সংবাদ ১১০তম বিশ্বজনীন অভিবাসী ও শরণার্থী দিবস উপলক্ষে পুণ্যপিতা পোপ ফ্রান্সিসের বার্তা আমরাই শুধু সহযাত্রী নই, ঈশ্বরও আমাদের সঙ্গে সহযাত্রা করেন। তাই তাঁর বার্তার মূলকথা: “ঈশ্বর তাঁর আপন জনগণের সঙ্গে পথ চলেন”।
লক্ষ্মীবাজার ধর্মপল্লীতে অনুষ্ঠিত হলো পার্লার এবং বিভিন্ন জায়গায় কর্মরত ভাই-বোনদের জন্য আগমনকালীন নির্জনধ্যান