উদয়নী সোশ্যাল অ্যাশান ফোরামের সহযোগীতায় সম্পূর্ণা নারী কল্যাণ সংগঠনের বিশ্ব পরিবেশ দিবস উৎযাপন
বিগত ৬ই জুন ২০২৪ খ্রিস্টাব্দ, বিষ্ণুপুর - ১নং ব্লকে উদয়নী সোশ্যাল অ্যাশান ফোরামের সহযোগীতায় সম্পূর্ণা নারী কল্যাণ সংগঠন দ্বারা প্রসাদপুর প্রাইমারী স্কুল মাঠে বিশ্ব পরিবেশ দিবস উৎযাপন করা হয়।
এই দিনটি উৎযাপিত হয় ছোট একটি অনুষ্ঠানের মাধ্যমে। দুপুর ৩ টের সময় চকআতাউল্লা গ্রাম থেকে মল্লিকপাড়া পর্যন্ত প্রায় ১ কিলোমিটার পথ শ্লোগানের মাধ্যমে র্যালি করে মায়েরা প্রসাদপুর স্কুল মাঠে উপস্থিত হন।
র্যালিতে শ্লোগান ছিল “আমাদের ভূমি আমাদের ভবিষ্যত, একটি গাছ অনেক প্রাণ, গাছ লাগান প্রাণ বাঁচান, বাঁচাতে মাটি, জল, বায়ু, প্রাণ মেরে ফেল প্লাস্টিকের জান, এস সবাই হাত মিলাই বেশি বেশি গাছ লাগাই, যদি নিজেদের বাঁচাতে চাও জল বায়ু মাটি রক্ষা করতে হবে তাই” ইত্যাদি।
প্রসাদপুর স্কুল মাঠে উপস্থিত হওয়ার পর প্রায় ২২০ জন স্বনির্ভর গোষ্ঠীর নারীদের নিয়ে উৎযাপিত হয় এই বিশ্ব পরিবেশ দিবস।
অনুষ্ঠানের শুরুতে ‘সম্পূর্ণা’ সদস্যারা “নতুন পৃথিবী গড়বো বলে এসো স্বপ্নের গান গেয়ে যাই’ গানটি পরিবেশন করেন।
তারপর বিশ্ব পরিবেশ দিবস পালন সম্পর্কে বক্তব্য রাখেন উদয়নীর পরিচালক শ্রদ্ধেয় ফাদার জন কেরকেটটা এস.জে.।
এর পর পরিবেশের উপর "আমরাও বাঁচতে চাই" শিরোনামে একটি নাটক প্রদর্শন করেন ‘অদীতি’ ও ‘তৃষা’ স্বনির্ভর গোষ্ঠীর ৭ জন দিদি।
এর পর রাস্তার দু'ধারে প্রায় ১১০ টি গাছ রোপন করা হয় সেই সাথে মায়েরা প্রতিজ্ঞা করেন যে, তারা শুধুমাত্র ৫ই জুন নয় বরং প্রত্যেক দিন পরিবেশ দিবস পালন করবে।আশেপাশের বিভিন্ন স্থানে তারা গাছ লাগাবেন এবং সেই সাথে এই গাছগুলির পরিচর্যাও করবেন।
সবশেষে উদয়নী সোশ্যাল একশন ফোরামের পক্ষ থেকে আগত সকলকে পরিবেশ বান্ধন চটের ব্যাগ ও ট্রি শার্ট বিতরণ করা হয় এবং সম্পূর্ণা নারী সংগঠনের সংযোগকারী আধিকারিক সুজাতা চিতি আগত সকলকে ধন্যবাদ জ্ঞাপন এর মধ্যে দিয়ে অনুষ্ঠানের সমাপ্তি ঘোষনা করেন। - সুজাতা চিঠি