প্রাক্তন প্রধানমন্ত্রী বেগম খালেদা জিয়ার মৃত্যুতে বাংলাদেশ কাথলিক বিশপ সম্মিলনীর সভাপতির শোক প্রকাশ

প্রাক্তন প্রধানমন্ত্রী বেগম খালেদা জিয়া

গত ১ জানুয়ারি ২০২৬ খ্রিস্টাব্দ,  বাংলাদেশের প্রাক্তন প্রধানমন্ত্রী দেশনেত্রী বেগম খালেদা জিয়ার মৃত্যুতে আমরা খ্রিস্টান সমাজ গভীর শোক ও বেদনা প্রকাশ করছি। তাঁর মৃত্যুতে জাতি এক অভিজ্ঞ দূরদর্শি রাষ্ট্রনেতাকে হারাল।

এই বেদনাময় ও কষ্টদায়ক সময়ে আমরা সর্বশক্তিমান স্রষ্টার নিকট তাঁর বিদেহী আত্মার চিরশান্তি কামনা করছি। খ্রিস্টীয় বিশ্বাস অনুযায়ী আমরা প্রার্থনা করি, প্রভু যেন তাঁকে তাঁর অনন্ত বিশ্রামে স্থান দেন এবং শোকসন্তপ্ত পরিবার-পরিজন, আত্মীয়স্বজন ও অনুসারীদের হৃদয়ে শান্তি ও সান্ত্বনা দান করেন।

বেগম খালেদা জিয়া বাংলাদেশের রাজনৈতিক ইতিহাসে একজন গুরুত্বপূর্ণ রাষ্ট্রনেত্রী হিসেবে চিরস্মরণীয় হয়ে থাকবেন। তিনি বাংলাদেশের গণতান্ত্রিক আন্দোলন, রাজনৈতিক ভারসাম্য এবং রাষ্ট্র পরিচালনায় গুরুত্বপূর্ণ ভূমিকা রেখেছেন।

মত ও পথের ভিন্নতা সত্ত্বেও তিনি ছিলেন একজন দৃঢ়চেতা, সাহসী ও আপোসহীন নেত্রী। দেশ ও দেশের মাটির প্রতি ভালোবাসা, অন্যকে সম্মান দান এবং দরিদ্রদের প্রতি বিশেষ দরদবোধ তাঁকে অনন্য করে রাখবে।

মাননীয় প্রাক্তন প্রধানমন্ত্রী বেগম খালেদা জিয়ার মৃত্যুতে দেশবাসী শোকে স্তব্ধ। এই শোকের সময়ে আমরা খ্রিস্টান সমাজও দেশবাসীর সঙ্গে একাত্মতা প্রকাশ করছি এবং প্রার্থনায় বলছি, “প্রভু, আমাদের দেশকে শক্তি ও শান্তি দাও, শোককে আশায় রূপান্তর করো।”

ঈশ্বর আমাদের সকলকে এই গভীর শোক সহ্য করার শক্তি দান করুন। - আর্চবিশপ বিজয় এন ডি’ ক্রুজ, ওএমআই,  বাংলাদেশ কাথলিক বিশপ সম্মিলনী। - প্রেস বিজ্ঞপ্তি