রাঘবপুর সাধু যোসেফ ক্যাথলিক গীর্জায় অনুষ্ঠিত হল দিনব্যাপী নির্জন ধ্যান প্রার্থনা
বিগত ১৭ই মার্চ ২০২৪ খ্রিষ্টাব্দ, সকাল ১০ ঘটিকা থেকে বৈকাল ৫ ঘটিকা পর্যন্ত রাঘবপুর সাধু যোসেফ ক্যাথলিক গীর্জায় অনুষ্ঠিত হল দিনব্যাপী তপস্যাকালীন নির্জন ধ্যান প্রার্থনা।
সকাল সাড়ে আটটা থেকে দশটা পর্যন্ত প্রত্যেক খ্রীষ্টভক্তের নাম নথিভুক্ত করা হয় এবং প্রত্যেকের জন্য হালকা জলখাবারের ব্যবস্থা করা হয়।
মূলত এই নির্জন প্রার্থনায় রাঘবপুর ধর্মপল্লীর সকল খ্রীস্টভক্ত ও রাঘবপুর ধর্মপল্লীর ৭টি সাব সেন্টার থেকে আগত খ্রীষ্টভক্তরা এই নির্জনধ্যান প্রার্থনায় অংশগ্রহণ করেন।
ফাদার তুষার গোমসের পরিচালনায় এই নির্জন ধ্যান প্রার্থনা অনুষ্ঠিত হয় এছাড়া উপস্থিত ছিলেন পাল পুরোহিত ফাদার যোসেফ টোপ্প এস.জে. মহাশয়।
প্রথমে প্যারিসের পক্ষ থেকে ফাদার তুষার গোমস এবং ফাদারের সহযোগী মিঠুন দাস মহাশয়কে উওরীও প্রদান ও পুস্পস্তাবক দিয়ে স্বাগত জানানো হয়।
এরপর নির্জন প্রার্থনার শুভ সূচনা হয়। জপমালার রানী মা মারীয়ার কাছে পবিত্র জপমালা নিবেদন করা হয়। পরবর্তীতে ফাদার তুষার পবিত্র সাক্রামেন্ট বেদীতে রেখে আরাধনা করেন।
ফাদার তুষার তাঁর বক্তব্যে বলেন, “যীশু আমাদের জন্য তাঁর জীবন দিয়েছেন, নানা রকম অলৌকিক কাজ সাধন করেছেন কিন্তু তার পরেও আমরা যীশুকে খুঁজে বেড়াই। কিন্তু তিনি আমাদের অন্তরেই বিরাজ করেন।“
তিনি আরও বলেন “প্রভু যীশু আমাদের প্রত্যেককে একটা করে ক্রুশ দিয়েছেন সেই ক্রুশ আমাদের বহন করতে হবে এবং তা বহন করার জন্য ঈশ্বর আমাদের শক্তি প্রদান করেন।“
দুপুর ১২টা সময় সকল খ্রীষ্টভক্তদের পাপ স্বীকারের জন্য আহ্বান জানানো হয়। এরপর দুপুর ১টা সময় সকল খ্রীষ্টভক্তের জন্য মধ্যাহ্ন ভোজনের ব্যবস্থা করা হয়।
পরবর্তীতে পবিত্র খ্রীষ্টযাগের মধ্যে দিয়ে একদিনের নির্জন ধ্যান প্রার্থনার সমাপ্তি ঘটে।তপস্যাকালের এই নির্জন ধ্যান প্রার্থনা প্রত্যেক খ্রীষ্ট খ্রীষ্টভক্তের অন্তরকে পবিত্র ও নির্মল করে তুলতে এবং পুণ্য সপ্তাহের প্রস্তুতিতে সাহায্য করেছিল।- তন্ময় মন্ডল