ইন্দোনেশিয়ায় পোপ ফ্রান্সিসের পালকীয় সফর

ইন্দোনেশিয়ায় পোপ ফ্রান্সিসের পালকীয় সফর

ইন্দোনেশিয়া, বিশ্বের মধ্যে সবচেয়ে সংখ্যাগরিষ্ঠ মুসলিম একটি  দেশ, যেখানে ১৯৭০ খ্রিষ্টাব্দে ষষ্ঠ পোপ পল প্রথমবারের মতো  এবং পোপ দিত্বীয় জন পল দিত্বীয়বারের মতো  দেশটির রাজধানী জাকার্তায় ও অন্যান্য শহরে সফর করেছিলেন।

এই দেশটির তৃতীয় সফরকারী পোপ হবেন পুন্যপিতা পোপ ফ্রান্সিস। উল্লেখ্য যে ৮৭ বছর বয়সী পুন্যপিতা পোপ ফ্রান্সিস তার এই যাত্রায় দীর্ঘ বারো দিন অর্থাৎ ২ থেকে ১৩ সেপ্টেম্বর পযর্ন্ত পালকীয়  সফরে এশিয়া এবং ওশেনিয়াতে তিনি অবস্থান করবেন।

তার সফর যাত্রায় তিনি সেপ্টেম্বরের ৬ থেকে ৯ তারিখ  পাপুয়া নিউ গিনি, ৯ থেকে ১১ পূর্ব তিমুর এবং ১১ থেকে ১৩ তারিখ পযর্ন্ত সিঙ্গাপুরে অবস্থান করবেন।

সেপ্টেম্বরের ৩ তারিখ পোপ ফ্রান্সিস আনুমানিক ১১:৩০ মিনিটে জাকার্তার বিমান বন্দরে আগমন করলে তাকে  রাষ্ট্রীয়ভাবে  অভ্যর্থনা জানানো হবে। তার আগমনকে কেন্দ্র করে সেপ্টেম্বর সকাল ৯:৩০ মিনিটে  দেশটির পক্ষ থেকে তাকে সম্মিলিত ভাবে অভ্যথর্না জানানো হবে।

পরবর্তী সময় সকাল ১০: ০০ঘটিকায়  তিনি ইস্তানা মেরদেকা রাষ্ট্রপতি ভবনে বিদায়ী রাষ্ট্রপতি জোকো উইডোডোর সাথে সৌজন্য সাক্ষাত করবেন এবং ১০:৩৫ মিনিটে তিনি বেসামরিক কর্মকর্তাদের সাথে ও ঐ দেশের রাষ্ট্রদূতের সাথে সাক্ষাত করবেন।

এছাড়া তিনি জাকার্তার ভাটিকান দূতাবাসে ১১:৩০ মিনিটে যীশু সংঘের সকল সদস্যদের সাথে  ও ব্যাক্তিগত বৈঠক করবেন। বিকাল ৪:৩০ মিনিটে তিনি জাকার্তার  ক্যাথিড্রালে সকল বিশপ, যাজক, ডিকন , সেমিনারীয়ান ব্রতধারী, ব্রতধারীনী ও ক্যাটেখিস্টদের সাথে সাক্ষাত করবেন এবং পরে বিকালে ৫:৩০ মিনিটে তিনি যুব কেন্দ্র গ্রহা পেমুডায় সৌজন্য সাক্ষাত করবেন।

 তার সফরের মধ্যে আরও রয়েছে দক্ষিন- পূর্ব এশিয়ার বৃহত্তম জার্কাতার ইস্তিকলাল মসজিদ যেখানে তিনি একটি আন্তধর্মীয় সভায় অংশগ্রহণ করবেন।একই সাথে তিনি একটি টানেল পরিদর্শন করবেন যেটি ২০২০ খ্রিষ্টাব্দে ধর্মীয় সম্প্রীতির বৃদ্ধির জন্য নির্মান করা হয়েছিলো। যদিও এই টানেলটি বতর্মানে ব্যবহার যোগ্য নয় ।

একই দিনে পুন্যপিতা সকাল ১০:১৫ মিনিটে ইন্দোনেশিয়ার বিশপ ভবনে সকল উপকারী ভাইবোনদের সাথে সাক্ষাত করে বিকাল ৫: ০০ ঘটিকায় তিনি জার্কাতার গেলোরা বুং কার্নো স্টেডিয়ামে পবিত্র খ্রিষ্টযাগ উৎস্বর্গ করবেন । যেখানে প্রায় ৮০,০০০ হাজার খ্রিষ্টভক্তগণ অংশগ্রহণ করবেন বলে ধারনা করা হচ্ছে।

আরো লক্ষণীয় বিষয় হলো ইন্দোনেশিয়ায় ২৮১.৫ মিলিয়ন মানুষের বসবাস। জনসংখ্যার দিক দিয়ে বিশ্বের চতুর্থ সর্বাধিক জনবহুল একটি দেশ । এখানে প্রায় ৯৪ শতাংশ মুসলমান, ৭.৫ শতাংশ প্রোটেষ্টান ৩.১ শতাংশ ক্যাথলিক এবং ১.৭ শতাংশ হিন্দু বসবাস করে। - আরভিএ সংবাদ