিও, বিশপ রমেন বৈারাগী, বিশপ ইম্মানুয়েল  কানন রোজারিওভাটিকানের রাষ্ট্রদূত আর্চবিশপ কেভিন রান্ডাল সহ  অন্যান্য ফাদারগণ।

জুবিলী বর্ষের সমাপনী লগ্নে ভাটিকানের রাষ্ট্রদূত আর্চবিশপ কেভিন রান্ডাল কর্তৃক পোপীয় আর্শীবাদ প্রদান করা হয়। এছাড়াও বিশেষ অতিথীবৃন্দদের সম্মানসুচক স্বীকৃতি প্রদানের মধ্যদিয়ে জুবিলী বর্ষের সমাপনী ঘোষনা করা হয়। - সিস্টার লাইলী রোজারিও, আরএনডিএম