রেডিও ভেরিতাস এশিয়া’র নব নিযুক্ত জেনারেল ম্যানেজার হিসেবে দায়িত্ব গ্রহণ করলেন ফাদার ফিলমার ফিয়েল, এসভিডি

গত ১ সেপ্টেম্বর ২০২৫ খ্রিস্টাব্দ, ফিলিপাইনের কেইজন শহরে অবস্থিত রেডিও ভেরিতাস এশিয়ার (আরভিএ) নতুন জেনারেল ম্যানেজার হিসেবে আনুষ্ঠানিকভাবে দায়িত্ব গ্রহণ করেছেন ফাদার ফেলমার ফিয়েল, এসভিডি।
উক্ত এই দায়িত্ব হস্তান্তর অনুষ্ঠানটি পরিচালনা করেন নোভালিচার্চ এর বিশপ রবার্তো গা যিনি প্রেক বোর্ডের হিসাবরক্ষক হিসেবে দায়িত্ব পালন করেছেন।
এই অনুষ্ঠানে আরও উপস্থিত ছিলেন বিদায়ী ফাদার ভিক্টরেএফ সাদায়া সিএমএফ, রেডিও ভেরিতাসের প্রোগ্রাম পরিচালক এবং এফএবিসি, ওএসসি এর র্নিবাহী সচিব ফাদার জন মি শেন সহ রেডিও ভেরিতাসের কর্মকর্তাবৃন্দ। সেই সাথে অনলাইনের মাধ্যমে অন্যান্য দেশ থেকে যুক্ত হন রেডিও ভেরিতাসের কিছু সংখ্যক কো- অর্ডিনেটরগণ।
ফাদার মি শেনের ক্ষুদ্র প্রার্থনার মধ্য দিয়ে অনুষ্ঠান শুরু হয় এবং এর পরে সেবা কর্মীদের সংক্ষিপ্ত পরিচয় পর্ব অনুষ্ঠিত হয়।
বিদায়ী জেনারেল ম্যানেজার ফাদার ভিক্টর সাদায়া তাঁর অনুভূতি ব্যক্ত করে বলেন, “র্দীঘ নয় বছর তিনি আরভিএ পরিবারের জন্য কাজ করেছেন তাঁর এই সেবাকাজে সকলের সহযোগিতার জন্য ধন্যবাদ জ্ঞাপন করেন।”
তিনি আরো উল্লেখ্য করেন যে, “তাঁর দায়িত্বের সময়েই আরভিএ এর একটি ঐতিহাসিক রুপান্তরের মধ্য দিয়ে যায় অর্থাৎ শর্টওয়েভ থেকে ডিজিটাল প্ল্যাটফর্মে স্থানান্তর হয়।”
“সেই সাথে অনলাইন প্রশিক্ষন ও দক্ষতা উন্নয়ন কার্যক্রম চালু করা হয় যেন ডিজিটালের সাথে আরভিএ তার প্রাসঙ্গিকতা বজায় রাখতে পারে,” বলেন ফাদার সাদায়া ।
ফাদার আরও বলেন, “জেনারেল ম্যানেজার হিসেবে থাকাকালীন সময়ে আরভিএ এর কিছু গুরুত্বপূর্ন অর্জনের কথাও তুলে ধরেন যেমন; প্রতিষ্ঠানের ৫০তম প্রতিষ্ঠাবার্য়িকী, প্রতিষ্ঠানের সহযোগী হিসেবে ইউনিটাস এশিয়া কর্পোরেশন প্রতিষ্ঠা, মিউজিয়াম নির্মাণ এবং অডিটোরিয়াম এবং সোশাল হলের সংস্কার সমন্ধে ব্যক্ত করেন।”
সকলের প্রচেষ্ঠায় আরভিএর দৃষ্টিভঙ্গি ও মূল্যবোধকে সুন্দরভাবে এগিয়ে নিতে পারাকে তিনি তার জীবনের “এক পরম সন্মান” হিসেবে উল্লেখ্য করেন ফাদার সাদায়া। সেই সাথে তার সকল প্রকার সহযোগিতার আশ্বাস দেন।
বিশপ রবার্তো গা তার বক্তব্যে ফাদার ভিক্টরকে তাঁর সমস্ত কাজের নিষ্ঠা এবং আন্তরিকতার জন্য ধন্যবাদ জানান এবং নব নিযুক্ত ফাদারকে আন্তরিকভাবে স্বাগত জানান। সেই সাথে সকল প্রকার সহযোগিতার ও সহায়তাদানের আশ্বাস প্রদান করেন।
ফাদার ভিক্টর তার বিদায়ী প্রতীকী সরুপ একটি কার্ডবোর্ডের চাবি ফাদার ফিলমারকে প্রদান করেন যার প্রতীকী হিসেবে “সব দরজার চাবি” হিসেবে অভিহিত করা হয়।
নব নিযুক্ত ফাদার ফিলমার তার এই নতুন দায়িত্ব গ্রহণকে ঈশ্বরের পরিকল্পনা হিসেবে গ্রহণ করেছেন এবং সবার সহযোগিতা কামনা করছেন।
উল্লেখ্য নব নিযুক্ত ফাদারকে মনোনয়নকালে ম্যানিলার আর্চবিশপ সহ অন্যান্য বিশপগণ তাকে শুভেচ্ছা প্রদান করেন।
এছাড়া আর্ন্তজাতিক পর্যায়ের মিডিয়ার কর্মী ও শুভাকাঙ্খীগণ ও ফাদার ফিলমেলের এই নতুন যাত্রায় “এশীয় খ্রিস্টর্ধমের কণ্ঠস্বরকে” ভবিষ্যতের সুন্দর পথে এগিয়ে নিয়ে যাওয়ার জন্য শুভেচ্ছা জ্ঞাপন করেছেন। - আরভিএ সংবাদ