ব্যান্ডেলের দ্য বাসিলিকা অফ দ্য হোলি রোজারি গির্জায় বিশ্বশান্তির উদ্দেশ্যে পদযাত্রা
গত ৪ঠা ফেব্রুয়ারি ২০২৪ খ্রিস্টাব্দে, ফাতিমা এপোস্টোলেট সংঘের উদ্যোগে ব্যান্ডেল স্টেশন থেকে দ্য বাসিলিকা অফ দ্য হোলি রোজারি গির্জায় বিশ্ব শান্তির উদ্দেশ্যে পদযাত্রার আয়োজন করা হয়।
এই শান্তি যাত্রায় তারা প্রার্থনা, জপমালা প্রার্থনা এবং ভক্তিমূলক গানের মধ্যে দিয়ে গির্জা প্রাঙ্গণে প্রবেশ করে।
উক্ত এই শোভাযাত্রায় পশ্চিমবঙ্গের বিভিন্ন প্রান্ত থেকে যেমন রায়গঞ্জ, কৃষ্ণনগর এবং কলকাতার ফাতিমা এপোস্টোলেট সংঘের ভক্তগণ একত্রিত হন।
পবিত্র খ্রিষ্টযাগ উৎসর্গ করেন ফাদার জনি দেদুংগাতু (ন্যাশনাল এক্সিকিউটিভ)। তার সাথে সহভাগীতা করেন ফাদার এম.বি. সানি (ন্যাশনাল এক্সিকিউটিভ), ফাদার উইলিয়াম ডি’সুজা(পরিচালক) রায়গঞ্জ ধর্মপ্রদেশ থেকে, কলকাতা মহাধর্মপ্রদেশ থেকে ফাদার অরসন ওয়েলস(আধ্যাত্বিক উপদেষ্টা) এবং ফাদার যো. বি. জর্জ সাধ্বী তেরেজা গির্জা থেকে।
বেলা ১১টা সময় ইংরেজি, বাংলা, হিন্দি ও সাঁওতালি এই চার ভাষাতে খ্রিস্টযাগ উৎসর্গ করা হয় ফাতিমা গার্ডেনে। উপদেশ চলাকালীন সময় ফাদার সানি লুসি, জাসিন্তা ও ফ্রান্সিস যেভাবে ফাতিমা মা মারিয়ার দর্শন পেয়েছিলেন এবং বিশ্বশান্তির জন্য জপমালা প্রার্থনার অনুগ্রহ লাভ করেছিলেন সেই কথা স্মরণ করিয়ে বলেন যে, “আজ এই অস্থির বিশ্বে শান্তি প্রতিষ্ঠার একমাত্র অস্ত্র হলো জপমালা প্রার্থনা।“ তাই, জপমালা প্রার্থনার জন্য তিনি সকলকে উৎসাহ প্রদান করেন। সেই সাথে বিশেষভাবে যুব সম্প্রদায়কে এগিয়ে আসার জন্য তিনি আহ্বান জানান।
বিকেল ৩টে সময় সম্মিলিত ভাষায় জপমালা প্রার্থনা এবং আরাধনার মধ্যে দিয়ে এই শান্তি পদযাত্রার সমাপ্তি হয়।
উল্লেখ্য ফাতিমা এপোস্টোলেট সংঘের তৎপরতায় প্রতি বছর ফেব্রুয়ারি মাসের প্রথম রবিবার এই শান্তি পদযাত্রা উদযাপিত হয়ে থাকে। - ফাতিমা এপোস্টোলেট সংঘ