হাজারো যুবাদের অংশগ্রহণে অনুষ্ঠিত হল ঢাকা ক্রেডিট ইয়ুথ ফেস্ট টোয়েন্টি-টোয়েন্টি ফাইভ

গত ৩ মে ২০২৫ ভ্রিস্টাব্দ, সমগ্র বাংলাদেশের বিভিন্ন প্রান্তের খ্রিষ্টান সমাজের হাজারো যুবাদের অংশগ্রহণে অনুষ্ঠিত হয়েছে ঢাকা ক্রেডিট ইয়ুথ ফেস্ট টোয়েন্টি-টোয়েন্টি ফাইভ।
একই সাথে ঢাকা ক্রেডিটের প্রতিষ্ঠাতা ফাদার চার্লস জে. ইয়াং সিএসসি’র ১২১তম জন্মবার্ষিকী পালন করা হয়। দিনব্যাপী এই অনুষ্ঠানের মূলসুর ছিল “আওয়াজ তোল, তোল ঝংকার: যুব প্রাণ আমাদের অহংকার”।
দি খ্রীষ্টান কো-অপারেটিভ ক্রেডিট ইউনিয়ন লি:, ঢাকা (ঢাকা ক্রেডিট)-এর প্রেসিডেন্ট ইগ্নাসিউস হেমন্ত কোড়াইয়ার সভাপতিত্বে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন ঢাকার আর্চবিশপ বিজয় এন. ডি’ক্রুজ ওএমআই। বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন হিন্দু বৌদ্ধ খ্রিষ্টান ঐক্য পরিষদের অন্যতম সভাপতি ও ঢাকা ক্রেডিটের প্রাক্তন প্রেসিডেন্ট নির্মল রোজারিও।
এছাড়াও আরো উপস্থিত ছিলেন দি সেন্ট্রাল এসোসিয়েশন অব খ্রীষ্টান কো-অপারেটিভস (কাককো) লি:’র চেয়ারম্যান ও ঢাকা ক্রেডিটের প্রাক্তন প্রেসিডেন্ট পংকজ গিলবার্ট কস্তা, ওয়ার্ল্ড ওয়াইএমসিএএস’র নির্বাহী সদস্য ও ঢাকা ক্রেডিটের প্রাক্তন প্রেসিডেন্ট বাবু মার্কুজ গমেজ, দি মেট্রোপলিটান খ্রীষ্টান কো-অপারেটিভ হাউজিং সোসাইটি লি:’র চেয়ারম্যান আগস্টিন প্রতাপ গমেজ, তেজগাঁও ধর্মপল্লীর পাল-পুরোহিত জয়ন্ত এস. গমেজ, ঢাকা ক্রেডিটের সেক্রেটারি মাইকেল জন গমেজ, ট্রেজারার সুকুমার লিনুস ক্রুশ, প্রধান নির্বাহী অফিসার জোনাস গমেজ।
আরো উপস্থিত ছিলেন ঢাকা ক্রেডিটের বোর্ড অব ডিরেক্টও, ক্রেডিট কমিটি ও সুপারভাইজরি কমিটির সদস্যবৃন্দসহ দেশের বিভিন্ন খ্রিষ্টান সংগঠনের নেতৃবৃন্দ।

যুব উৎসব ও ফাদার ইয়াং-এর জন্মবার্ষিকী উপলক্ষে প্রথম অধিবেশন অনুষ্ঠিত হয় তেজগাঁও পবিত্র জপমালা রাণীর গির্জায়। এদিন সকাল ১০টায় যুবাদের অংশগ্রহণে আর্চবিশপ বিজয় খ্রিষ্টযাগ অর্পন করেন। এরপর ফাদার চার্লস জে. ইয়াং-এর কবরে শ্রদ্ধাঞ্জলী ও বিশেষ প্রার্থনা অনুষ্ঠিত হয়। এ সময় ঢাকা ক্রেডিট, ফাদার চার্লস জে. ইয়াং ফাউন্ডেশন, কাককো লি:, ঢাকা ক্রেডিট স্ট্যাফ ওয়েল ফেয়ারের নেতৃবৃন্দ ফাদার চার্লস জে. ইয়াং-এর কবরে পুষ্পস্তবক অর্পন করেন।
এরপর অতিথিবৃন্দ যুবাদের নিয়ে বেলুন ও পায়ড়া উড়িয়ে যুব উৎসব-২০২৫’র শুভ উদ্বোধন করেন। উদ্বোধন শেষে যুবাদের অংশগ্রহণে বর্ণাঢ্য র্যালী অনুষ্ঠিত হয়। র্যালীটি তেজগাঁও চার্চ কমিউনিটি সেন্টারে এসে শেষ হয় এবং যুব উৎসবের দ্বিতীয় অধিবেশন শুরু হয়।
দ্বিতীয় অধিবেশনে সংগঠনের নেতৃবৃন্দরা পতাকা নিয়ে শোভযাত্রা করেন। এরপর ঢাকা ক্রেডিটের কর্তকর্তাদের যুবাদের সাথে পরিচয় করিয়ে দেয়া হয় এবং ফাদার ইয়াং-এর জন্মদিন উপলক্ষে কেক কেটে আনন্দ সহভাগিতা করা হয়। এ সময় অতিথিবৃন্দ ও যুব নেতৃবৃন্দ উৎসবের মোমবাতি প্রজ্জ্বলন করেন এবং যুব উৎসবের থিমসং পরিবেশনা করা হয়।
শুভেচ্ছা বক্তব্যে ঢাকা ক্রেডিটের বোর্ড অব ডিরেক্টও এবং ছাত্র ও যুব বিষয়ক উপ-কমিটির আহ্বায়ক শিপন রোজারিও বলেন, “আজকের এই উৎসবে বিভিন্ন সংগঠন ও বিভিন্ন প্রান্তের যুবারা উপস্থিত হয়েছেন। প্রায় বিশটি সংগঠন থেকে আজকে পরিবেশনা করবে। দেশের ব্যান্ড সঙ্গীতের আইকন জর্জ লিংক ডি’কস্তাকে আজ সম্মাননা জানানো হবে। আশা করি যুবারা সবাই মিলে আজ একটি মিলনমেলার সময় পার করবো।”
প্রধান অতিথি আর্চবিশপ বিজয় এন. ডি’ক্রুজ বলেন, “আমরা যদি একটু সতর্ক হই, লক্ষ্য নির্ধারণ করি, তাহলে আমরা সফল হবো। আজকের ঢাকা ক্রেডিটের যুব উৎসবে তোমরা এসেছ, তোমাদের অভিনন্দন জানাই। ঢাকা ক্রেডিট সব সময় যুবাদের জন্য কাজ করে, আশা করি তোমরা ঢাকা ক্রেডিটের সাথে এগিয়ে যাবে।”
প্রাক্তন প্রেসিডেন্ট নির্মল রোজারিও বলেন, “ঢাকা ক্রেডিট সব সময় যুবাদের উন্নয়নে কাজ করে যাচ্ছে। শিক্ষার্থীদের জন্য উচ্চশিক্ষা লোন, সলভেন্সী লোন, যুব সেমিনার, উদ্যোক্তা তৈরিতে ঢাকা ক্রেডিট কাজ করে। তোমরা সৌভাগ্যবান যে, ঢাকা ক্রেডিট তোমাদের নিয়ে এই যুব উৎসবের আয়োজন করেছে। তোমাদের জীবনে অনেক চ্যালেঞ্জ রয়েছে, চ্যালেঞ্জ নিয়ে বসে থাকলে হবে না, চ্যালেঞ্জ জয় করতে হবে।”
কাককো লি:’র চেয়ারম্যান পংকজ গিলবার্ট কস্তা বলেন, “জীবনে ভালকিছু করতে হলে চেষ্টা করতে হবে, স্বপ্ন দেখতে হবে এবং তা বাস্তবায়ন করতে হবে। আমরা সোস্যাল মিডিয়ায় অনেক সময় নষ্ট করি, তা বন্ধ করে সময়কে গতমূল্য দিয়ে কিছু করার চেষ্টা করতে হবে। আপনাদের আহ্বান জানাই, সবাইকে কঠোর পরিশ্রম করতে হবে। আপনাদের কাছে অনুরোধ করি, আপনাদের ক্যারিয়ার নিয়ে চিন্তা এবং সমাজের জন্য কিছু করুন। আপনারা যে কাজটি করবে, তা সর্বোচ্চ চেষ্টা এবং মেধা দিয়ে করুন।”
প্রাক্তন প্রেসিডেন্ট বাবু মার্কুজ গমেজ বলেন, “যুবারা সমাজের প্রাণ। আজকের যুবারাই আগামীর নেতৃত্ব দিবে, তাই এখনই তোমাদের প্রস্তুতি নিতে হবে, যেন আমাদের সমাজের সামাজিক ও আর্থিক প্রতিষ্ঠানগুলো আরো সুন্দরভাবে এগিয়ে যেতে পারে। তোমাদেরই একদিন দায়িত্ব নিতে হবে, তাই আজ থেকেই নিজেকে প্রস্তুত করো। ঢাকা ক্রেডিট তোমাদের নিয়ে ভাবে, তাই নানা রকম উদ্যোগ নিয়ে তোমাদের জন্য কাজ করছে।”
হাউজিং সোসাইটির চেয়ারম্যান আগস্টিন প্রতাপ গমেজ বলেন, “তোমরা স্বপ্ন বড় দেখবে, এবং তা বাস্তবায়ন করতে হবে। কঠোর পরিশ্রম করে তোমাদের সফল হতে হবে। তোমাদের যোগ্যতা অর্জন করতে হবে এবং তার জন্য সাধনা, চেষ্টা এবং ধৈর্য ধরতে হবে। আমরা বিশ্বাস করি তোমার সমাজে পরিবর্তন আনতে পারবে। একদিন তোমরাই সমাজের নেতৃত্ব দিবে। আমরা তোমাদের পাশে আছি।”
যুব উৎসবে ‘খ্রিষ্টান সমাজ ও আর্থিক প্রতিষ্ঠানসমূহের নেতৃত্বদানে যুবকদের কার্যকরী সম্পর্ক’ বিষয়ে বাবু মার্কুজ গমেজ, ‘যুবক-যুবতীদের উচ্চশিক্ষা, সমাজ বিনির্মাণ ও জাতীয় উন্নয়নে ভূমিকা রাখার ক্ষেত্রে করণীয়’ বিষয়ে ডেভলপমেন্ট কমিউনিকেশন এক্সপার্ট হুমায়রা সুলতানা, ‘পেশা নির্বাচনের প্রস্তুতি’ বিষয়ে ওয়ার্ল্ড ভিশনের কর্মী সাগর মারান্ডী, ‘যুবক-যুবতীদের নিয়ে খ্রিষ্টীয় আর্থিক ও সামাজিক প্রতিষ্ঠানগুলোর করণীয় এবং আমাদের ভাবনা’ নিয়ে সেক্রেটারি মাইকেল জন গমেজ বিষয়ভিত্তিক আলোচনা করেন।
যুব উৎসবে দেশের অন্যতম ব্যান্ড আর্টসেল’র ভোকালিস্ট জর্জ লিংকন কস্তাকে সম্মাননায় ভূষিত করা হয়। এ ছাড়াও বিভিন্ন সংগঠনের নেতৃবৃন্দকে এদিন সম্মাননা প্রদান করা হয়। দিনের শেষে যুবাদের অংশগ্রহণে সাংস্কৃতিক সন্ধ্যার আয়োজন করা হয়। এতে বিভিন্ন সংগঠনের প্রতিনিধিরা অংশগ্রহণ করেন। পরে কনসার্ট ও ডিজে সন্ধ্যা অনুষ্ঠিত হয়।
ঢাকা ক্রেডিটের সুপারভাইজরি কমিটির চেয়ারম্যান এবং ছাত্র ও যুব বিষয়ক উপ-কমিটির যুগ্ম-আহ্বায়ক সুমন জেমস্ ডি’কস্তা ধন্যবাদ বক্তব্য দিয়ে অনুষ্ঠানের সমাপনী ঘোষণা করেন। - ডিসিনিউজ