কলকাতার প্রভু যীশুর গির্জার খ্রিস্টীয় জীবন সংঘ মঞ্জরীর ত্রয়োবিংশ বছর পূর্তি উদযাপন
গত ১৮ আগস্ট ২০২৪ খ্রিস্টাব্দ, কলকাতার প্রভু যীশুর গির্জায় খ্রিস্টীয় জীবন সংঘ মঞ্জরীর ত্রয়োবিংশ বছর পূর্তি উদযাপন করা হলো এক মিলনসভার মাধ্যমে।
এই বর্ষপূর্তি অনুষ্ঠানের সূচনা হয় পবিত্র খ্রীষ্টযাগের মধ্য দিয়ে। খ্রীষ্টযাগ উৎসর্গ করেন বর্ষিয়ান ফাদার দীপক গমেস এস.জে.।
উপদেশ চলাকালীন সময়ে ফাদার দীপক খ্রিস্টীয় জীবন সংঘের উদ্দেশ্য ও ভাবধারাকে প্রবাহিত ক’রে এগিয়ে নিয়ে যাওয়ার জন্য প্রত্যেকটি সদস্যকে উদ্বুদ্ধ করেন এবং সেইসাথে বিশেষ আশীর্বাদ প্রদান করেন।
বর্ষপূর্তির এই শুভ লগ্নে উক্ত এই অনুষ্ঠানে আমন্ত্রিত ছিলেন কলকাতার অন্যান্য গির্জার খ্রিস্টীয় জীবন সংঘের সদস্যরা।
খ্রীষ্টযাগ শেষে হালকা জলখাবারের পর একটি সাংস্কৃতিক অনুষ্ঠানের আয়োজন করা হয়। নতুনদের হাতে কর্ম দায়িত্ব তুলে দেওয়ার প্রতীক স্বরূপ প্রথম সংঘ গঠনের সময় যুক্ত দুজন নবীনার হাত দিয়ে প্রদীপ প্রজ্জ্বলন করা হয়।
এরপর নাচ, গান, কুইজ এবং অনুভূতি ব্যক্ত করার মধ্যে দিয়ে এই সাংস্কৃতিক অনুষ্ঠান সম্পূর্ণ হয়।
সিএলসি মজুরীর বর্ষীয়ান সদস্যা শ্রীমতি মলিনা ভিনসেন্ট অনুষ্ঠানের শুরুতেই নবনির্বাচিত সভাপতি রতন গমেশ ও সম্পাদিকা তেরেসা রোজারিও পরিচয় করিয়ে দেন এবং একটি কবিতা পাঠের মধ্যে দিয়ে সিএলসিতে তার এই যাত্রাপথের কথা তুলে ধরেন।
রাঘবপুর সেন্ট পল’স হাইস্কুলের প্রধান শিক্ষিকা শ্রীমতি সাধনা করালি বলেন “যদিও আমি একজন প্রত্যক্ষ সিএলসি সদস্য নই। তবে, এই সংঘের ভাবধারার মধ্যে দিয়ে আমি বড় হয়েছি এবং আজ আমি যা কিছুই হয়েছি বা হতে পেরেছি তা শুধুমাত্রই সিএলসির জন্য। তবে, এখন সময় এসেছে নতুন সদস্যদের এগিয়ে আসতে হবে এবং এই সেবাদানের দায়িত্ব গ্রহণ করতে হবে।“
অনুষ্ঠানে আমন্ত্রিত ফাদার সুনীল রোজারিও বলেন “খ্রিস্টীয় জীবন সংঘ যার কেন্দ্রে রয়েছেন স্বয়ং যীশু খ্রীষ্ট। তাই, আমাদের জীবন হতে হবে যীশু কেন্দ্রিক।“
আগত বাদল গোমেজ বলেন “আজ আমি একটি প্রতিষ্ঠানের প্রশিক্ষক। শিক্ষাদানের মধ্যে দিয়ে আমি ছাত্র-ছাত্রীদের কর্ম উপযোগী করে তুলছি। সিএলসির শিক্ষাই হয়তো আমাকে এই মানুষ গড়ে তুলতে সাহায্য করছে।“
এই বর্ষপূর্তি উপলক্ষে প্রতিবারের মতন এবারেও ধর্মপল্লীর বয়স্ক এবং দুস্থ ভাই-বোনেদের হাতে কিছু প্রয়োজনীয় রেশন সামগ্রী তুলে দেওয়া হয়।
সবশেষে প্রীতিভোজের মধ্যে দিয়ে অনুষ্ঠানের সমাপ্তি ঘোষনা করা হয়। তেরেসা রোজারিও