কলকাতায় কেমন হল বড়দিন উৎসব – কলকাতার চিঠি

ক্রিসমাস অর্থাৎ বড়দিন সারা বিশ্বে পালিত সবচেয়ে বড় উৎসবগুলোর মধ্যে একটি। প্রভু যীশু খ্রিস্টের জন্মদিবস স্মরণে উদযাপিত হয় বড়দিন। বিশ্বজুড়ে খ্রিস্ট ধর্মালম্বীরা অত্যন্ত উৎসাহ ও উদ্দীপনার সাথে ক্রিসমাস উদযাপন করে। ব্যাতিক্রম নেই কলকাতারও।

আজ আসুন এই কলকাতার চিঠি অনুষ্ঠানে আমরা ঘুরে দেখি কলকাতা শহরে এবারের বড়দিন উৎসব কেমন হল।