সেন্ট জেভিয়ার্স কলেজ রাঘবপুর ক্যাম্পাসে দুস্থ ব্যক্তিদের সাহাযার্থে ভ্যান গাড়ী বিতরণ
গত ১১ এপ্রিল, ২০২৪ বিকাল ৫ ঘটিকায় সেন্ট জেভিয়ার্স কলেজ রাঘবপুর ক্যাম্পাসে রোটারি ক্লাব অফ সাউথ সার্কেলের সহযোগিতায় ভ্যান গাড়ী বিতরণের আয়োজন করা হয়।
কলেজের অধীনে উন্নত ভারত অভিযানের মধ্যে ৫টি গ্রাম ও আরও ৭টি গ্রাম মিলিয়ে মোট ১২টি গ্রামে ১৬ টি ভ্যান গাড়ী দেওয়া হয় অর্থনৈতিক দিক থেকে পিছিয়ে পড়া মানুষদের। ১৫ টি পা ভ্যান ও ১ টি মোটর ভ্যান দেওয়া হয়।
এই অনুষ্ঠানে উপস্থিত ছিলেন সেন্ট জেভিয়ার্স কলেজ (স্বায়ত্তশাসিত) কলকাতার ফাদার প্রিন্সিপাল ড. ডমিনিক স্যাভিও, এসজে, সেন্ট জেভিয়ার্স কলেজ (স্বায়ত্তশাসিত), কলকাতা, রাঘবপুর ক্যাম্পাসের, ভাইস প্রিন্সিপাল ফাদার ড. জনসন পাদিয়ারা এসজে। রোটারি ক্লাবের ডিস্ট্রিক্ট গভর্নর আরটিএন হীরা লাল যাদব, শ্রীমতি দিপালী যাদব, রোটারি ক্লাব অফ সাউথ সার্কেলের সভাপতি শ্রী প্রসেনজিৎ গুপ্ত এবং কলেজ ও রোটারি ক্লাবের অন্যান্য সদস্যরা।
অনুষ্ঠানের শুরুতে ভাইস প্রিন্সিপাল ফাদার ড. জনসন পাদিয়ারা এসজে সকলকে স্বাগত জানান এবং গরীবদের জন্য কাজ করায় রোটারি ক্লাব অফ সাউথ সার্কেলের সদস্য-সদস্যাদের বিশেষ ধন্যবাদ জ্ঞাপন করেন।
ফাদার প্রিন্সিপাল ড. ডমিনিক স্যাভিও, এসজে বলেন যে, “আমরা শুধু ছাত্র-ছাত্রীদের পড়া শোনার খেয়াল রাখি তা নয়, গ্রামেরও খেয়াল রাখি। এই ভ্যান আপনাদের পরিবারের অর্থনৈতিক অবস্থা উন্নত হতে সাহায্য করবে”।
শ্রী হীরা লাল যাদব বলেন যে, “এই ভ্যান থেকে যে আয় হবে, সেখান থেকে আপনাদের কে সঞ্চয় করতে হবে, তবেই বোঝা যাবে যে আপনাদের অর্থনৈতিক উন্নতি হয়েছে”।
অনুষ্ঠান শেষে, রোটারি ক্লাব অফ সাউথ সার্কেলের সভাপতি শ্রী প্রসেনজিৎ গুপ্ত সকলকে ধন্যবাদ জানান। বিশেষ করে ফাদার প্রিন্সিপাল ড. ডমিনিক স্যাভিও, এসজে এবং ভাইস প্রিন্সিপাল ফাদার ড. জনসন পাদিয়ারা এসজেকে, তাদের গ্রামের মানুষদের সেবা করার সুযোগ দেওয়ার জন্য। - প্রদীপ মন্ডল (এনএসএস ফিল্ড কো-অর্ডিনেটর, সেন্ট জেভিয়ার কলেজ, রাঘবপুর ক্যাম্পাস)