রাজশাহী মুক্তিদাতা হাই স্কুলে অনুষ্ঠিত হল মহান বিজয় দিবস
গত ১৬ ডিসেম্বর ২০২৪ খ্রিস্টাব্দ, রাজশাহী বাগানপাড়া মুক্তিদাতা হাই স্কুলে যথাযোগ্য মর্যাদা ও ভাবগাম্ভির্যতা সহকারে অনুষ্ঠিত হলো মহান বিজয় দিবস।
এই দিবসকে সামনে রেখে বিদ্যালয় প্রাঙ্গন ছাত্র-ছাত্রী, অভিভাবক ও অতিথিদের পদচারনায় মুখরিত হয়ে উঠে।
জাতীর শ্রেষ্ঠ সন্তান যাদের প্রাণের বিনিময়ে আমরা বাঙ্গালী জাতী এই স্বাধীন দেশ পেয়েছি তাদের আত্মার কল্যানে ও দেশের মঙ্গল কামনায় বিশেষ প্রার্থনা করার মধ্য দিয়ে দিনের কর্ম সূচি আরম্ভ করা হয়।
এই অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে ছিলেন ফাদার ফাবিয়ান মারান্ডী, ভিকার জেনারেল, রাজশাহী ধর্মপ্রদেশ এবং বিদ্যালয়ের সভাপতি ব্রাদার রঞ্জন পিউরিফিকেশন, সিএসসি, প্রধান শিক্ষক, মুক্তিদাতা হাই স্কুল, রাজশাহী এর সম্বনয়ে জাতীয় পতাকা উত্তোলন করেন। এই সময় জাতীয় সংগীত ও জাতীয় পতাকার প্রতি সম্মান প্রদর্শন করে শপদ বাক্য পাঠ করানো হয়।
অনুষ্ঠানের শুরুতে প্রধান অতিথিসহ অন্যান্য অতিথিবৃন্দ শহীদের স্মরণে প্রদীপ প্রজ্জ্বলন এবং শহীদ মিনারে পুষ্পস্তবক অর্পণ করেন।
প্রধান অতিথি ফাদার ফাবিয়ান মারান্ডী তার আলোচনায় বলেন, “১৯৭১ সালে মা মাতৃভূমির আর সার্বভৌমত্ব ছিনিয়ে আনার জন্য ঐ দিন হাজার জনতা মুক্তি যুদ্ধে ঝাপিয়ে পরেছিল আর ত্রিশ লক্ষ্য তাজা প্রাণের বিনিময়ে আমার এই স্বাধীন দেশ পেয়েছি, পেয়েছি বিজয়ের স্বাদ।”
তিনি আরো বলেন, “স্বাধীনতা পাওয়ার পাশাপাশি পেয়েছি একটি সার্বভৌমত্ব ভূখন্ড । যাদের মহান আত্ম ত্যাগের ও প্রাণের বিনিময়ে আমরা এই দেশ পেয়েছি তারা আামদের প্রাণের স্পন্দন যোগায়।”
তিনি আমাদের মধ্যে দেশ প্রেম জাগ্রত করার আহবান জানান এবং দেশের কল্যানে সামনে এগিয়ে যেতে উৎসাহ প্রদান করেন।
“স্বাধীনতা অর্জন করার চেয়ে স্বাধীণতা রক্ষা করা অনেক কঠিণ। যাদের প্রাণের বিনিময়ে আমরা এই স্বাধীণতা পেয়েছিলাম তা রক্ষা করা আমাদেও পবিত্র দায়িত্ব”, বলেন ফাদার মারান্ডী।
এছাড়াও আলোচনায় অংশগ্রহন করেন সিনিয়র শিক্ষিকা মিসেস সবিতা মারান্ডী, মিসেস মনিকা ঘরামী, মিসেস সুরভী রোজারিওসহ ব্রাদার রঞ্জন পিউরিফিকেশন, সিএসসি।
দিনের কর্মসূচির মধ্যে ছিল চিত্রাঙ্কন, প্রীতি ফুটবল খেলা এবং আলোচনা সভা, সাংস্কৃতিক অনুষ্ঠান, পুরস্কার বিতরনের মধ্য দিয়ে অনুষ্ঠানের সমাপ্ত ঘোষণা করা হয়। - ব্রাদার রঞ্জন পিউরিফিকেশন, সিএসসি