জাতীয় যুব কমিশনের আয়োজনে অনুষ্ঠিত হল ৩২তম জাতীয় খ্রিস্টান লেখক কর্মশালা

সিবিসিবি সেন্টার ঢাকাতে অনুষ্ঠিত হল ৩২তম জাতীয় খ্রিস্টান লেখক কর্মশালা

গত ৩ থেকে ৫ এপ্রিল ২০২৫ খ্রিস্টাব্দ, এপিসকপাল যুব কমিশন ও খ্রিস্টিয় যোগাযোগ কেন্দ্রের আয়োজনে সিবিসিবি সেন্টার ঢাকাতে অনুষ্ঠিত হল ৩২তম জাতীয় খ্রিস্টান লেখক কর্মশালা।

তিনদিন ব্যাপী এই কর্মশালার মূলসুর ছিল “একজন আদর্শ লেখক: নান্দনিক শিল্প ও জ্ঞানের বাহক” । এতে বাংলাদেশের আটটি ধর্মপ্রদেশ এবং ঢাকা শহরের বিভিন্ন গঠনগৃহ ও সেমিনারি থেকে কলেজ ও বিশ্ববিদ্যালয় থেকে প্রায় ৫২জন যুবক-যুবতী অংশগ্রহণ করে।

এপিসকপাল যুব কমিশনের সভাপতি বিশপ সুব্রত বনিফাস গমেজ পবিত্র খ্রিস্টযাগ উৎসর্গ করেন ও অর্থপূর্ণ উপদেশবাণী রাখেন। তিনি বলেন, “খ্রিস্টান লেখক হিসাবে চিন্তায়-অনুভূতিতে থাকবে ঈশ্বর, হৃদয়ে থাকবে যীশু ও কন্ঠে থাকবে পবিত্র আত্মা।”

এই লেখক কর্মশালার প্রথম প্রথম অধিবেশনে “খ্রিস্টীয় সাহিত্য ও খ্রিস্টীয় অনুবাদ সাহিত্যঃ বাইবেলীয় পুস্তক লেখার ধরণ ও উদ্দেশ্য” এর উপর সহভাগিতা করেন ফাদার প্যাট্রিক শিমন গমেজ। তিনি পবিত্র বাইবেলের বাংলা অনুবাদ ও বাইবেল কিভাবে লিখা হয়েছিলো এই বিষয়ে সহভাগিতা করেন।

খবর, রিপোর্ট, স্পট রিপোর্ট ও ফিচার লেখা, হাতে-কলমে খবর লিখন, ফিচার/রিপোর্ট/ সংবাদ উপস্থাপনা ও মূল্যায়ন” এ বিষয়ে উপস্থাপনা করেন শরীফ হোসেন হৃদয়, সিনিয়র সাংবাদিক, চ্যানেল আই টেলিভিশন। 

তিনি বলেন, “লেখালেখি একটা সৃজনশীল কাজ। রিপোর্টিং একটা চমৎকার আর্ট এবং নান্দনিক শিল্প। লেখাকে বলা যায় যুগ বা শতাব্দী পরম্পরার জ্ঞানের বাহন।”

জাস্টিন গমেজ খ্রিস্টান লেখক ফোরামের সম্পাদক “লেখালেখি সুন্দর আর্ট, নান্দনিক শিল্প, দর্শন ও গবেষণার ফসল” উপর বাস্তবমুখী উপস্থাপনা তুলে ধরেন।

জাতীয় খ্রিস্টান লেখক কর্মশালায় অংশগ্রহণকারীগন

তিনি বলেন, “লেখক হলেন এমন একজন ব্যক্তি যিনি বিভিন্ন লেখার ধরণ এবং কৌশলে লিখিত শব্দ ব্যবহার করে ধারণা প্রকাশ করেন, অনুভূতি এবং আবেগকে অনুপ্রাণিত করেন।”

আবৃতি, উপস্থাপনা ও শুদ্ধ বাংলা উচ্চারণের কৌশল” এই বিষয়ে সুন্দর ও বাস্তবধর্মী আলোকপাত করেন তিতাস ভিনসেন্ট রোজারিও, প্রভাষক ও আবৃতিকার। 

তিনদিনব্যাপী কর্মশালায় তৃতীয় দিন অংশগ্রহণকারীদের খ্রীষ্টীয় যোগাযোগ কেন্দ্র পরিদশর্নে নিয়ে যাওয়া হয়। সেখানে প্রথমে প্রুফ রিডিং সম্বন্ধে সুন্দরভাবে ধারণা প্রদান করেন, মানসম্মত ছবি তোলা বিষয়ে ধারণা, শর্ট ফিল্ম ও মৌবাইল রিপোর্ট তৈরি করার কৌশল ইত্যাদি বিষয়ে সংক্ষিপ্ত ধারণা প্রদান করেন ফাদার নিখিল গমেজ, প্রোগ্রাম কোঅর্ডিনেটর, রেডিও ভেরিতাস বাংলা বিভাগ ও তার সহকর্মীবৃন্দ।

পরবর্তীতে “খ্রীষ্টীয় যোগাযোগ কেন্দ্রের কার্যক্রম, কর্ম পরিধি, বিভিন্ন সেক্টর যথা সাপ্তাহিক প্রতিবেশী, জেরি প্রিন্টিং প্রেস, প্রতিবেশী প্রকাশনী, জ্যোতি কমিউনিকেশন বাণীদীপ্তি ও রেডিও ভেরিতাস এশিয়ার কার্যক্রম পরিদর্শন করা হয়।

তিনদিন ব্যাপী এই জাতীয় খ্রিস্টান লেখক কর্মশালার মধ্যে ছিল নিয়মিত প্রার্থনা ও খ্রিষ্টযাগ, দলীয় কাজ ও সহভাগিতা, বিভিন্ন প্রতিবেদন এবং মনোজ্ঞ সাংস্কৃতিক অনুষ্ঠান। কর্মশালায় অংশগ্রহণকারীদের মধ্যে সনদপত্র বিতরণ।

সনদপত্র বিতরণ অনুষ্ঠানে প্রধান অতিথি হিসাবে উপস্থিত ছিলেন নটর ডেম বিশ্ববিদ্যালয়ের প্রো ভাইস চ্যান্সেলর ফাদার চার্লি গর্ডেন, সিএসসি ও এপিসকপাল যুব কমিশনের নির্বাহী সচিব ও জাতীয় যুব সমন্বয়কারী বিকাশ জেমস রিবেরু, সিএসসি।

ফাদার চার্লি অংশগ্রহণকারীদের উদ্দেশ্যে “একজন লেখকের কী কী গুণাবলী, আদর্শ ও মূল্যবোধ থাকা আবশ্যক” সে ব্যপারে অনুপ্রেরণামূলক কিছু কথা বলে তাদের হাতে সনদপত্র তুলে দেন।

ফাদার বিকাশ সবার উদ্দেশ্যে ধন্যবাদ জ্ঞাপন করে বলেন, “ঈশ্বর প্রদত্ত অনুগ্রহের কারণে প্রত্যেক ব্যক্তি একজন স্বতন্ত্র লেখক, যা তাদের অধ্যয়ন, দর্শন, চিন্তা ও গবেষণামূলক ভাষার সৃষ্টির মাধ্যমে প্রকাশ করতে পারেন। আমার বিশ্বাস তোমরা একজন সৎ ও নিবেদিত লেখক হয়ে সত্যের অনুসন্ধানে নতুন দর্শনের আলোকবর্তিকা জ্বালাতে লেখনীর হাতকে আরো শাক্তি ও সবল করে তুলবে । - ফাদার বিকাশ জেমস রিবেরু, সিএসসি