রাঘবপুর সাধু যোসেফ ক্যাথলিক গির্জায় অনুষ্ঠিত হল প্রভু যীশুর মৃত্যুবরণের স্মরণানুষ্ঠান
গত ২৯শে মার্চ ২০২৪ খ্রিষ্টাব্দ, মহাসমারহে পালন করা হল প্রভু যীশুর মৃত্যুবরণের স্মরণানুষ্ঠান। ভারতীয় সময় দুপুর ১টা থেকে শোভাযাত্রার আরম্ভ হয় মল্লিকপুর কলাহৃদয় থেকে।
উক্ত এই শোভাযাত্রায় উপস্থিত ছিলেন বারাইপুর ধর্মপ্রদেশের ধর্মপাল শ্রদ্ধেয় বিশপ শ্যামল বোস।রাঘবপুর ধর্মপল্লীর পাল পুরোহিত ফাদার যোসেফ টোপ্প এস.জে., ফাদার জেভিয়ার্স এস.জে., ফাদার ফেলিক্স টেটে এস.জে., ফাদার সাজু জর্জ এস.জে., ফাদার ই এস যোসেফ এস.জে., ফাদার কে থোট্টাম এস.জে. এবং অন্যান্য পুরোহিতগণ ও ব্রাদারগণ।
এছাড়া উপস্থিত ছিলেন সিস্টার অমলা ডিএসএ, সিস্টার বিনীতা ডিএসএ, সিস্টার অর্পিতা ডিএসএ ও অন্যান্য সিস্টারগণ।
অনুষ্ঠান শুরুতে কলা হৃদয়ে বাইবেল পাঠ ও প্রথম তীর্থের মধ্য দিয়ে যীশুর যন্ত্রনা ভোগের শোভাযাত্রা শুরু হয়। অগণিত খ্রীষ্টভক্ত নিয়ে এই শোভাযাত্রা এগিয়ে যায় গির্জা প্রাঙ্গণের দিকে। তারপর একে একে ১৪ টি তীর্থের মাধ্যমে গির্জা প্রাঙ্গণে পৌঁছানো হয়।
দুপুর তিনটের সময় শোভাযাত্রা গির্জা প্রাঙ্গণে পৌঁছায়। চারটি ভাগে উপাসনা আরম্ভ হয়। প্রথমে ঐশবাণী ঘোষণা, মঙ্গল সমাচার পাঠ, পবিত্র ক্রশের আরাধনা, বিশ্ব জগতের সকলের উদ্দেশ্যে বিশেষ প্রার্থনা রাখা হয় । তারপর সকলকে খ্রীষ্টপ্রসাদ বিতরণ করা হয়।
যেসব মানুষরা শোভাযাত্রায় যেতে পারে না তাদের জন্য গির্জা প্রাঙ্গনে দুপুর ২ ঘটিকা থেকে ক্রুশের পথের ব্যবস্থা করা হয়। শোভাযাত্রা গির্জা প্রাঙ্গণে এসে পৌঁছালে তখন উপাসনা একসাথে আরম্ভ হয়।
তারপর সকল খ্রিস্ট ভক্তের উদ্দেশ্যে পবিত্র ক্রশের প্রতি শ্রদ্ধা ও ভক্তি নিবেদনের ব্যবস্থা করা হয়।
এইভাবে প্রভু যীশুর যন্ত্রনা ভোগ স্মরণানুষ্ঠান পালন করা হয়। -তন্ময় মন্ডল