মুক্তিদাতা হাই স্কুলে অনুষ্ঠিত হলো বার্ষিক ক্রীড়া প্রতিযোগিতা
গত সপ্তাহে, রাজশাহী মুক্তিদাতা হাইস্কুলের আয়োজনে বিদ্যালয় প্রাঙ্গনে অনুষ্ঠিত হলো বার্ষিক ক্রীড়া প্রতিয়োগিতা।
এই বার্ষিক ক্রীড়া প্রতিযোগিতাকে কেন্দ্র করে শিক্ষক, শিক্ষার্থী ও অভিভাবকদের মধ্যে প্রাণের স্পদন উৎসারিত হয় যা ছিল দৃষ্টি নন্দন । সকলের স্বতস্ফুর্ত অংশ গ্রহণে দিনটি ছিল আনন্দঘন।
এতে প্রধান অতিথি হিসাবে উপস্থিত রাজশাহী ধর্মপ্রদেশের বিশপ জের্ভাস রোজারিও, বিশেষ অতিথি হিসাবে উপস্থিত ছিলেন অত্র প্রতিষ্ঠানের পরিচালনা পর্ষদের সভাপতি ও রাজশাহী ধর্মপ্রদেশের ভিকার জেনারেল ফাবিয়ান মারান্ডী ও মন্সিনিয়র মার্সেল তপ্ন এবং সভাপতিত্ব করেন অত্র প্রতিষ্ঠানের প্রধান শিক্ষক ব্রাদার রঞ্জন লূক পিউরিফিকেশন, সিএসসি।
অতিথিদের আসন গ্রহণ ও উদ্বোধনী নৃত্যের দ্বারা বার্ষিক ক্রীড়া প্রতিযোগিতা আরম্ভ করা হয় এবং সকল অতিথি, প্রধান শিক্ষক ও শিক্ষকদেরকে ফুরের তোড়া, ব্যাজ ও উত্তোরিও প্রদান করে বরণ করে নেওয়া হয়।
প্রধান অতিথি বিশপ জের্ভাস রোজারিও বলেন, “বার্ষিক ক্রীড়া প্রতিটি শিক্ষা প্রতিষ্ঠানের জন্য খুবই গুরুত্ব বহন করে। এই প্রতিযোগিতার মাধ্যমে অনেক শিক্ষার্থীর সুপ্ত প্রতিভার প্রকাশ ঘটবে। যে কোন প্রতিযোগিতায়ই অংশ গ্রহন করা আবশ্যক। অংশ গ্রহনের ফলেই আমরা আসল প্রতিযোগীতে খুজে বের করতে পারি।”
তিনি আরো বলেন, “হার-জিতে জীবনের একটি অংশ, এটা জীবনে থাকবেই। সুতরাং সামনে এগিয়ে যাওয়ার জন্য দরকার শুরু একটি পদক্ষেপ।”
বিশেষ অতিথিসহ প্রধান শিক্ষক মহোদয়ও শিক্ষার্থীদের ক্রীড়া নৈপুন্যের জন্য উৎসাহিত করেন, তিনি বলেন আমরা কেউ হেরে যাই না, আমরা জিতি নতুবা শিখি। যে কোন ক্ষেত্রেই আমরা শিখতে পারি। আজকের হেরে যাওয়া থেকেই আগামী দিনের জিতে ফিরে আসার শুভ সূচনা হতে পারে।
এই দিনের কর্মসূচির মধ্যে ছিল জাতীয় পতাকা উত্তোলন ও জাতীয় সংগীত, আসন গ্রহন, উদ্বোধন অনুষ্ঠান, প্রদীপ প্রজ্জ্বলন, মশাল প্রজ¦লন, শান্তির প্রতীক হিসাবে পায়রা উড়ানো, শিক্ষার্থীদের মার্চ পাস প্রদর্শনী, বিভিন্ন শ্রেণীর ডিস্প্লে, দল অনুসারে বিভিন্ন ক্রীড়া প্রতিযোগিতা প্রদর্শন, যেমন খুশী তেমন সাজো, শিক্ষক ও অভিভাবকদের প্রতিযোগিতা, পুরস্কার বিতরনী, উপহার প্রদান এর মধ্যদিয়ে অনুষ্ঠান সমাপ্ত হয়। - ব্রাদার রঞ্জন লূক পিউরিফিকেশন, সিএসসি