সংবাদ ঢাকা মহাধর্মপ্রদেশের সহকারী বিশপ পদে মনোনীত হলেন ফাদার সুব্রত বনিফাস গমেজ সহকারী বিশপ পদে মনোনিত ফাদার সুব্রত গমেজ বলেন, “আমি আজ অত্যন্ত আনন্দিত। আপনারা আমার জন্য প্রার্থনা করবেন ঈশ্বর তাঁর কাজের জন্য আমাকে মনোনিত করেছেন এবং আমি যেন ভালোভাবে সেই কাজ করে যেতে পারি।”
কারিতাস বাংলাদেশের নির্বাহী পরিচালক ও পরিচালক, কর্মসূচীর দায়িত্ব হস্তান্তর এবং ধন্যবাদ জ্ঞাপন অনুষ্ঠান অনুষ্ঠিত