কাঞ্চনজঙ্ঘা এক্সপ্রেস ও মালগাড়ি দুর্ঘটনার কয়েকটি প্রয়োজনীয় হেল্পলাইন ও জরুরি নম্বর

আবার ভয়াবহ ট্রেন দুর্ঘটনা। শিয়ালদহমুখী কাঞ্চনজঙ্ঘা এক্সপ্রেসে মালগাড়ি ধাক্কা। দুর্ঘটনাটি ঘটে রাঙাপানি স্টেশনের কাছে। বিভিন্ন সংবাদ মাধ্যম সূত্রে ইতোমধ্যে জানা গিয়েছে, দুর্ঘটনায় মারা গিয়েছে মোট ৮ জন। তাদের মধ্যে ৪ জনের পরিচয় পাওয়া গিয়েছে। ২ জন চালক, ১ জন রেল গার্ড এবং অন্য ১ জন আবগারি বিভাগের সাব ইন্সপেক্টর, তাঁর নাম সেলাব সুব্বা। বাকি ৪ জনের পরিচয় এখনও পর্যন্ত জানা যায়নি।

অন্যদিকে, আহতের সংখ্যা বেড়ে দাঁড়িয়েছে ৫০। ৪১ জনকে হাসপাতালে ভর্তি করা হয়েছে। তাদের মধ্যে ৩৭ সার্জিক্যাল কেস (৫ ব্যক্তি গুরুতর অবস্থা), ৪ অর্থোপেডিক কেস, ৮ জন মৃত, এবং ১ জনের শরীরের অংশ পাওয়া গিয়েছে। দুর্ঘটনার জেরে যাঁরা হাসপাতালে চিকিৎসাধীন আছে। রইল তাদের তালিকা-

মালগাড়ির ধাক্কায় কাঞ্চনজঙ্ঘা এক্সপ্রেসের পিছন দিকের ২টি পারসেল কামরা ও একটি যাত্রীবাহী কামরা (গার্ড কোচ) লাইনচ্যুত হয়ে যায়।  দুর্ঘটনাস্থলে ১৫টি অ্যাম্বুলেন্সে রয়েছে বলে জানিয়েছেন পূর্ব রেল। দুর্ঘটনাগ্রস্ত এক্সপ্রেস ট্রেনটির বাকি যাত্রীদের শিয়ালদহে ফিরিয়ে আনতে নিউ জলপাইগুড়ি থেকে বিশেষ ট্রেনের ব্যবস্থা করেছে পূর্ব রেল। 

দুর্ঘটনাগ্রস্ত কাঞ্চনজঙ্ঘা এক্সপ্রেসে আটকে যাওয়া যাত্রীদের উদ্ধারে দুর্ঘটনাস্থলে রয়েছে উত্তরবঙ্গ রাষ্ট্রীয় পরিবহণ নিগমের ১০টি বাস। পাশাপাশি শিলিগুড়ি তেনজিং নোরগে বাস টার্মিনাস থেকে শিলিগুড়ি-কলকাতা অতিরিক্ত বাস পরিষেবাও চালু থাকবে।

শিয়ালদহ, কাটিহার, নিউ জলপাইগুড়িতে চালু হেল্পলাইন নম্বর।  
শিয়ালদহ: 033-23508794, 033-23833326
কাটিহার: 09002041952, 9771441956
নিউ জলপাইগুড়ি: +916287801758 

গুয়াহাটি স্টেশন- 03612731621, 03612731622, 03612731623
লাম্বডিং - 03674263958, 03674263831, 03674263120, 03674263126, 03674263858

হাওড়াতেও চালু হেল্পলাইন নাম্বার- 03326413660, 03326402242, 03326402243

আরও কয়েকটি প্রয়োজনীয় হেল্পলাইন ও ইমারজেন্সি নম্বর-

নিউ বঙ্গাইগাঁও হেল্পলাইন নম্বর- 9435021417, 9287998179
আলিপুরদুয়ার রোড ইমারজেন্সি নম্বর- 8170034235
কিষাণগঞ্জ ইমারজেন্সি নম্বর- 7542028020, 06456-226795
ডালখোলা ইমারজেন্সি নম্বর- 8170034228
বারাসই ইমারজেন্সি নম্বর- 7541806358
সামসি ইমারজেন্সি নম্বর- 03513-265690, 03513- 265692

নৈহাটিতেও চালু হেল্পলাইন নম্বর। রেলওয়ে নাম্বার- 39222, বিএসএনএল নম্বর- 033-25812128।