মিশনারিজ অফ চ্যারিটি সংঘের(M.C.) ১৫ জন সিস্টারের শেষ ব্রত গ্রহণ অনুষ্ঠান অনুষ্ঠিত হল কলকাতার সাধ্বী তেরেসা গির্জায়

বিগত ২৪ মে, ২০২৪ খ্রিষ্টাব্দ, কলকাতামৌলালিতে অবস্থিত সাধ্বী তেরেসা গির্জায় মিশনারিজ অফ চ্যারিটি সংঘের(M.C.) ১৫ জন সিস্টার তাদের শেষ ব্রত গ্রহণ করে

এই আধ্যাত্মিক যাত্রায় তাদের এই গুরুত্বপূর্ণ মুহূর্তটি প্রত্যক্ষ করতে এবং উদযাপন করতে শত শত মিশনারিজ অফ চ্যারিটি সংঘের(M.C.) সিস্টারগণ উক্ত এই অনুষ্ঠানে যোগদান করেন

বিকাল ৪ঘটিকায় শোভাযাত্রা সহযোগে অনুষ্ঠান শুরু হয় ধর্মপল্লীর সেবকদল থুরিবল, পবিত্র ক্রুশ এবং মোমবাতি হাতে নিয়ে এই শোভাযাত্রাকে গির্জার ভেতরে এগিয়ে নিয়ে যায়

পবিত্র খ্রীষ্টযাগ  অর্পণ করেন কলকাতা মহা ধর্মপ্রদেশের মহা ধর্মপাল থমাস ডি'সুজা, ধর্মপল্লীর পাল পুরোহিত ফাদার জর্জ আন্তুনী, ফাদার সুব্রত বৈদ্য, ফাদার নবীন টাউরো, ফাদার অরুণ লুকাস এছাড়া আরও চারজন যাজক আমন্ত্রিত ছিলেন।

মহা ধর্মপাল থমাস ডি'সুজা  থুরিবল দিয়ে বেদী আশীর্বাদ করে পবিত্র খ্রীষ্টযাগ শুরু করেন সমগ্র এই  অনুষ্ঠানটি পরিচালনার দায়িত্বে ছিলেন মিশনারিজ অফ চ্যারিটি সংঘের মাদার সুপিরিয়র তথা সারা বিশ্বের মিশনারিজ অফ চ্যারিটির সুপিরিয়র জেনারেল সিস্টার মেরি যোসেফ মাইকেল এমসি

পাল পুরোহিত ফাদার জর্জ যোহন রচিত মঙ্গল সমাচার ১৫:৯-১৭ পদের উল্লেখ করে ভালোবাসা, আহ্বান এবং দীর্ঘস্থায়ী ফল গ্রহণ করার আহ্বান সম্পর্কে উপদেশ দেন।

মহা ধর্মপাল থমাস ডি'সুজা উপদেশে বলেন যীশু যেমন ভালবেসেছিলেন ঠিক একইভাবে তার আদেশ গুলি পালন করার মধ্যে দিয়ে মিশনারিজ অফ চ্যারিটি সংঘের সিস্টাররা দরিদ্র মানুষদের সেবা ও ভালোবাসার মধ্যে দিয়ে সমাজের সামনে এক দৃষ্টান্ত তুলে ধরেছে

উপদেশ শেষে মাদার সুপিরিয়র ১৫ জন সিস্টারদের তাদের নাম ধরে ডাকেন এবং বেদীর সামনে আসতে অনুরোধ করেন এরপর তিনি তাদের একে অপরের হাত ধরে তাদের শেষব্রত গ্রহণ করার জন্য আহ্বান জানান

তিনি তাদের কলকাতার সাধ্বী মাদার তেরেসা যেমন দরিদ্রদের সেবায় তাঁর জীবন নিয়োজিত করেছিলেন সেই একইভাবে যেন তারা তাদের দায়িত্ব পালন করতে পারেন তার জন্য প্রতিশ্রুতি গ্রহণ করার আহ্বান জানান

খ্রীষ্টযাগ শেষে গির্জার নবনির্মিত মাদার তেরেসা হলে একটি সংবর্ধনা অনুষ্ঠান অনুষ্ঠিত হয়, যেখানে মণ্ডলীর নব অভিষিক্ত সিস্টারদের অভিনন্দন জ্ঞাপন করা হয়।

এই সংবর্ধনা অনুষ্ঠানে মিশনারিজ অফ চ্যারিটির মূল লক্ষ্য ও উদ্দেশ্য অর্থাৎ অসহায় মানুষদের ভালোবাসা এবং যত্নের কথা তুলে ধরা হয়

এই শেষব্রত গ্রহণ অনুষ্ঠানের মধ্য দিয়ে এই ১৫ জন নব অভিষিক্ত সিস্টারদের জন্য একটি নতুন অধ্যায়ের সূচনা হয় যেখানে তারা অটল বিশ্বাস ও সহানুভূতির সাথে সেবা করার জন্য তাদের আহ্বানকে সম্পূর্ণরূপে গ্রহণ করেন।- প্রতিবেদন - ডমিনিক পাঞ্জা, অনুলিখন - তেরেসা রোজারিও