বাগেরহাট সেন্ট যোসেফ্স প্রাথমিক বিদ্যালয়ে পিঠা উৎসব উদযাপন

গত ১৮ জানুয়ারি  ২০২৫ খ্রিস্টাব্দ ,বাগেরহাট সেন্ট যোসেফ্স প্রাথমিক বিদ্যালয়ে ক্ষুদ্র পরিসরে অনুষ্ঠিত হলো পিঠা উৎসব।

উৎসব মুখর এই অনুষ্ঠানে উপস্থিত  ছিলেন অত্র বিদ্যালয়ের সভাপতি শ্রদ্ধেয় ফাদার ডমিনিক হালদার, প্রধান শিক্ষক সিস্টার সীম্মি পালমা, মিনিতা চিসিম , সিস্টার লাকি সরেন , সন্মানিত শিক্ষকমণ্ডলী, সকল অভিভাবক সহ স্কুলের ২২০ জন শিক্ষার্থী।

এই পিঠা উৎসবকে কেন্দ্র করে বিদ্যালয়ের প্রধান শিক্ষক সিস্টার সীম্মি পালমা বলেন, “ বর্তমানে আধুনিকতার ছোঁয়ায় শিক্ষার্থীরা হয়তো অনেকেই  বাংলার পিঠার ঐত্যিহকে ভুলতে বসেছে , অনেক পিঠার নাম এবং তৈরি শৈলীকে অনেকেই  হয়তো জানে না। তাই ক্ষ্রদ্র আয়োজনে এই পিঠা উৎসবের আয়োজন করা হয়েছে যেন শিশুরা পিঠার নাম জানতে ও শিক্ষতে পারে এবং পিঠার ঐত্যিহকে ধরে রাখতে পারে।  

অনুষ্ঠানে উপস্থিত স্কুলের সভাপতি ফাদার ডমিনিক স্কুলের এই আয়োজনকে সাধুবাদ জানিয়ে বলেন , শিশুরা কোমলপ্রাণ। স্কুলে অধ্যয়নের পাশাপাশি তারা বিভিন্ন জ্ঞান আহরণ করবে এবং জ্ঞানের প্রসার ঘটাবে।  আজকের এই আয়োজন তাদের শিক্ষার একটা অংশ।

উল্লেখ্য একই দিনে আরএনডিএম প্রতিষ্ঠাত্রী মাদার ইউফ্রেজীর ১৩২তম প্রয়ান দিবস ও পালন করা হয়। এই প্রয়ান দিবসকে কেন্দ্র করে আরএনডিএম সিস্টারদের ব্রতীয় জীবন ও প্রৈরিতিক কাজ , বিশেষভাবে শিক্ষাদানের মত সেবামূলক  ক্ষেত্রকে সহভাগিতায় তুলে ধরেন প্রধান শিক্ষক সিস্টার সীম্মি পালমা।

উল্লেখ্য খুলনা ধর্মপ্রদেশের সেন্ট যোসেফ্স ক্যাথ্রিড্রালের অধিনে বাগেরহাটে আরএনডিএম সিস্টারদের দ্বারা পরিচালিত প্রাথমিক এই স্কুলটির প্রধান শিক্ষিকা হিসেবে দায়িত্বে রয়েছেন সিস্টার সীম্মি পালমা ।