পূণ্যপিতা পোপ ফ্রান্সিস পাপুয়া নিউ গিনিতে তাঁর পালকীয় যাত্রায় সফররত রয়েছেন।

পূণ্যপিতা পোপ ফ্রান্সিস পাপুয়া নিউ গিনিতে তাঁর পালকীয় যাত্রায় সফররত রয়েছেন।

পূণ্যপিতা পোপ ফ্রান্সিস পাপুয়া নিউ গিনিতে তাঁর পালকীয় যাত্রায় সফররত রয়েছেন।

এই সফরকালীন সময়ে এশিয়া এবং ওশেনিয়ায় তাঁর পালকীয় যাত্রার দ্বিতীয় পর্যায়ে, পোপ ফ্রান্সিস ইন্দোনেশিয়ায় চার দিনের সফর শেষ করে বর্তমানে পাপুয়া নিউ গিনিতে রয়েছেন।

শুক্রবার সকালে অ্যাপোস্টলিক নুনসিয়েচারে একটি ব্যক্তিগত খ্রীষ্টযাগ শেষে পোপ ফ্রান্সিস জাকার্তার সোয়েকার্নো-হাত্তা আন্তর্জাতিক বিমানবন্দর থেকে রওনা হন।

বিমানবন্দরে জাকার্তার কার্ডিনাল আর্চবিশপ ইগ্নাশিয়াস সুহারয়ো হার্দজোয়াটমোডজোসহ সুশীল ও ধর্মীয় সমাজের বিশিষ্ট ব্যক্তিগণ এমনকি ইন্দোনেশিয়ার ধর্ম বিষয়ক মন্ত্রীদের সাথে দেখা করেন।

ফিরে যাওয়ার পূর্বে পোপ ফ্রান্সিস তাঁকে বিদায় জানাতে আসা লোকদের, সেইসাথে গ্রাউন্ড ক্রু এবং অন্যান্য বিমানকর্মীবৃন্দদের শুভেচ্ছা এবং আশীর্বাদ প্রদান করেন ।

প্রায় ৪৭০০ কিলোমিটার (৩০০০ মাইল)পথ ছয় ঘণ্টায় সফর করার পর, তিনি ৬ই সেপ্টেম্বর, শুক্রবার রাতে পোর্ট মোরেসবিতে অবতরণ করেন।

সেখানে তিনি পাপুয়া নিউ গিনিতে গভর্নর জেনারেল স্যার বব বোফেং দাদাইয়ের সাথে তাঁর সরকারি সৌজন্য সাক্ষাতের আগে ৭ই সেপ্টেম্বর শনিবার সকালে স্থানীয় কর্মকর্তা, সুশীল সমাজের সদস্য এবং কূটনৈতিক সেনাবাহিনীর সাথে দেখা করেন।

এরপর ক্যালান সার্ভিসেস এর সাথে যুক্ত শিশুদের সাথে এবং কারিতাস টেকনিক্যাল সেকেন্ডারি স্কুলের স্ট্রিট মিনিস্ট্রির সদস্যদের সাথে দেখা করেন।

অ্যাপোস্টলিক নুনসিয়েচারে প্রধানমন্ত্রী জেমস মারাপের সাথে একটি ব্যক্তিগত বৈঠকের পর, পুণ্য পিতা ৮ই সেপ্টেম্বর, রবিবার সকালে খ্রীষ্টযাগ অর্পণের উদ্দেশ্যে স্যার জন গুইস স্টেডিয়ামে যাবেন।

সেখানে খ্রীষ্টযাগের পর, পোপ ফ্রান্সিস একটি বিমানে করে প্রায় এক হাজার কিলোমিটারের বেশি পথ অতিক্রম করে উত্তর-পশ্চিমে অবস্থিত ভ্যানিমোর ডায়োসিসে যাবেন। এই সময় তিনি সেখানকার ভক্তদের সাথে দেখা করবেন এবং পোর্ট মোরসবিতে ফিরে যাওয়ার আগে মিশনারিদের একটি দলের সাথে বৈঠক করবেন।

৯ সেপ্টেম্বর, সোমবার পোপ পাপুয়া নিউ গিনিতে তরুণদের সাথে দেখা করবেন। এরপরে, তিনি তাঁর পালকীয় যাত্রার তৃতীয় পর্যায়ের উদ্দেশ্যে পোর্ট মোরসবি থেকে দিলি, তিমুর লেস্টের দিকে এগিয়ে যাবেন।