ফিলিপাইনে এশিয়ার বিশপ সম্মিলনীর আয়োজনে অনুষ্ঠিত হল জলবায়ু বিষয়ক কর্মশালা
গত ১২ থেকে ১৫ এপ্রিল ২০২৪ খ্রিস্টাব্দ, ‘এশিয়ান বিশপস কনফারেন্সের ফেডারেশন’ এর মানব উন্নয় দপ্তরের জলবায়ু পরিবর্তন ডেস্কের উদ্যোগে ফিলিপাইনের তাগাইতাই শহরে কারিতাস ডেভেলপমেন্ট সেন্টারে অনুষ্ঠিত হল জলবায়ু বিষয়ক কর্মশালা।
এই জলবায়ু বিষয়ক কর্মশালার মূলসুর ছিল, “Building Climate Resilient Communities in Asia”। এই কর্মশালায় এশিয়ার বিভিন্ন দেশের বিশপ সম্মিলনীর ন্যায় ও শান্তি কমিশনের দায়িত্বপ্রাপ্ত সভাপতি, সেক্রেটারি ও অংশগ্রহনকারীর মধ্যে থেকে ৮জন বিশপসহ, যাজক, সিস্টার, সমাজকর্মী, পরিবেশবিদ এবং নেটওয়ার্ক সংগঠকসহ ৪০জন অংশগ্রহণ করেন।
কর্মশালাটি পরিচালনায় ছিলেন এফএবিসি'র পক্ষে বিশপ অলউইন ডি'সিলভা (ভারত), এফএবিসি'র সহকারী জেনারেল সেক্রেটারি ফাদার উইলিয়াম লারোস, ফাদার যোসেফ গনছালভেছ (ভারত) এবং ফিলিপাইন কারিতাসের প্রেসিডেন্ট বিশপ কলিন্স হোসে, ভাইস প্রেসিডেন্ট বিশপ জেরারডো আলমিনাজা সার্বিক সহযোগিতা করেন।
ন্যায় ও শান্তি বিষয়ক বিশপীয় কমিশন, সিবিসিবি এর পক্ষে সেক্রেটারি ফাদার লিটন এইচ গমেজ, সিএসসি এবং কারিতাস এশিয়ার প্রেসিডেন্ট বেনেডিক্ট আলো ডি'রোজারিও কর্মশালায় অংশগ্রহণ করেন।
কর্মশালার কর্মসূচির মধ্যে ছিল প্রথমতঃ পবিত্র খ্রিস্টযাগ ও নিরব প্রার্থনায় জলবায়ু পরিবর্তনে এশিয়া অঞ্চলের ঝুঁকিতে থাকা জনগণের পরিবেশ-প্রকৃতি ও জীবন-জীবিকার প্রভাব অনুধাবন করা; দ্বিতীয়তঃ সরকারের পদক্ষেপসমূহ পর্যালোচনা এবং জলবায়ু পরিবর্তনের ঝুঁকি, কারণ ও করণীয় বিষয়ক স্থানীয় মণ্ডলীর সক্ষমতা ও দক্ষতা নিয়ে আলোচনা করা এবং তৃতীয়তঃ পুণ্যপিতা পোপ ফ্রান্সিসের বিশ্বজনীনপত্র “লাউদাতো সি” এর সামাজিক, আধ্যাত্মিক এবং ঐশতাত্ত্বিক দিকসমূহ অনুধ্যান ও মাণ্ডলিক অংশগ্রহণ অনুধাবন করা হয়।
বিভিন্ন দেশে সফলতার সাথে চলমান কিছু উদ্যোগ উপস্থাপন করা হয় যথা; ফিলিপাইনের ধর্মপ্রদেশে কয়লাভিত্তিক বিদ্যুৎ প্রকল্পের বিপরীতে নবায়নযোগ্য সৌরশক্তির সফল ব্যবহার এবং বায়ু দূষণ হ্রাস করার জন্য বেম্বো ফরেস্ট প্রতিষ্ঠা।
মালয়েশিয়া সাবা ধর্মপ্রদেশের স্থানীয় ইম্মাকুলেট হার্ট অব মেরি ধর্মসংঘের সিস্টাদের উদ্যোগে লাউদাতো সি এগ্রো-ফার্ম গড়ে তোলা এবং দু’শত কৃষক পরিবারের কর্মসংস্থান ও জীবন-জীবিকা সুরক্ষা করা।
ফিলিপাইনে রোগেশনিস্ট ধর্মসংঘ এবং ভিয়েতনামের উত্তম মেষপাল ধর্মসংঘের পরিবেশগত আধ্যাত্মিকতা অংশগ্রহনকারীরদের সাথে অনুধ্যান করা।
এছাড়াও বিশ্বব্যাপী “লাউদাতো সি” আন্দোলন (Laudato Si Movement) এর উদ্যোগ ও কার্যক্রম পর্যালোচনা এবং এশিয়া-ওশেনিয়া অঞ্চলের নদী সুরক্ষা বিষয়ক নেটওয়ার্ক রাওয়েন (River above Asia Oceania Ecclesial Network - RAOEN) উদ্যোগ ও কার্যক্রম উপস্থাপন, পর্যালোচনা ও অংশগ্রহণ বিষয়ে আলোচনা করা হয়।
উল্লেখ্য যে, জলবায়ু পরিবর্তনের কারণে এশিয়া মহাদেশের দেশসমূহে ভূমি, জল ও খাদ্যসংক্রান্ত দুর্যোগ ও নিরাপত্তা বিষয়ে পর্যালোচনা ও স্থানীয়ভাবে পদক্ষেপ গ্রহনের গুরুত্বারোপ করা হয়।
ন্যায় ও শান্তি বিষয়ক বিশপীয় কমিশন, সিবিসিবি এর পক্ষে সেক্রেটারি ফাদার লিটন এইচ গমেজ সিএসসি বলেন, এই কর্মশালার আলোচনার প্রেক্ষিতে আমাদের দেশের কিছু পদক্ষেপ গ্রহণের গুরুত্বারোপ করা হয় যথা; Basic Ecological Communities গঠন করার মাধ্যমে জনগণের জীবন-জীবিকা ও পরিবেশ-প্রকৃতি সুরক্ষা পদক্ষেপ গ্রহণ করা এবং একই সাথে ধর্মপ্রদেশ পর্যায়ে জলবায়ু পরিবর্তন বিষয়ক দপ্তর বা ডেস্ক প্রতিষ্ঠা করার মাধ্যমে তথ্য-উপাত্ত সংগ্রহ, গবেষণা ও উদ্যোগ গ্রহণ করা।
বিশুদ্ধ পানীয় জলের সুরক্ষা বিষয়ক “পানি সচেতনা দিবস” উদযাপন এবং অপচয়রোধ করা, ধর্মসংঘসমূহের পরিবেশগত আধ্যাত্মিকতা অনুধ্যান ও অংশীজনদের সম্পৃক্ত করা।
স্থানীয় পর্যায়ে জীবন-জীবিকা ও প্রকৃতি-পরিবেশ সুরক্ষা বিষয়ক কার্যক্রমে অংশীজনদের সম্পৃক্তকরণ, শিশু-কিশোর ও যুবকদের সম্পৃক্ত করা, স্থানীয় ও আন্তর্জাতিক জোটে সংযুক্ত হওয়া এবং ব্যক্তিগতভাবে উদ্যোগ গ্রহণের আহ্বান করা হয়। - ন্যায় ও শান্তি কমিশন ডেস্ক