রাঘবপুর সেন্ট যোসেফ ক্যাথলিক গির্জায় অনুষ্ঠিত হল পবিত্র হস্তরর্পণ সংস্কার

১১ ই ফেব্রুয়ারি ২০২৪, রবিবার সকাল ৭ ঘটিকায় রাঘবপুর সেন্ট যোসেফ ক্যাথলিক গির্জার ছেলেমেয়েদের জন্য পবিত্র হস্তরর্পণ সংস্কারের আয়োজন করা হল।

উক্ত এই অনুষ্ঠানে উপস্থিত ছিলেন বারুইপুর ধর্মপ্রদেশের ধর্মপাল শ্রদ্ধেয় বিশপ শ্যামল বোস। এছাড়া উপস্থিত ছিলেন রাঘবপুর ধর্মপল্লীর পাল পুরোহিত ফাদার যোসেফ টোপ্পো এস.জে এবং সহকারী পাল পুরোহিত ফাদার জিনেশ এস.জে।
ধর্মপল্লীর সাতটি সাব সেন্টার ও মূল গির্জার ১৬২ জন যুবক-যুবতী  এই সংস্কার গ্রহণ করে। 
সকাল সাতটায় উপাসনা আরম্ভ হয়। প্রবেশিকা গীতির মাধ্যমে সকল হস্তরর্পণ গ্রহনযোগ্য যুবক-যুবতী, সেবক দল, পুরোহিতবর্গ এবং বিশপ মহোদয়কে শোভাযাত্রার মাধ্যমে স্বাগত জানানো হয়। উপাসনা বেদীর সামনে পুরোহিতবর্গ ও বিশপ মহোদয়কে বরণ করে নেওয়া হয় এবং চন্দনের ফোঁটা দিয়ে স্বাগত জানান হয়, সেই সাথে বিশপ মহোদয়কে মাল্যদান করে বিশেষ সম্মাননা জ্ঞাপন করা হয়। 
যে সমস্ত যুবক-যুবতীরা হস্তরর্পণ সংস্কার গ্রহণ করবে তাদের মধ্যে থেকেই প্রথম পাঠ ও দ্বিতীয় পাঠ করা হয় । এরপর পাল পুরোহিত মঙ্গল সমাচার পাঠ করেন এবং বিশপ মহোদয় সকলের উদ্দেশে তাঁর মূল্যবান উপদেশ প্রদান করেন। পরবর্তী পর্যায়ে উপাসনা বেদীর সামনে বিশপ মহোদয় প্রার্থীদের হস্তরর্পণ সংস্কার প্রদান করেন। এই সংস্কার দেওয়ার সময় দুজন ধর্ম পিতা-মাতাও বিশপের পাশে উপস্থিত ছিলেন। হস্তরর্পণ দেওয়ার পর যুবক-যুবতীরা সার্বজনীন প্রার্থনা রাখে। 
খ্রীষ্টযাগ শেষে বিশপ মহোদয় সকলকে বিশেষ আশীর্বাদ প্রদান করেন। সকল হস্তরর্পণ গ্রহণকারীদের সার্টিফিকেট ও যীশুর ঐশ করুনার ছবি উপহার হিসেবে প্রত্যেকের হাতে তুলে দেয়া হয়। সবশেষে যুবক-যুবতীদের জন্য টিফিনের ব্যবস্থা করা হয়।
উল্লেখ্য, খ্রীষ্টীয় ক্যাথলিক মন্ডলীতে পবিত্র সাতটি সংস্কার রয়েছে, যার মধ্যে হস্তরর্পণ সংস্কার হল  একটি অন্যতম সংস্কার । এই সংস্কারের মাধ্যমে খ্রিস্ট ভক্তরা পবিত্র আত্মাকে গ্রহণ ক’রে পবিত্র আত্মার ঐশ প্রজ্ঞা ও ঐশ জ্ঞান লাভ করে থাকে।-তন্ময় মন্ডল