রাঘবপুর সাধু যোসেফের গির্জায় মাসব্যাপী মা মারিয়ার নবাহ প্রার্থনা উৎসর্গ

রাঘবপুর সেন্ট যোসেফ ক্যাথলিক গীর্জায় মা মারিয়ার  প্রতি বিশেষ শ্রদ্ধা ও ভক্তি নিবেদন

গত পহেলা মে থেকে ৩১ মে ২০২৪ খ্রিস্টাব্দ, একমাস ব্যাপী রাঘবপুর সেন্ট যোসেফ ক্যাথলিক গীর্জায় মা মারিয়ার  প্রতি বিশেষ শ্রদ্ধা ও ভক্তি নিবেদন করা হল

মে মাস প্রধানত মা মারিয়ার উদ্দেশ্যে নিবেদন করা হয় সেই একই উদ্দেশ্যকে স্মরণ করে রাঘবপুর সাধু যোসেফ ধর্মপল্লীতে পহেলা মে, মা মারিয়ার মূর্তি নিয়ে রাঘবপুর সেন্ট পলস স্কুল থেকে শোভাযাত্রা ও কীর্তন সহকারে সাধু যোসেফের গির্জায় নিয়ে আসা হয়।

অতঃপর পবিত্র জপমালা প্রার্থনা ও পরে পবিত্র খ্রীষ্টযাগ উৎসর্গ করা হয়। পবিত্র খ্রীষ্টযাগ উৎসর্গ করেন ফাদার প্রবাল গোমেজ এস.জে, রাঘবপুর প্যারিসের পাল পুরোহিত ফাদার যোসেফ টোপ্প এস.জে ও মিশন সুপিরিয়র ফাদার জনসন পাদিয়ারা এস.জে.

এছাড়াও উপস্থিত ছিলেন সিস্টার অমলা ডি.এস.এ, সিস্টার বিনীতা ডি.এস.এ, সিস্টার অর্পিতা ডি.এস.এ এবং অন্যান্য ডি.এস.এ প্রমুখ।

একইভাবে ৩১ শে মে রোজারি প্রার্থনা ও পবিত্র খ্রীষ্টযাগ উৎসর্গ করার মধ্যে দিয়ে মায়ের প্রতি ভক্তি ভালবাসা নিবেদন করা হয়।

এই দিন খ্রীষ্টযাগ উৎসর্গ করেন ফাদার তুষার গোমস, ফাদার টি.জে টমাস এস.জে ও পালপুরোহিত ফাদার যোসেফ টোপ্প এস.জে.

এই মাস ব্যাপী মা মারীয়া গ্রোটোর সামনে মালা প্রার্থনা পরিচালনার দায়িত্বে ছিল সাধু যোসেফ গীর্জার বিভিন্ন সংগঠন ও সাব সেন্টারগুলি।-তন্ময় মন্ডল