ন্যাশনাল ইয়ুথ সানডে উদযাপন- স্যাক্রেড হার্ট গির্জা, ঠাকুরপুকুর

রবিবার, ১০ই আগস্ট স্যাক্রেড হার্ট গির্জা, ঠাকুরপুকুর-এ জাতীয় যুবক-যুবতী দিবস উদযাপন করা হয়। দিনটি শুরু হয় এক বিশেষ পবিত্র মিসা দিয়ে, যা পরিচালনা করেন গির্জার পাল পুরোহিত ফাদার তুষার আগোস্টিন ও ফাদার বেঞ্জামিন রায়। এই অনুষ্ঠানে ৫০ জনেরও বেশি যুবক-যুবতী অংশগ্রহণ করেন।

মিসার সময় ফাদার বেঞ্জামিন বর্তমান সময়ের তরুণদের মধ্যে হতাশা ও মানসিক উদ্বেগের সমস্যা নিয়ে আলোচনা করেন এবং গির্জায় তাদের গুরুত্ব সম্পর্কে বলেন। মিসা শেষে যুবদেরকে একটি ছোট উপহার ও বিশেষ আশীর্বাদ দেওয়া হয়।

এরপর সকাল ১০টা থেকে মূল অনুষ্ঠান শুরু হয়। অনুষ্ঠানে অতিথিদের সম্বর্ধনা, দীপ প্রজ্বলন এবং যুব সভাপতি ও ডিরেক্টর ফাদার অমৃত এক্কা বক্তব্য রাখেন। এরপর আরাধনার সময় হয়, যেখানে যুবাদের মধ্যে অনেকেই পাপস্বীকার করে প্রার্থনায় অংশ নেয়।

তারপর একটি সেমিনার শুরু হয় যেখানে ফাদার বেঞ্জামিন এবং ফাদার মাশিলা মানি এস.জে. যুবকদের মনের, শরীরের ও আত্মার উপর নিয়ন্ত্রণ রাখতে শেখান। তারা নানা ধরণের আকর্ষণীয় ডান্স ও খেলার মাধ্যমে জীবনের নানান শিক্ষা দেন।

দুপুরের খাবারের পর যুবকদের পরিচালনায় এক ড্রয়িং প্রতিযোগিতা অনুষ্ঠিত হয়, যেখানে ১০০ জনের বেশি শিশু অংশ নেয়।

এই দিনটি গির্জার জন্য এবং যুবাদের জন্য একটি স্মরণীয় ও সুন্দর দিন ছিল। যুব সমাজের প্রচেষ্টা ও নিষ্ঠার ফলেই এই অনুষ্ঠান সফলভাবে সম্পন্ন হয়।

প্রতিবেদন- শুভম মিত্র