নাগরী ধর্মপল্লীতে অনুষ্ঠিত হল প্রায়শ্চিত্তকালীন শিক্ষা সেমিনার ও পবিত্র ক্রুশের আরাধনা

নাগরী খ্রীষ্টান যুব সমিতির আয়োজনে যুবাদের নিয়ে অনুষ্ঠিত হলো প্রায়শ্চিত্তকালীন শিক্ষা সেমিনার ও পবিত্র ক্রুশ এর আরাধনা (ছবি : পাঞ্জল টমাস রোজারিও)

গত ৩ এপিল ২০২৫ খ্রিস্টাব্দনাগরী খ্রীষ্টান যুব সমিতির আয়োজনে ধর্মপল্লীর যুবাদের নিয়ে অনুষ্ঠিত হলো প্রায়শ্চিত্তকালীন শিক্ষা সেমিনার ও পবিত্র ক্রুশ এর আরাধনা।

এই সেমিনারের  মূলসুর ছিল, “ক্রুশ যুবাদের সঙ্গী”। এতে প্রায় ২২২জন‌ অংশগ্রহণকারী অংশগ্রহণ করে।

এই প্রায়শ্চিত্তকালীন শিক্ষা সেমিনারে বক্তা হিসেবে উপস্থিত ছিলেন, ফাদার সনি মার্টিন রড্রিক্স এবং ফাদার এলিয়াস সরকার, এস.জে. । আরো‌ উপস্থিত ছিলেন মি. অনিক রোজারিও এবং মি. হিমেল পিউরিফিকেশন।

মূলসুর এর ওপর সুন্দর সহযোগিতা করেন ফাদার এলিয়াস সরকার এস.জে.। তিনি তার সহভাগিতায় বলেন, “আমরা কিভাবে পবিত্র ক্রুশ এর সাথে এক হতে পারি? এবং এই পবিত্র ক্রুশ আমাদের দৈনন্দিন চলার পথে কিভাবে সঙ্গী হয়ে থাকেন তা চিন্তা করতে হবে।”

পরবর্তীতে পবিত্র ক্রুশের আরাধনা করা হয় এবং একই সময়ে পাপ স্বীকার শোনা হয় । এই পবিত্র ক্রুশের আরাধনাটি পরিচালনা করেন জিজ্জাস ইয়ৎ মুভমেন্ট বাংলাদেশ ।

এইখানে শুধু যুবক-যুবতী নয় বরং নবীন প্রবীণ সকলে অংশগ্রহণ করে । নাগরী ধর্মপল্লীর ফাদার ফাদার খোকন গমেজফাদার বিশ্বজিৎ বর্মন, ফাদার রোনাল্ড কস্তা এবং  ফাদার এলিয়াস সরকার এস.জে. পাপস্বীকার শুনতে সহযোগিতা করেন । - পাঞ্জল টমাস রোজারিও