সাভার সেন্ট যোসেফ স্কুল এন্ড কলেজে অনুষ্ঠিত হলো ২৬তম বিজ্ঞান মেলা

সাভার সেন্ট যোসেফ স্কুল এন্ড কলেজ অনুষ্ঠিত হলো ২৬তম বিজ্ঞান মেলা

গত মে ২০২৫ খ্রিস্টাব্দ, সাভার সেন্ট যোসেফ স্কুল এন্ড কলেজে  অনুষ্ঠিত হলো ২৬তম বিজ্ঞান মেলা।

এই বিজ্ঞান মেলার উদ্বোধনী অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন ঢাকার আর্চবিশপ বিজয় এন ডি. ক্রুজ, ওএমআই।

এছাড়াও বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন ধরেন্ডা ধর্মপল্লীর পাল পুরোহিত অমল ডি ক্রুজ, ফাদার জয়ন্ত গমেজ, দি খ্রীষ্টান কো-অপারেটিভ ক্রেডিট ইউনিয়ন লি:, ঢাকা (ঢাকা ক্রেডিট) এর সেক্রেটারী মাইকেল জন গমেজ, বাংলাদেশ ক্যাথলিক শিক্ষা বোর্ডের সেক্রেটারি জ্যোতি এফ. গমেজ এবং ঢাকা মহাধর্মপ্রদেশের ক্যাথলিক স্কুল তত্ত্বাবধায়ক মাইকেল বটলেরু। এছাড়াও উপস্থিত ছিলেন স্কুলের শিক্ষার্থী, শিক্ষকমন্ডলী এবং অভিভাবকবৃন্দ।

ধরেন্ডা সেন্ট যোসেফ স্কুল এন্ড কলেজে বিজ্ঞান মেলায় ফাদার জয়ন্ত গমেজ বলেন, “প্রতিটি মানুষকে হতে হবে বিজ্ঞান মনস্ক।

উদ্ভোধনী অনুষ্ঠানে সভাপতিত্ব করেন সেন্ট যোসেফ স্কুল এন্ড কলেজের গভর্নিং বডির সভাপতি ফাদার জয়ন্ত এস. গমেজ এবং উপস্থিত ছিলেন সহকারী প্রধান শিক্ষিকা সিস্টার মেরী লরেন্সা, এসএমআরএ।

সেন্ট যোসেফ স্কুল এন্ড কলেজের বিজ্ঞান মেলায় অংশগ্রহণকারী শিক্ষার্থীবৃন্দ

সভাপতির স্বাগত বক্তব্যে সেন্ট যোসেফ স্কুল এন্ড কলেজ গভর্নিং বডির সভাপতি ফাদার জয়ন্ত এস. গমেজ বলেন, “এই বিজ্ঞানের প্রসারের মাধ্যমেই জাতির উন্নয়ন সম্ভব হবে। প্রতিটি মানুষকে হতে হবে বিজ্ঞান মনস্ক। বিজ্ঞানের এই আদর্শে সমাজ দেশ গড়তে হবে। আসলে জাতিকে উন্নতির সুউচ্চ শিখরে নিয়ে যেতে বিজ্ঞানের কোনো বিকল্প নেই।

প্রধান অতিথির বক্তব্যে মহামান্য আর্চ বিশপ বিজয় এন ডি. ক্রুজ বলেন, “অনেক স্কুল কলেজে বিজ্ঞান মেলা আয়োজন করা সম্ভব হয় না। কিন্তু সেন্ট যোসেফ স্কুলে ২৬তম বিজ্ঞান মেলা অনুষ্ঠিত হচ্ছে। আমি বিশ্বাস করি তোমরা এখান থেকে সর্বোচ্চ শিক্ষা গ্রহণ করে তোমাদের কর্মক্ষেত্রে তা প্রয়োগ করবে।

বিশেষ অতিথির বক্তব্যে ঢাকা ক্রেডিট এর সেক্রেটারী মাইকেল জন গমেজ বলেন, “আমরা যারা যুবক, আমাদের সকলের মধ্যেই কিছু না কিছু উদ্ভাবনী শক্তি রয়েছে। বিজ্ঞানের এই সৃষ্টিগুলোর সাথে মানুষের পরিচয় করিয়ে দেয়ার জন্যই বিজ্ঞান মেলা করা হয়। এর ফলে একদিকে যেমন মানুষের বিজ্ঞান সমন্ধে ধারনা জন্মায় তেমনি তারা এর প্রতি আরো বেশি আগ্রহী হয়।

সেন্ট যোসেফ স্কুল এন্ড কলেজ এর অধ্যক্ষ সিস্টার মেরী নমিতা, এসএমআরএ বলেন, “এই বিজ্ঞান মেলার লক্ষ্য হলো মাধ্যমিক উচ্চ মাধ্যমিক পর্যায়ে বিজ্ঞানমনষ্ক শিক্ষার্থীদের উদ্ভাবনী ক্ষমতা এবং দৈনন্দিন জীবনে বিজ্ঞানের যথাযথ ব্যবহার বাড়ানো।

আমি আশা করব আজকে এই মেলার প্রদর্শনীতে তোমরা তোমাদের সর্বোচ্চ মেধা কাজে লাগবে,” বলেন সিস্টার নমিতা

এই বিজ্ঞান মেলার শুরুতে ছিলো জাতীয় সঙ্গীত এবং পতাকা উত্তোলন।  পরবর্তিতে ফিতা কেটে প্রদর্শনীর শুভ উদ্ভোধন ঘোষণা করেন মহামান্য আর্চ বিশপ বিজয় এন ডি. ক্রুজ এবং সেই সাথে বিজ্ঞান মেলার সকল স্টল পরিদর্শন করেন আমন্ত্রিত অতিথিবৃন্দ। - ডিসিনিউজবিডি