সুরশুনিপাড়া লোভেরে জুনিয়র হাই স্কুলে অনুষ্ঠিত হলো শিশু দিবস

গত ৪ সেপ্টেম্বর ২০২৫ খ্রিস্টাব্দ, রাজশাহী ধর্মপ্রদেশের অন্তর্গত সুরশুনিপাড়া লোভেরে জুনিয়র হাই স্কুলে অনুষ্ঠিত হলো শিশু দিবস।
শিশু দিবস উদযাপনের উদ্বোধনী বক্তব্যে বিদ্যালয়ের প্রধান শিক্ষক ফাদার উত্তম রোজারিও বলেন, “আজকের শিশু, আগামী দিনের ভবিষ্যৎ। শিশুরাই ভবিষ্যতে পরিবার, সমাজ, মণ্ডলী ও দেশ সেবার গুরুত্বপূর্ণ দায়িত্ব পালন করবে।”
ফাদার আরো বলেন, “প্রত্যেক শিশুরা যেন নিরাপদে ও সুস্থ-সুন্দর পরিবেশে বেড়ে উঠে সেজন্য শিক্ষক-অভিভাবক সকলকেই তৎপর হতে হবে।”
দিবসটি উদযাপনের শুরুতেই শিক্ষক-শিক্ষার্থী সকলেই স্কুলের সামনের মাঠে উপস্থিত হয়ে এক আনন্দ র্যালীতে অংশগ্রহণ করে। নানা স্লোগানে মুখরিত র্যালিটি শেষ হলে সকলেই স্কুলের হলরূমে সমবেত হয়।

উদ্বোধনী নৃত্য ও বক্তব্যের পর শিক্ষার্থীদের অংশগ্রহণে শুরু হয় এক বর্ণাঢ্য সাংস্কৃতিক অনুষ্ঠান। অনুষ্ঠান চলাকালে বিদ্যালয়ের শিক্ষক মি. নিখিল চন্দ্র ও সিস্টার বাণী, এসসি শিশুদের উদ্দেশ্যে বক্তব্য প্রদান করেন।
বিদ্যালয়ের শিক্ষার্থী মারীয়া মুর্মু তাঁর অনুভূতি ব্যক্ত করে বলেন, “আজ শিশু দিবসের অনুষ্ঠানে অংশগ্রহণ করতে পেরে আমি সত্যিই অনেক খুশি। বিশ্বের সকল শিশু যেন সকল প্রকার নির্যাতন ও শোষনের হাত থেকে মুক্ত হয় এবং সুন্দরভাবে বেড়ে উঠে। আজকের এই দিবসে আমি এই কামনাই করি।”
বিপ্লব হাঁসদা বলেন, “আজ আমাদের বিদ্যালয়ে শিশু দিবস উদযাপন হচ্ছে এবং এজন্য আমিও অন্যদের মতোই অনেক খুশি। আমরা শিশুরা যেন মন দিয়ে পড়ালেখা করে একদিন মানুষের মতো মানুষ হতে পারি- সকলের কাছে আমি এই আশীর্বাদ চাই। - সিস্টার বাণী, এসসি