মনিপুরিপাড়া হাউজিং সোসাইটি সংলগ্নে ৪৪টি স্টল নিয়ে অনুষ্ঠিত হলো বড়দিন ও বিজয় মেলা

হাউজিং সোসাইটি সংলগ্নে অনুষ্ঠিত হলো বড়দিন ও বিজয় মেলা

গত ৫ থেকে ৬ ডিসেম্বর ২০২৫ খ্রিস্টাব্দ,  মনিপুরিপাড়া হাউজিং সোসাইটি সংলগ্নে সিগনেচার ইভেন্ট ও চেরিস্টবেল ফ্যাশন এর আয়োজন অনুষ্ঠিত হলো বড়দিন ও বিজয় মেলা। 

বাংলাদেশের বিভিন্ন জায়গা থেকে আগত খ্রিষ্টান নারী উদ্যোক্তাগন এতে অংশগ্রহন করেন। ছোট-বড় সব মিলিয়ে প্রায় ৪৪টি স্টল এই মেলায় অংশনেন।

বড়দিন ও বিজয় এই দুটি ভিন্ন উৎসব হলেও  বাংলাদেশে ডিসেম্বর মাস জুড়ে আনন্দ-উৎসবের আমেজ থাকে,  যেখানে বড়দিন খ্রিস্টান ধর্মাবলম্বীদের প্রধান উৎসব আর বিজয় মেলা বাঙালির বিজয়ের স্মারক হিসেবে খুবই পরিচিত।

অনেক সময় বড়দিন ও বিজয় দিবসের কাছাকাছি সময়ে ফ্যাশন,  খাবার ও সাংস্কৃতিক আয়োজনে মেলা বসে।

মেলার আয়োজক ইভা রিবেরু বলেন, “এই মেলাটি এমন ভাবে সাজানো হয়েছে যাতে করে যারা মেলায় আসবেন তারা যেন সকল প্রকার জিনিস এখান থেকে ক্রয় করতে পারেন।”

হাউজিং সোসাইটি সংলগ্নে ৪৪টি স্টল নিয়ে অনুষ্ঠিত হলো বড়দিন ও বিজয় মেলা

তিনি আরও বলেন, “এই মেলায় যা পাওয়া যাবে তার মধ্যে রয়েছে শাড়ি, থ্রি পিস, জুয়েলারি, ব্যাগ, পাটের জিনিস, শীতের কাপড়, কার্পেট, বিভিন্ন ধরনের মজার মজার পিঠা, খাবার এবং বড়দিনের ঘর সাজানোর জন্য বিভিন্ন সরঞ্জাম।”

এখানে শুধুমাত্র মনিপুরীপাড়া মানুষের সমাগম নয়, বরং বিভিন্ন এলাকার মানুষের সমাগম রয়েছে। এই বছর কাস্টমারদের অনুরোধে আমরা চিন্তা করছি আগামীতে এই মেলাটি তিন দিনব্যাপী আয়োজন করা হবে,” বলেন রিবেরু।  

দুইদিন ব্যাপী এই মেলার মধ্যে অনেক মানুষের সমাগম ছিল প্রথম দিন বিকেলে প্রচুর ভিড় ছিল। ছোট-বড় সবাই এই মেলার মধ্যে এসেছে এবং অংশগ্রহণ করেছে এবং  কেনাকাটা করেছে। 

উল্লেখ্য যে, প্রথম দিন রাত দশটা পর্যন্ত প্রচুর ভিড় ছিল এবং সুন্দরভাবে এই মেলা অনুষ্ঠিত হয়েছে। এখন থেকে প্রতি বছর এই মেলার আয়োজন করা হবে। - প্রাঞ্জল টমাস রোজারিও