একজন ছাত্র নেতার প্রধান দায়িত্ব হলো, তার ছাত্র অনুসারীদেরকে ঐশ- বিশ্বাস ও ঈশ্বর -মুখী প্রত্যাশাকে জাগ্রত করে; তাদেরকে উপলব্ধি করতে সাহায্য করা যে, একজন ছাত্রনেতা ঈশ্বরের মনোনীত, যা তার জন্য মহত্তর এক আহ্বান।
একজন চ্যাপলেইন হবেন আধ্যাত্মিক জীবন যাপনে কথায়, চাল-চলনে, সাধনা-ধ্যানে, অধ্যয়নে, এমন কি চিন্ত-চেতনায় আন্তঃমাণ্ডলিক ও আন্তঃকৃষ্টি-সংস্কৃতি দৃষ্টিভঙ্গীর মানুষ এবং তিনি নীতিতে খ্রীষ্টিয় ও দৃষ্টিতে থাকবেন আধুনিক।