কারিতাস ঢাকা অঞ্চল কর্তৃক ঝিলপাড় বস্তিতে অগ্নিকান্ডে ক্ষতিগ্রস্তদের মাঝে মানবিক সহায়তা প্রদান
গত ৬ মার্চ ২০২৪ খ্রিস্টাব্দ, কারিতাস ঢাকা অঞ্চল কর্তৃক ঢাকা উত্তর সিটি কর্পোরেশনের অধীনে মিরপুর-১২ ঝিলপাড় বস্তিতে অগ্নিকান্ডে ক্ষতিগ্রস্তদের মাঝে জরুরি মানবিক সহায়তা প্রদান করা হয়।
ঢাকা উত্তর সিটি কর্পোরেশন এর অধীনে ৬ নং ওয়ার্ডের পল্লবী মাজেদুল ইসলাম মডেল হাই স্কুল প্রাঙ্গণে অগ্নিকান্ডে ক্ষতিগ্রস্ত ৩৩৮টি পরিবারকে পরিবার প্রতি নগদ ১০,০০০ টাকা বিতরণ করেছে।
দাতাসংস্থা স্টার্ট নেটওয়ার্ক এর অর্থায়নে “মিরপুর ঝিলপাড় বস্তিতে অগ্নিকান্ডে ক্ষতিগ্রস্তদের মাঝে জরুরি মানবিক সহায়তা প্রকল্পের” অধীনে এ মানবিক সহায়তা প্রদান করা হয়।
এই প্রকল্পের অধীনে, কারিতাস ঢাকা অঞ্চল আগামী ০৯ মার্চ ২০২৪ খ্রিস্টাব্দে, ক্ষতিগ্রস্ত ৩৩৮টি পরিবারকে আরোও তিনটি মানবিক সহায়তা প্যাকেজ হস্তান্তর করবে। এই সহায়তাগুলো মধ্যে রয়েছে স্বাস্থ্য সুরক্ষা উপকরণ, জরুরি শেল্টার এনএফআই (নন ফুড আইটেম) এবং জরুরি সুরক্ষা এনএফআই (নন ফুড আইটেম)।
নগদ অর্থ সহায়তা বিতরণ অনুষ্ঠানে সম্মানিত প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন ঢাকা-১৬ আসনের মাননীয় সংসদ সদস্য জনাব আলহাজ্ব মো. ইলিয়াস উদ্দিন মোল্লাহ্, সংসদ সদস্য (এমপি), বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন ৬ নং ওয়ার্ড কাউন্সিলর, ঢাকা উত্তর সিটি কর্পোরেশন মো. তাইজুল ইসলাম চৌধুরী বাপ্পি।
অনুষ্ঠানের সভাপতি হিসেবে উপস্থিত ছিলেন কারিতাস ঢাকা অঞ্চলের আঞ্চলিক পরিচালক মি. সৌরভ রোজারিও, এছাড়াও ফাদার বিমল ফ্রান্সিস গমেজ, পাল-পুরোহিত, প্রেরিতগণের রানী মারিয়ার গির্জা, মিরপুর-২, কারিতাস কেন্দ্রীয় ও ঢাকা আঞ্চলিক অফিসের কর্মকর্তাবৃন্দ, অন্যান্য সরকারি ও বেসরকারি প্রতিষ্ঠানের প্রতিনিধিবৃন্দ উপস্থিত ছিলেন।
সহায়তা বিতরণ অনুষ্ঠানের সভাপতি কারিতাস ঢাকা অঞ্চলের আঞ্চলিক পরিচালক সৌরভ রোজারিও বলেন, “যে কোনো দুর্যোগে কারিতাস সবসময় অসহায় মানুষের পাশে দাড়িয়েছে। কারিতাস যখনই কোনো দুর্যোগ ঘটে তখনই তাৎক্ষণিক পর্যবেক্ষণ ও পরিদর্শন করে। তারপর কি ধরনের সাহায্য প্রদান করা যেতে পারে সে সম্পর্কে তথ্য সংগ্রহ করে।”
“মিরপুর ঝিলপাড় বস্তিতে অগ্নিকান্ডের ঘটনায় কারিতাস জরুরিভাবে দাতাসংস্থা স্টার্ট নেটওয়ার্কের সাথে যোগাযোগ করে এবং তারা ক্ষতিগ্রস্তদের সাহায্য করতে এগিয়ে আসে,” বলেন সৌরভ রোজারিও।
তিনি আরোও বলেন, “আর্থিক সহায়তার পাশাপাশি বাকি জরুরি স্বাস্থ্য সুরক্ষা উপকরণ, জরুরি শেল্টার এনএফআই (নন ফুড আইটেম), জরুরি সুরক্ষা এনএফআই (নন ফুড আইটেম) সহায়তা যত তাড়াতাড়ি সম্ভব প্রদান করা হবে। তিনি অনুষ্ঠানের প্রধান অতিথি ও স্টার্ট নেটওয়ার্কের কর্মকর্তাদের ধন্যবাদ জানিয়ে তার বক্তব্য শেষ করেন।”
ফাদার বিমল ফ্রান্সিস গমেজ বলেন, “সব ধর্মই ভালোবাসার কথা বলে এবং মানুষের সেবা করার কথা বলে। পৃথিবীতে অনেক দেশ আছে যারা মানুষের সেবা করে এবং বিনিময়ে কিছু আশা করে না। কারিতাস মানে প্রেম। তাই আমাদের সবার উচিত মানুষের পাশে দাঁড়ানো এবং একে অপরকে সাহায্য করা।”
বিশেষ অতিথি মো. তাইজুল ইসলাম চৌধুরী বাপ্পি, ৬ নং ওয়ার্ড কাউন্সিলর, ঢাকা উত্তর সিটি কর্পোরেশন তার বক্তব্যে উল্লেখ করেন যে, কারিতাস মানে ভালোবাসা তাই তিনিও কারিতাসকে ভালোবাসেন। তিনি আশা করেন কারিতাস সব সময় অবহেলিত ও পিছিয়ে পড়া মানুষের জন্য কাজ করবে। সার্বক্ষণিক সহযোগিতার জন্য তিনি মাননীয় সংসদ সদস্যকেও ধন্যবাদ জানান। তিনি ঝিলপাড় বস্তির অসহায় মানুষের পাশে দাঁড়ানোর জন্য কারিতাস ও দাতা সংস্থা স্টার্ট নেটওয়ার্ককে ধন্যবাদ জানিয়ে তার বক্তব্য শেষ করেন।
অনুষ্ঠানের সম্মানিত প্রধান অতিথি জনাব আলহাজ্ব মো. ইলিয়াস উদ্দিন মোল্লাহ্, মাননীয় সংসদ সদস্য (এমপি), ঢাকা-১৬ তার বক্তব্যে তিনি উল্লেখ করেন যে, কারিতাস দীর্ঘদিন ধরে বাংলাদেশের অসহায় মানুষদের জন্য কাজ করে যাচ্ছে। আগুনে ক্ষতিগ্রস্ত মানুষের পাশে দাঁডানোর জন্য তিনি কারিতাসকে ধন্যবাদ জানান।
তিনি আরোও বলেন, “সুন্দর ভবিষ্যৎ গড়তে কারিতাস থেকে প্রশিক্ষণ নিয়ে অনেকেই বিদেশে যাচ্ছেন। অসহায় মানুষের পাশে আছি এবং থাকবো। তিনি মানুষের সেবার কথা উল্লেখ করে বলেন, সেবাই সবচেয়ে বড় ধর্ম। সেবার মাধ্যমেই ঈশ্বরকে পাওয়া যায়।”
করোনার সময় তিনি এ অঞ্চলের মানুষের পাশে দাঁড়িয়েছেন। তিনি মাননীয় প্রধানমন্ত্রীর কথা উল্লেখ করে সকলকে জনগণের পাশে দাঁড়াতে এবং তার নির্দেশনা অনুযায়ী সেবা করতে বলেন। তিনি মাননীয় প্রধানমন্ত্রীর নির্দেশে দেশের চলমান উন্নয়নের কথাও উল্লেখ করেন। সবশেষে তিনি কারিতাসকে এমন একটি অনুষ্ঠান আয়োজনের জন্য ধন্যবাদ জানান এবং ক্ষুধা ও দারিদ্রমুক্ত দেশ গড়ার প্রত্যয় ব্যক্ত করে তার বক্তব্য শেষ করেন।
ঢাকা জেলার অন্তর্গত পল্লবী থানার ঝিলপাড় বস্তির দক্ষিনে গত ১৯ ফেব্রুয়ারি ২০২৪ তারিখে দুপুর ১.০০ ঘটিকায় একটি ভয়াবহ অগ্নিকান্ডের ঘঁনা ঘটে। এই দুর্ঘটনায় মোট ৩৩৮টি পরিবারের ঘর আগুনে পুড়ে তাদেও সমস্ত সম্বল হারিয়েছেন। তাই অগ্নিকান্ডের ক্ষতিগ্রস্তদেও প্রতি সাহায্যেও হাত বাড়িয়ে দিয়েছে কারিতাস বাংলাদেশ। - মাইকেল রোজারিও, কারিতাস ঢাকা অঞ্চল