পোপ ডিভাইন ওয়ার্ড মিশনারিদের বলেন,"প্রতিটি সংস্কৃতির জন্য আশা ও শান্তির বাহক হোন"

পোপ ফ্রান্সিস

মিশনারিজ অফ দ্য ডিভাইন ওয়ার্ডের সাথে পোপের বৈঠক (ভ্যাটিকান মিডিয়া)

পোপ ফ্রান্সিস সোসাইটি অফ দ্য ডিভাইন ওয়ার্ড (এসভিডি) এর সদস্যদের  প্রতিটি সংস্কৃতির জন্য শান্তিকামী আশার বাহক হবার জন্য আমন্ত্রণ জানিয়েছেন।

২৮ জুন ভ্যাটিকানের ক্লেমেন্টাইন হলে জড়ো হয়ে, তারা পুণ্য পিতার আহ্বান শুনছিল। দ্বন্দ্ব, যুদ্ধে লিপ্ত এবং বিভিন্ন ধরণের বিধ্বংসী কারণে  ক্ষতিগ্রস্ত বর্তমান বিশ্বে  তাদের মণ্ডলীর জন্য  তারা কী  বিশেষ  পদক্ষেপ নিতে পারে তার জন্য পুণ্য পিতা আহ্বান জানান। 

আসুন আমরা সকলের কাছে খ্রিস্টের শান্তি নিয়ে আসি।বিশেষ করে দরিদ্র, অভিবাসী, নারী- শিশু প্রান্তিক মানুষ ,যারা নানা দুর্ভোগ বৈষম্যের সম্মুখীন হয় ,তাদের অন্তরে আশা শান্তি বাড়াতে যত্নবান হই।পবিত্র পিতা বলেছেন।

"কোন রকম দ্বন্দ্বে ভয় পাবেন না। অনেক বিভ্রান্তিকর পরিস্থিতিতে,পবিত্র আত্মা খ্রীষ্ট মণ্ডলীকে  পথ দেখিয়ে এগিয়ে নিয়ে যায়"  তিনি বলেন।

৭৯ টিরও বেশি দেশের SVD প্রতিনিধিরা বর্তমানে তাদের ১৯তম সাধারণ অধ্যায়ের জন্য রোমে রয়েছেন, যা প্রতি ছয় বছরে অনুষ্ঠিত হয়।

তাদের প্রতিনিধিদের নেতৃত্বে ছিলেন তাদের বিদায়ী সুপিরিয়র জেনারেল ফর. Paulus Budi Kleden, যিনি সম্প্রতি ইন্দোনেশিয়ার এন্ডের আর্চবিশপ হওয়ার জন্য নিযুক্ত হয়েছেন।

এই বছর, সাধারণ অধ্যায়ের প্রতিপাদ্য বিষয়  ছিল "অন্যদের আগে আপনার আলো জ্বালাতে হবে।"

এর সাথে সঙ্গতি রেখে, পোপ ফ্রান্সিস এসভিডি সদস্যদের অন্যদের  মনে আশা যোগানোর আগে নিজেদের আশাবাদী হওয়ার কথা মনে করিয়ে দেন।

 "পবিত্রতা সেই বাপ্তিস্মমূলক উপহারগুলিকে নিশ্চিত  এবং শক্তিশালী করে এবং আপনাকে বিভিন্ন সামাজিক সাংস্কৃতিক পরিবেশে প্রতিশ্রুতিবদ্ধ সাক্ষী হতে অনুপ্রাণিত করে ;যেখানে 'প্রতিটি সংস্কৃতির জন্য   আগামী দিনের আশা' আলো হতে পারেন।"পুণ্য পিতা জোর দিয়ে বলেন।

বর্তমান ইন্টারনেট এবং সোশ্যাল মিডিয়ার যুগে যারা"ভালোবাসা এবং আশার একটি নতুন সংস্কৃতি গঠন", মিশনের দায়িত্ব নিয়েছেন তিনি  তাদের সাংস্কৃতিক বিশেষজ্ঞ হিসেবে প্রশংসা করেন।

পোপ ফ্রান্সিস এসভিডি সদস্যদের "সিনোডালিটির মিশনারি" হওয়ার জন্য উৎসাহিত করেন।

"আমি আপনাদের  জীবনের প্রতিটি ক্ষেত্রে সিনোডালিটি প্রচার করতে উৎসাহিত করি।"  "প্রত্যেক সম্প্রদায়ের

সমৃদ্ধি হোক একটি সিনোডাল পদ্ধতিতেযেখানে প্রতিটি সদস্য শ্রবণ গ্রহণযোগ্য বোধ করবে", তিনি বলেন। - লুক গডয় সূত্র অনুসারে অনুলিখন - চন্দনা রোজারিও।