মঠবাড়ি ধর্মপল্লীর যুবাদের নিয়ে অনুষ্ঠিত হল প্রায়শ্চিত্তকালীন শিক্ষা সেমিনার

ধর্মপল্লীর যুবাদের নিয়ে অনুষ্ঠিত হলো প্রায়শ্চিত্তকালীন শিক্ষা সেমিনার ও পবিত্র ক্রুশের আরাধনা

গত ১২ এপিল ২০২৫ খ্রিস্টাব্দমঠবাড়ি খ্রীষ্টান যুব সমিতির আয়োজনে ধর্মপল্লীর যুবাদের নিয়ে অনুষ্ঠিত হলো প্রায়শ্চিত্তকালীন শিক্ষা সেমিনার পবিত্র ক্রুশের আরাধনা।

এই সেমিনারের  মূলসুর ছিল, “যীশুর আত্মত্যাগ: প্রেম, ক্ষমা মুক্তির পথ এতে প্রায় ১৬৫জনঅংশগ্রহণকারী অংশগ্রহণ করে।

এই প্রায়শ্চিত্তকালীন শিক্ষা সেমিনারে বক্তা হিসেবে উপস্থিত ছিলেন  ফাদার রিপন রোজারিও, এসজে, মিশন সুপেরিয়র, বাংলাদেশ যীশু সংঘ এবং সান্দ্রা আন্তনী, জুনিয়র প্রোগ্রাম অফিসার,কারিতাস বাংলাদেশ

এছাড়াও আরোউপস্থিত ছিলেন মঠবাড়ি ধর্মপল্লীর পাল-পুরোহিত ফাদার সুব্রত বনিফাস টলেন্টিনু, সিএসসি শিক্ষা সেমিনারটি শুরু হয় পবিত্র খ্রিষ্টযাগের মধ্য দিয়ে।

পবিএ খ্রিষ্টযাগ উৎসর্গ করেন ফাদার রিপন রোজারিও এস.জে. তিনি তার সহভাগিতায় বলেন, “যে কেউ আমার শিষ্য হতে চায়, তাকে নিজেকে অস্বীকার করতে হবে, নিজ ক্রুশ বহন করতে হবে এবং আমাকে অনুসরণ করতে হবে।

যুবক-যুবতীদের নিয়ে অনুষ্ঠিত হল প্রায়শ্চিত্তকালীন সেমিনার

আত্মত্যাগ ক্ষমা ভালোবাসাএই বিষয়ের উপর সহভাগিতা করেন  সান্দ্রা আন্তুনী।

যুবক-যুবতীদের ধর্মীয় জ্ঞান  বৃদ্ধির জন্য বাইবেল কুইজ এর প্রতিযোগিতা করা হয় আর তা পরিচালনা করেন মঠবাড়ি খ্রীষ্টান যুব সমিতি।

পরবর্তীতে পবিত্র ক্রুশের আরাধনা করা হয় এবং একই সময়ে পাপ স্বীকার শোনা হয় এই পবিত্র ক্রুশের আরাধনাটি পরিচালনা করেন জিজ্জাস ইয়ৎ মুভমেন্ট বাংলাদেশ

এইখানে শুধু যুবক-যুবতী নয় বরং নবীন প্রবীণ সকলে অংশগ্রহণ করে মঠবাড়ি ধর্মপল্লীর ফাদারগণ এবং অন্যান্য ফাদারগণ পাপস্বীকার শুনতে সহযোগিতা করেন।

পরিশেষে পুরস্কার বিতরণী অনুষ্ঠানের মধ্য দিয়ে  প্রায়শ্চিত্তকালীন শিক্ষা সেমিনার ও পবিত্র ক্রুশের আরাধনা সমাপ্ত করা হয় ।  - পাঞ্জল টমাস রোজারিও