কলকাতার ব্যারাকপুর 'মর্ণিং স্টার কলেজে' সিম্পোজিয়াম

মর্নিং স্টার রিজিওনাল সেমিনারিতে সিম্পোজিয়ামে কলকাতার আর্চবিশপ থমাস ডি'সুজা। ছবি সৌজন্যে - কলকাতা কানেক্ট সংবাদমাধ্যম।

গত ১৫ মার্চ ২০২৫ তারিখেকলকাতার ব্যারাকপুরে অবস্থিত মর্নিং স্টার রিজিওনাল সেমিনারি পোপ ফ্রান্সিসের বিবাহ পরিবার  সমন্বিত দৃষ্টিভঙ্গির উপর একটি সিম্পোজিয়ামের আয়োজন করে। মর্নিং স্টার ইনস্টিটিউট অফ থিওলজি এবং বিআরবিসি কমিশন ফর থিওলজি অ্যান্ড ডকট্রিন যৌথ  ভাবে এই আলোচনা সভার  আয়োজন করেছিল। 

প্রায় ৫০০ জন প্রতিনিধি এই অনুষ্ঠানে জমায়েত হন, যার মধ্যে পুরোহিত, ধর্মীয় বোন এবং ভাই এবং কলকাতার প্যারিশ থেকে আসা সাধারণ বিশ্বাসীরাও ছিলেন। 

শুরুতেই আজকের বিশ্বে বিবাহ সম্পর্কে পোপ ফ্রান্সিসের দৃষ্টিভঙ্গি তুলে ধরে, ডঃ জর্জ প্যান্থানম্যাকেল এমএসএফএস একটি অন্তর্দৃষ্টিপূর্ণ ভাষণ দেন।

কলকাতার আর্চবিশপ থমাস ডি'সুজা বলেন ,"সাধারণ মানুষকে পারিবারিক ঐক্য এবং বিশ্বস্ততাকে মূর্ত করার জন্য আরও সচেষ্ট  হতে হবে"

মর্নিং স্টার রিজিওনাল সেমিনারিতে সিম্পোজিয়ামে কলকাতার আর্চবিশপ থমাস ডি'সুজা ও সেমিনারির পরিচালনা পর্ষদের চেয়ারপারসন বারুইপুরের বিশপ শ্যামল বোস। ছবি সৌজন্যে - কলকাতা কানেক্ট সংবাদমাধ্যম।

অন্যদিকে সেমিনারির পরিচালনা পর্ষদের চেয়ারপারসন বারুইপুরের বিশপ শ্যামল বোস গুরুত্বপূর্ণ ভূমিকাটিকে আরও জোরদার করার জন্য  সকলকে আহ্বান জানান।

দিল্লির বিদ্যাজ্যোতি কলেজ অফ থিওলজির . স্ট্যানিসলাস আল্লা এসজে বিবাহ পরিবার সম্পর্কে পোপ ফ্রান্সিসের ঐতিহ্য এবং আধুনিক সংলাপের মধ্যে  ভারসাম্য তুলে ধরেন।

সিম্পোজিয়ামের একটি উল্লেখযোগ্য মুহূর্ত ছিল ডঃ হেনরি জোস এমএসএফএস-এর লেখা ভিশনারি লিডারশিপ, বিনয়ী পরিষেবা এবং সাহসী প্রতিশ্রুতি বইয়ের প্রকাশ।আর্চবিশপ থমাস ডি'সুজা বিশপ মনোনীত  এম জি আর- এর কাছে প্রথম কমিটি উপস্থাপন করেন।

সিম্পোজিয়ামের শিক্ষাবিদদের  উপস্থাপনা ছিল  যা পোপ ফ্রান্সিসের শিক্ষার উপর  আলোচনাকে আরও গভীর করে তুলেছিল। কলকাতা কানেক্ট সংবাদমাধ্যম, মেরি ডি'ক্রুজের প্রতিবেদন থেকে অনুলিখনে চন্দনা রোজারিও।  

Tags