কলকাতার সেন্ট জেভিয়ার্স কলেজের (স্বায়ত্তশাসিত) “এবিপি আনন্দ শিক্ষা সম্মান ২০২৪" লাভ
বিগত ২৭শে জুন ২০২৪ খ্রিষ্টাব্দ , কলকাতার ফ্রন্টলাইন বাংলা নিউজ চ্যানেল এবিপি আনন্দের উদ্যোগে "এবিপি আনন্দ শিক্ষা সম্মান ২০২৪" অনুষ্ঠিত হল কলকাতার স্বভূমি, রংমঞ্চতে।
যেখানে শিক্ষা ক্ষেত্রে অনুকরণীয় সাফল্য অর্জনকারী শিক্ষা প্রতিষ্ঠান এবং তাদের প্রশাসনিক ব্যবস্থাকে অভিনন্দন জানানোর জন্য এই "এবিপি আনন্দ শিক্ষা সম্মান ২০২৪" এর আয়োজন করা হয়।
এই দিন সেন্ট জেভিয়ার্স কলেজ (স্বায়ত্তশাসিত) কলকাতার প্রধান অধ্যক্ষ এবং সভাপতি ফাদার ড. ডমিনিক স্যাভিও, এসজে, এবং সেন্ট জেভিয়ার্স কলেজ (কলকাতা) প্রাক্তনী ছাত্র সংগঠনকে“এবিপি শিক্ষা রত্ন” সম্মানে ভূষিত করা হয় প্রতিষ্ঠানটির ১৬৪ বছরের গৌরবময় পথ চলার জন্য। সেই সাথে দেশের পূর্বাঞ্চলে অবস্থিত তরুণ ছাত্র-ছাত্রীদের জন্য নিরবিচ্ছিন্নভাবে মানসম্পন্ন শিক্ষা প্রদানের জন্যও।
এই “এবিপি শিক্ষা রত্ন” পুরস্কারটি ফাদার ড. ডমিনিক স্যাভিও, এসজে-এর হাতে তুলে দেন অধ্যাপক ড. সুজিত কে. বোস, (প্রাক্তন উপাচার্য, বিশ্ব ভারতী) এবং শ্রী অনিন্দ্য চ্যাটার্জি, বিশিষ্ট গায়ক শ্রী সুমন দে (সম্পাদক, এবিপি আনন্দ)।
ফাদার ড. ডমিনিক স্যাভিও, এসজে, ফাদার ডক্টর পিটার অ্যারোকিয়াম, ফাদার ডক্টর যোসেফ কুলান্দাই এবং প্রফেসর ড. রমিত বিড সম্মিলিতভাবে এই পুরষ্কার গ্রহণ করেন।
ফাদার প্রিন্সিপাল এই পুরস্কারটি আনন্দের সাথে গ্রহণ করেন এবং তা কলেজের প্রধান তিনটি স্তম্ভের উদ্দেশ্যে উৎসর্গ ক’রে বলেন এই তিনটি স্তম্ভ হল ছাত্র, কর্মী এবং প্রাক্তনী সংসদ। - তেরেসা রোজারিও