কৃষ্ণনগর ধর্মপ্রদেশের অন্তর্গত মালিয়াপোতা ধর্মপল্লীর ক্যাথলিক কবরস্থানে ‘ক্রুশের পথ’

বিগত ১১ই এপ্রিল ২০২৫ খ্রিষ্টাব্দ, গভীর ধর্মীয় ভাবগাম্ভীর্যের মধ্য দিয়ে মালিয়াপোতা ধর্মপল্লীর ক্যাথলিক কবরস্থানে ‘ক্রুশের পথ’ অনুষ্ঠিত হয়। খ্রিষ্ট ধর্মের ঐতিহ্য অনুসারে যীশু খ্রিষ্টের ক্রুশবাহী যাত্রার স্মরণে প্রতিবছর তপস্যাকালে একটি শুক্রবার এই ক্রুশের পথ অনুষ্ঠান কবরস্থানে করা হয়।
এই ক্রুশের পথ অনুষ্ঠানে অংশগ্রহণ করেন ধর্মপল্লীর পালক পুরোহিত, ধর্মপ্রাণ নারী-পুরুষ, যুবসমাজ ও শিশু-কিশোররা। স্তবগান ও প্রার্থনার মাধ্যমে কার্যক্রম শুরু হয়। এরপর অংশগ্রহণকারীরা কবরস্থানে স্থাপিত ১৪টি স্টেশনে একে একে যাত্রা সম্পন্ন করেন। প্রতিটি স্টেশনে বাইবেল পাঠ, প্রার্থনা এবং যীশু খ্রীষ্টের যন্ত্রণা ও আত্মবলিদানের কথা স্মরণ করা হয়।
ধর্মপল্লীর পালক পুরোহিত জানান, “ক্রুশের পথ শুধু যীশু খ্রীষ্টের যন্ত্রণার স্মরণ নয়, এটি আমাদের নিজেদের জীবনেরও আত্মত্যাগ, ধৈর্য ও বিশ্বাসের বার্তা নিয়ে আসে।” তিনি সকলের জন্য, বিশেষ করে মৃত আত্মাদের শান্তি কামনা করে প্রার্থনার আহ্বান জানান।
এই ক্রুশের পথ অনুষ্ঠানটি ধর্মপ্রাণ বিশ্বাসীদের মধ্যে গভীর আবেগ সৃষ্টি করে এবং কবরস্থানে অনুষ্ঠিত হওয়ায় তা অনন্ত জীবনের আশার প্রতীক হিসেবে বিশেষ তাৎপর্য বহন করে।
প্রার্থনা শেষে সকল খ্রীষ্টভক্ত তাদের প্রিয়জন, আত্মীয় স্বজনদের কবরে মোমবাতি জ্বালিয়ে তাদের আত্মার স্মরণে প্রার্থনা করেন। ধর্মপল্লীর যুবসমাজ ও ধর্মপ্রাণ জনগণের সক্রিয় অংশগ্রহণে অনুষ্ঠানটি সফলভাবে সম্পন্ন হয়।
প্রতিবেদন-সৈকত মন্ডল
(মালিয়াপোতা ধর্মপল্লী)