বান্দুরা সেমিনারীর প্রতিপালিকা ক্ষুদ্রপুষ্প সাধ্বী তেরেজার পর্ব উদযাপন
গত ৪ সেপ্টেম্বর ২০২৪ খ্রিষ্টাব্দ, বান্দুরা সেমিনারীর প্রতিপালিকা যীশুর ক্রুশ ভক্তা ক্ষুদ্রপুষ্প সাধ্বী তেরেজার পর্ব দিবস উদযাপন করা হলো ।
বিগত নয়দিন বিশেষ নভেনা প্রার্থনা ও আধ্যাত্নিক প্রস্তুতির মধ্যদিয়ে এ পর্বীয় খ্রিষ্টযাগ অর্পণ করা হয়। খ্রিষ্টযাগে শোভাযাত্রার মধ্য দিয়ে সাধ্বী তেরেজার প্রতিকৃতিতে ভক্তি প্রদর্শনার্থে ও তার গুনাবণীরে উদ্দেশ্যে মোমবাতি প্রজ্জ্বলন এবং মাল্য দান করা হয়।
এই পর্বকে কেন্দ্র করে বিভিন্ন ধর্মপল্লী থেকে আগত এবং স্থানীয় প্রায় ১৩০০ ( এক হাজার তিন শত ) খ্রিষ্ট ভক্ত জনগণ সহ বেশ কয়েক জন ব্রাদার, সিস্টার পর্বীয় এ খ্রিষ্টযাগে অংশগ্রহণ করেন।
পর্বীয় এই খ্রিষ্টযাগে পবিত্র খ্রিষ্টযাগ অর্পণ করেন ফাদার খোকন ভিনসেন্ট গমেজ এবং সহোর্পিত করেন সেমিনারীর পরিচালক ফাদার তুষার জেভিয়ার কস্তা ও গোল্লা ধর্মপল্লীর পালক পুরোহিত ফাদার গাব্রিয়েল কোড়াইয়া সহ অন্যান্য ধর্মপল্লী থেকে মোট আঠারো জন ফাদার ।
ক্ষুদ্রপুষ্প সাধ্বী তেরজার উক্তি “ঈশ্বর আমার আমি তোমাকে ভালোবাসি” এই প্রসঙ্গে ফাদার খোকন ভিনসেন্ট গমেজ অতি জোরালো ভাবে তার উপদেশ বাণী রাখেন।
তিনি আরো বলেন, “কত গভীর বিশ্বাস ও ভালোবাসা থাকলে এমন আশা দেওয়া যায় যে হে ঈশ্বর আমি তোমাকে ভালোবাসি। এই সাধ্বীর জীবন সত্যিই অবাক ও বিষয়কর জীবন ,ঈশ্বর প্রেমে নিমগ্ন এক জীবন।”
ক্ষুদ্রপুষ্প সাধ্বী তেরেজার খুবই ক্ষুদ্র একটি জীবন, মাত্র চব্বিশ বছর নয় মাস এই প্রথিবীতে তিনি জীবন যাপন করেছেন কিন্তু ক্ষনিকের এই্ জীবনে তিনি তার ক্ষ্রদ্র ক্ষুদ্র কাজকে ভালোবেসে ঈশ্বর ও মানুষের প্রতি ভালোবাসাময় হয়ে উঠেছেন।
ক্ষুদ্রপুষ্প সাধ্বী তেরেজার সেমিনারীর সেমিনারীয়নদের উদ্দেশ্যে তিনি আরো বলেন, “এই সেমিনারীর নামানুসারে ক্ষুদ্র ক্ষুদ্র ছেলেরা এখানে খ্রিষ্টিয় জীবন গঠনের লক্ষ্যে এখানে তারা রয়েছে। তাদের এখনই সময় তাদের জীবনকে সুন্দরভাবে গঠন করার জন্য। তাই তারাও এই ক্ষুদ্র ক্ষুদ্র কাজের মধ্য দিয়ে নিজেদের জীবনকে তাদের প্রতিপালিকা সাধ্বী তেরেজার ন্যায় যীশুর প্রতি ভালোবাসার বীজ বপন করছে।”
এই পর্বে অংশগ্রহণকারী মিসেস জ্যাকলিন রোজারিও বলেন, “আজকের এই পর্বে অংশগ্রহণ করতে পেরে আমি নিজেকে আর্শীবাদিত মনে করছি। এই সাধ্বীর জীবনী থেকে আমাদের অনেক কিছু শিক্ষনীয় আছে । আমরা আমাদের প্রাত্যহিক জীবনে ক্ষুদ্র ক্ষুদ্র ভালো কাজের মধ্য দিয়ে অন্যের মঙ্গল সাধন করতে পারি। ঠিক যেমনটি ক্ষুদ্রপুষ্প সাধ্বী তেরেজা করেছেন।”
খ্রিষ্টযাগ শেষে সেমিনারীয়াদের ক্ষুদ্র প্রয়াসে গড়া ম্যাগাজিন উদ্বোধন এবং সাধ্বী তেরেজার কার্ড আর্শীবাদ করা হয়। অতপর সেমিনারীরি পরিচালক ফাদার তুষার জেভিয়ার কস্তা সকলকে ধন্যবাদ প্রদান করেন । - আরভিএ সংবাদ