এপিসকপাল যুব কমিশনের আয়োজনে অনুষ্ঠিত হল চ্যাপলেইন ও এনিমেটরদের প্রশিক্ষণ কর্মশালা
গত ০৯ থেকে ১০ জুলাই ২০২৪ খ্রিস্টাব্দ, বাংলাদেশ এপিসকপাল যুব কমিশনের আয়োজনে অনুষ্ঠিত হলো তৃতীয় জাতীয় চ্যাপলেইন ও এনিমেটর প্রশিক্ষণ কর্মশালা।
এই কর্মশালার মূলসুর ছিল, “Synodal Leadership: Engaging and Empowering Chaplain-Animator.” অর্থাৎ “সিনোডাল নেতৃত্ব: চ্যাপলেইন-এনিমেটরদের আত্ম-নিবেদিত সক্ষমতায়ন।”
এতে বাংলাদেশের আটটি ধর্মপ্রদেশ থেকে ৮ জন চ্যাপলেইন, ৮ জন সেক্রেটারী, ৩০ জন যুবক এনিমেটর ও ১৫ জন যুবতী এনিমেটরসহ মোট ৬৭ জন অংশগ্রহণকারী অংশগ্রহন করে।
মূলসুরের বিষয়ে উপর অত্যন্ত সুন্দর ও সাবলীলভাবে উপস্থাপনা করেন সাবেক জাতীয় যুব সমন্বয়কারী ফাদার প্যাট্রিক শিমন গমেজ। তিনি বলেন, “সহযাত্রিক নেতৃত্বের প্রধান উৎকর্ষতা হলো: খোলা মনে ঐশ বাণী ও পরস্পরকে শ্রবণ, উন্মুক্ততা, অবধারণ, দন্দ্বের মধ্যেও মিলন সমাজ প্রতিষ্ঠার প্রচেষ্টা চলমান রাখা।”
“একজন কাথলিক চ্যাপলেইনের দায়িত্ব হলো: তার যুব অনুসারীদেরকে ঐশ-বিশ^াস ও ঈশ^র-মুখী প্রত্যাশাকে জাগ্রত করে; তাদেরকে উপলব্ধি করতে সাহায্য করা এবং সাধারণ জীবন-যাপন ছাপিয়ে ঈশ^রের সেবা করা একটা মহত্তর এক আহ্বান”, বলেন ফাদার প্যাট্রিক গমেজ।
চ্যাপলেইনসি ও গাইডেন্স সমন্ধে বিস্তারিত আলোকপাত ও অভিজ্ঞতা সহভাগিতা করেন, যুব কমিশনের প্রাক্তন সভপতি আর্চবিশপ লরেন্স সুব্রত হাওলাদার, সিএসসি। তিনি বলেন, “একজন চ্যাপলেইন হবেন আধ্যাত্মিক জীবন যাপনে কথায়, চাল-চলনে, সাধনা-ধ্যানে, অধ্যয়নে, এমন কি চিন্ত-চেতনায় আন্তঃমাণ্ডলিক ও আন্তঃকৃষ্টি-সংস্কৃতি দৃষ্টিভঙ্গীর মানুষ এবং তিনি নীতিতে খ্রীষ্টিয় ও দৃষ্টিতে থাকবেন আধুনিক।”
ঢাকা মহাধর্মপ্রদেশের প্রাক্তন যুব সমন্বয়কারী ফাদার নয়ন গোছাল তার উপস্থাপনায় বলেন, “একজন এনিমেটর হচ্ছেন সহায়ক; ব্যবস্থাপক নন; তাই যুবাদের নিজেকে সেবার জন্য প্রস্তুত রাখা, সহজ ক’রে উপস্থাপন করা/মনে গেঁথে দেওয়া, যত্ন নেওয়া এবং পরামর্শ দেওয়া।”
অংশগ্রহনকারী একজন যুবা বলেন, “তৃতীয় জাতীয় চ্যাপলেইন ও এনিমেটর প্রশিক্ষণ কোর্সে অংশগ্রহন করে আমি ব্যক্তিগত ভাবে অনেক লাভবান হয়েছি কারণ আমি অনেক কিছু শিখতে পেরেছি যা আমার ধর্মপ্রদেশে গিয়ে যুব গঠনদানে কাজে লাগাতে পারব।”
পবিত্র খ্রিষ্টযাগের মাধ্যমে ঢাকা মহাধর্মপ্রদেশের সহকারী বিশপ সুব্রত বনিফাস গমেজকে নবনিযুক্ত সভাপতি হিসাবে আনুষ্ঠানিকভাবে বরণ করে নেয়া হয় এবং প্রাক্তন সভাপতি আর্চবিশপ লরেন্স সুব্রত হাওলাদার, সিএসসি’কে ধন্যবাদ ও কৃতজ্ঞতা জানানো হয়।
পরিশেষে এপিসকপাল যুব কমিশনের নির্বাহী সচিব ও জাতীয় যুব সমন্বয়কারী ফাদার বিকাশ জেমস রিবেরু, সিএসসি’ জন্মদিনের ফুলের শুভেচ্ছা ও কেক কাটার মধ্য দিয়ে কর্মশালার সমাপ্তি ঘোষণা করা হয়। - ফাদার বিকাশ জেমস রিবেরু, সিএসসি